ঢাকা সাব-এডিটরস কাউন্সিল আয়োজন করছে ‘পিঠা উৎসব’
Published: 21st, January 2025 GMT
বাংলার ঐতিহ্য আর সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরতে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) রজত জয়ন্তী উপলক্ষে পিঠা উৎসব আয়োজন করতে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে উৎসবটি অনুষ্ঠিত হবে। এই আয়োজনে সার্বিক তত্ত্বাবধায়ন ও পরিচালনায় থাকবেন ডিএসইসির সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।
এ ছাড়াও পিঠা উৎসব কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন ডিএসইসির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান। উৎসবের মূল উদ্দেশ্য বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলির সংস্কৃতিকে সাব-এডিটরস কাউন্সিলের সকল সদস্যের কাছে পৌঁছে দেওয়া।
উৎসবে থাকবে নানান রকমের ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী ও স্বাদের আসর। এটি শুধু খাদ্য উৎসব নয়, বরং বাংলার শিকড়কে অনুভব করার এক অনন্য সুযোগ। তবে, অনুষ্ঠানটি শুধু ডিএসইসির সদস্যদের জন্য প্রযোজ্য।
ঢাকা/নাজমুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বেরোবিতে বিআরইউডিএফের আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেট ফোরাম (বিআরইউডিএফ) ‘বাঁচাও তিস্তা’ স্লোগানকে সামনে রেখে আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আয়োজনের উদ্বোধন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তুহিন ওয়াদুদ, সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক আজহারুল ইসলাম দুলালসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আরো পড়ুন:
রোকেয়ার নারী ও সমাজ-ভাবনা
ব্রাকসু নির্বাচনের কারণে শীতকালীন ছুটি পেছাল
দেশসেরা ৩২টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা এই প্রতিযোগিতায় অংশ নেন। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রাউন্ডে বিতার্কিকদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক নুসরাত জাহান বলেন, “আয়োজন অনেক ভালো হয়েছে। আশা করি, উত্তরাঞ্চলের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই আয়োজন আরো করবে। যাতে তারা সারা বাংলাদেশের সাথে যোগাযোগ করতে পারে, আমরাও যেন বার বার আসতে পারি।”
অধ্যাপক তুহিন ওয়াদুদ বলেন, “একটি বিতর্ক সংগঠন আন্দোলনের ভাষায় জনগুরুত্বপূর্ণ একটি বিষয়কে কীভাবে বিতর্কের সম্পদে পরিণত করতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেট ফোরাম।”
সংগঠনের সভাপতি রিশাদ নুর বলেন, “তিস্তা নদীকে নিয়ে বাংলাদেশে কোনো বড় পরিসরে বিতর্ক হয়নি। আমাদের বিআরইউডিএফ এটা আয়োজন করেছি। আমরা চেয়েছি বড় বড় বিশ্ববিদ্যালয়কে তিস্তার পাড়ে এনে তিস্তার প্রকৃত বিষয়টা জানাতে। আমরা চাই যে ৩২টা বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে, তারা ফিরে গিয়ে তাদের বিশ্ববিদ্যালয়ে তিস্তা নিয়ে কথা বলুক। সকলের সহযোগিতায় প্রোগ্রামটি সফল হতে যাচ্ছে।”
এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল জনপ্রিয় পত্রিকা সমকাল, দৈনিক আমার দেশ এবং দেশসেরা মাল্টিমিডিয়া চ্যানেল যমুনা টিভি।
ঢাকা/সাজ্জাদ/রাসেল