গাইবান্ধায় আগুনে ১০ পরিবার নিঃস্ব, ৭ গরুর মৃত্যু
Published: 22nd, January 2025 GMT
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দশটি পরিবারের ঘরবাড়ি, নগদ টাকা, স্বর্ণালংকার, মোটরসাইকেল, গবাদিপশু ও ঘরের আসবাবপত্র পুরোপুরি পুড়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলা।
বুধবার (২২ জানুয়ারি) উপজেলার শালমারা ইউনিয়নের নীলকন্ঠপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালের দিকে নীলকন্ঠপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে শাহ আলম, ওয়াহেদ আলীর ছেলে ইমরান আলী, ইজার উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম এবং শরিফুল ইসলাম, শহিদ ইসলাম, আতিকুল ইসলাম, মিটু ইসলাম, আব্দুর রশিদ, আনারুল ইসলামসহ দশটি পরিবারের ঘরে এবং গোয়াল ঘরে আগুন লাগে।
আগুনে ঘরে থাকা মোটরসাইকেল, স্বর্ণালংকার, আসবাবপত্র ও নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। এসময় গোয়াল ঘরে থাকা সাতটি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শালমারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সঞ্জীব হোসেন পলাশ বলেন, “উপজেলা শহর থেকে অনেক গ্রামটি অনেক দূরে হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই গরুসহ সবকিছু পুড়ে যায়। আগুনে নিমিষেই পরিবারগুলো নিঃস্ব হয়ে গেল।”
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা পৌঁছানোর আগেই তাদের সবকিছু পুড়ে গেছে। স্থানীয়দের চেষ্টায় কিছু কিছু আসবাবপত্র ও গবাদিপশু সরিয়ে নেওয়া গেলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লাখ টাকা।”
ঢাকা/মাসুম/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ল ইসল ম পর ব র
এছাড়াও পড়ুন:
‘হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক উপড়ে ফেলা হবে’
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক না কেন তা উপড়ে ফেলা হবে। হাদি জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক। আজ তিনি সন্ত্রাসীদের গুলিতে চিকিৎসাধীন। আমরা তার জন্য কায়মনোবাক্যে দোয়া করি।’’
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিথিয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাদির ওপর গুলির ঘটনাটি বিচ্ছিন্ন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বকে ধ্বংস করতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসী বাহিনী টার্গেট করেছে। কিন্তু, তারা সফল হবে না।’’
আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে দাবি করে তিনি বলেন, ‘‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকার ও নির্বাচন কমিশন বদ্ধ পরিকর। আগামী নির্বাচনে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবারের নির্বাচনে।’’
ঢাকা/শাহরিয়ার/রাজীব