গোপালগঞ্জে সমন্বয়কদের ওপর হামলা তদন্তে অপারগতা, দুজনের পদত্যাগ
Published: 27th, January 2025 GMT
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্র) সমন্বয়কদের ওপর হামলার ঘটনা তদন্তে অপারগতা প্রকাশ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন তদন্ত কমিটির সভাপতি ও সদস্যসচিব।
রবিবার (২৬ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। দুজন হলেন- তদন্ত কমিটির প্রধান ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন আব্দুল্লাহ আল আসাদ ও সদস্যসচিব শেখ রাসেল হলের প্রভোস্ট মো.
আব্দুল্লাহ আল আসাদ বলেন, ‘‘শারীরিকভাবে অসুস্থ থাকায় আমার পক্ষে তদন্ত করা সম্ভব নয়। তাই, রেজিষ্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।’’
মো. শাহবউদ্দিন বলেন, ‘‘আমাকে না জানিয়ে কমিটির সদস্যসচিব করে একটি চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু, শারীরিকভাবে অসুস্থ ও পারিবারিক সমস্যা থাকায় আমার পক্ষে তদন্ত কাজে সহায়তা করা সম্ভব নয়। যে কারণে পদত্যাগপত্র জমা দিয়েছে।’’
বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মো. এনামউজ্জামান বলেন, ‘‘সমন্বয়কদের ওপর হামলার ঘটনা তদন্তে অপারগতা প্রকাশ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও সদস্যসচিব। বিষয়টি উপাচার্যকে জানানো হবে। তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন।’’
এর আগে, গত ২৫ জানুয়ারি পরীক্ষা শেষে বের হলে ছাত্রলীগকর্মী শরিফুল ইসলাম সোহাগকে আটক করেন সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা। খবর পেয়ে সোহাগের অনুসারী ছাত্রলীগকর্মীরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ সময় হামলায় দুই সমন্বয়কসহ ৫ জন আহত হন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফয়সাল জামান ফাহিম বাদী হয়ে শরীফুল ইসলাম সোহাগকে প্রধান করে ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানার মামলা করেছেন।
ঢাকা/বাদল/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সদস যসচ ব তদন ত ক পদত য গ কম ট র
এছাড়াও পড়ুন:
ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল
ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।
ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ