সোনারগাঁয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
Published: 30th, January 2025 GMT
সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০জানুয়ারি) বিকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকার খেলার মাঠ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মোগরাপাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি সুমন হাওলাদার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক এড.
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় কৃষকদলের ক্ষুদ্র ও কুটি শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম,সোনারগাঁ উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলু হক, উপজেলা কৃষক দলের সদস্য সচিব বাবুল হোসেন বিজয়, উপজেলা যুবদলের নেতা রাকিব হাসান, বারদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি তোফাজ্জল হোসেন, পিরোজপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি দোলোয়ার হোসেন, সনমান্দী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মকবুল হোসেন, মোগরাপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন মিয়া প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ক ষকদল র ষকদল র স উপজ ল
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//