উবার চালক ছদ্মবেশে ঢাকার বিভিন্ন স্থানে ছিনতাই করতো চক্রের সদস্যরা। রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর তুরাগ থেকে ইতালিয়ান এক নাগরিকের পাসপোর্ট, মোবাইল, নগদ অর্থসহ সর্বস্ব ছিনিয়ে নেয় তারা।

এই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করার পর এ তথ্য জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—খোরশেদ আলম ও শাহিন মিয়া। ছিনতাইয়ের ঘটনার ১২ ঘণ্টার মধ্যে তুরাগ এলাকা থেকে ভুক্তভোগীর মূল্যবান জিনিসপত্র উদ্ধার করে হস্তান্তর করা হয়েছে।

সোমবার ডিএমপির মুখপাত্র উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তুরাগ থানা সূত্রে জানা যায়, রোববার ভোরে ইতালিয়ান নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূর ইতালি থেকে একটি ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তিনি বিমানবন্দরের সামনে থেকে একটি উবার মোটরসাইকেল ভাড়া নিয়ে উত্তরা-পশ্চিম থানার ১৯ নম্বর সেক্টরের প্রবাসী হোস্টেলে যাওয়ার উদ্দেশে রওনা করেন। মোটরসাইকেল চালক ইতালিয়ান নাগরিককে হোস্টেলে না নিয়ে গিয়ে তুরাগ ১৫ নম্বর সেক্টরের এক নম্বর মেট্রোরেল স্টেশনের পাশে নিয়ে ভয়-ভীতি দেখিয়ে সব ছিনিয়ে নিয়ে চলে যায়। এ ঘটনায় ইতালিয়ান নাগরিক তানিয়া তুরাগ থানায় একটি মামলা করেন।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। তারা উবার মোটরসাইকেল চালকের বেশ ধারণ করে যাত্রীদের টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করতেন বলে স্বীকার করেছে।

ঢাকার তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামম্মদ রাহাত খান বলেন, সোমবার তাদের আদালতে তোলা হয়। পরে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন

সময়ের আলোচিত রাজনৈতিক নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী হয়েছেন।

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে এই সংসদীয় আসন গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সালাহউদ্দিন আহমেদ এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পেলেন।

আরো পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরিবর্তীত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির অসুস্থ চেয়ারপারসন এবং লন্ডনে অবস্থান করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত সালাহউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের সঙ্গে চলমান আলোচনায় তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে।

ঢাকা/তারেক/রাসেল

সম্পর্কিত নিবন্ধ