উবার চালক ছদ্মবেশে ইতালিয়ান নাগরিককে জিম্মি করে ছিনতাই, গ্রেপ্তার ২
Published: 3rd, February 2025 GMT
উবার চালক ছদ্মবেশে ঢাকার বিভিন্ন স্থানে ছিনতাই করতো চক্রের সদস্যরা। রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর তুরাগ থেকে ইতালিয়ান এক নাগরিকের পাসপোর্ট, মোবাইল, নগদ অর্থসহ সর্বস্ব ছিনিয়ে নেয় তারা।
এই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করার পর এ তথ্য জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—খোরশেদ আলম ও শাহিন মিয়া। ছিনতাইয়ের ঘটনার ১২ ঘণ্টার মধ্যে তুরাগ এলাকা থেকে ভুক্তভোগীর মূল্যবান জিনিসপত্র উদ্ধার করে হস্তান্তর করা হয়েছে।
সোমবার ডিএমপির মুখপাত্র উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তুরাগ থানা সূত্রে জানা যায়, রোববার ভোরে ইতালিয়ান নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূর ইতালি থেকে একটি ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তিনি বিমানবন্দরের সামনে থেকে একটি উবার মোটরসাইকেল ভাড়া নিয়ে উত্তরা-পশ্চিম থানার ১৯ নম্বর সেক্টরের প্রবাসী হোস্টেলে যাওয়ার উদ্দেশে রওনা করেন। মোটরসাইকেল চালক ইতালিয়ান নাগরিককে হোস্টেলে না নিয়ে গিয়ে তুরাগ ১৫ নম্বর সেক্টরের এক নম্বর মেট্রোরেল স্টেশনের পাশে নিয়ে ভয়-ভীতি দেখিয়ে সব ছিনিয়ে নিয়ে চলে যায়। এ ঘটনায় ইতালিয়ান নাগরিক তানিয়া তুরাগ থানায় একটি মামলা করেন।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। তারা উবার মোটরসাইকেল চালকের বেশ ধারণ করে যাত্রীদের টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করতেন বলে স্বীকার করেছে।
ঢাকার তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামম্মদ রাহাত খান বলেন, সোমবার তাদের আদালতে তোলা হয়। পরে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক উপড়ে ফেলা হবে’
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক না কেন তা উপড়ে ফেলা হবে। হাদি জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক। আজ তিনি সন্ত্রাসীদের গুলিতে চিকিৎসাধীন। আমরা তার জন্য কায়মনোবাক্যে দোয়া করি।’’
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিথিয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাদির ওপর গুলির ঘটনাটি বিচ্ছিন্ন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বকে ধ্বংস করতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসী বাহিনী টার্গেট করেছে। কিন্তু, তারা সফল হবে না।’’
আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে দাবি করে তিনি বলেন, ‘‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকার ও নির্বাচন কমিশন বদ্ধ পরিকর। আগামী নির্বাচনে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবারের নির্বাচনে।’’
ঢাকা/শাহরিয়ার/রাজীব