মুন্সীগঞ্জে ৬ জনকে পিটিয়ে জখমের অভিযোগ
Published: 4th, February 2025 GMT
মুন্সীগঞ্জের সদর উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ায় প্রবাসীসহ ছয়জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার বজ্রযোগনী ইউনিয়নের পুকুর পাড় এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীরা মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (ওসি তদন্ত) সজিব দে বলেন, “আহত সাকিবের মা আনোয়ারা বেগম অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।”
আরো পড়ুন:
ছাগল নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল কৃষকের
লক্ষ্মীপুরে ৪ সাংবাদিককে আটকে মারধর, ‘গুলি’
আহতরা হলেন- ইতালী প্রবাসী মো.
আহতদের স্বজনরা জানান, বজ্রযোগনী ইউনিয়নের আটপাড়া এলাকার রিফাত মোল্লা, আরাফাত মোল্লা ও পুরোহিতপাড়া রিভন ও বাবুল মোল্লা নামে চারজন পুকুর পাড় এলাকায় মাদক সেবন করে। তারা স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের উত্যক্ত করত। গতকাল সোমবার সন্ধ্যায় রিফাত ও আরাফাতরা মাদক সেবন করে অশ্লীল ভাষায় বকাবকি করতে থাকে। এসময় সাকিব তাদের বাড়ির পাশ থেকে বকা দিয়ে তাদের সরিয়ে দেন।
আজ সকাল ১১টার দিকে রিফাত মোল্লা, আরাফাত, রিভন ও বাবুল মোল্লাসহ আরো চার থেকে পাঁচজন সাকিবদের বাড়িতে গিয়ে হামলা চালায়। তারা সাকিবকে মারধর করে। সাকিবকে বাঁচাতে উজ্জল, রাকিব, মোজাম্মেল ও আকাশরা এগিয়ে গেলে তাদেরকেও পেটাতে শুরু করে হামলাকারীরা। একপর্যায়ে ধারালো ছুরি দিয়েও আঘাত করে রিফাত। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন মুন্সীগঞ্জ জেলার হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা সবােইকে প্রাথমিক চিকিৎসা দেন। উজ্জলের অবস্থা কিছুটা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত সাকিবের মা আনোয়ারা বেগম বলেন, “আমার ছেলেটা ছুটিতে দেশে এসেছে। ওই ছেলেগুলো আমাদের বাড়ির সামনে প্রায় আড্ডা দিয়ে নেশা করে। বিভিন্ন ধরনের খারাপ কথা বলত। সাকিব শুধু তাদেরকে এখানে বসে আড্ডা দিতে এবং মাদক সেবন করতে নিষেধ করেছিল। এজন্য আমার ছেলেসহ সবাইকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। আমি বিচার চাই।”
ঢাকা/রতন/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
প্রার্থী ঘোষণার পর প্রথম নির্বাচনী এলাকায় সালাহউদ্দিন আহমদ, চালাবেন প্রচারণা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ (চকরিয়া-পেকুয়া) আসনের দলীয় প্রার্থী সালাহউদ্দিন আহমদ পাঁচ দিনের সফরে আজ মঙ্গলবার কক্সবাজার এসেছেন। আজ সকাল ১০টায় ঢাকা থেকে তিনি বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে নেমে দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর গাড়িবহরযোগে নিজের নির্বাচনী এলাকায় রওনা দেন। প্রার্থী ঘোষণার পর প্রথমবার তিনি নিজের নির্বাচনী এলাকা সফর করছেন।
বিমানবন্দরে সালাহউদ্দিন আহমদকে স্বাগত জানাতে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী জড়ো হন। জেলার শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের প্রার্থী লুৎফর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের প্রার্থী শাহজাহান চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি এ টি এম নুরুল বশর চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না। এ সময় নেতা-কর্মীরা স্লোগান দিয়ে নেতাকে বরণ করে নেন। বেলা ১১টার দিকে সালাহউদ্দিন আহমদ গাড়িবহর নিয়ে চকরিয়ার উদ্দেশে রওনা দেন। তবে বিমানবন্দরে তিনি গণমাধ্যম কিংবা নেতা-কর্মীদের উদ্দেশে কোনো বক্তব্য দেননি।
জানতে চাইলে বিএনপি নেতা লুৎফর রহমান কাজল প্রথম আলোকে বলেন, সালাহউদ্দিন আহমদ এখন দলের মুখপাত্রের ভূমিকা রাখছেন। খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন। এর মধ্যেও তিনি পাঁচ দিনের সফরে কক্সবাজার এসেছেন। তিনি নিজের নির্বাচনী এলাকায় ব্যস্ত সময় কাটাবেন। ভোটারদের সঙ্গে কথা বলবেন, জনসংযোগ করবেন। কয়েকটি বড় সমাবেশও করার কথা রয়েছে।
দলের নেতারা বলেন, দীর্ঘ ৯ বছর ভারতের শিলংয়ে নির্বাসিত জীবন কাটিয়ে গত বছরের ১১ আগস্ট দেশে ফেরেন সালাহউদ্দিন আহমদ। গত এক বছরে নির্বাচনী এলাকায় এসেছেন চারবার। সর্বশেষ গত ২৩ আগস্ট সালাহউদ্দিন আহমদ চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন। তখন তিনি ধানের শীষে ভোট চান। গত ৩ নভেম্বর কক্সবাজার-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সালাহউদ্দিন আহমদের নাম ঘোষণা হয়। এর আগে তিনি এই আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ছিলেন যোগাযোগ প্রতিমন্ত্রীও। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তাঁর সহধর্মিণী হাসিনা আহমদও একই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন। এবারের নির্বাচনী প্রচারণায় স্বামীর সঙ্গে হাসিনা আহমদও থাকছেন।
পাঁচ দিনের কর্মসূচি
দলীয় সূত্রে জানা গেছে, ৭ ডিসেম্বর পর্যন্ত সালাহউদ্দিন আহমদ চকরিয়া-পেকুয়ায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকবেন। ধানের শীষের পক্ষে জনসংযোগ, পথসভা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন। আজ মঙ্গলবার সকালে কক্সবাজার বিমানবন্দরে নেমে সেখান থেকে চকরিয়ার খুটাখালীতে পীর হাফেজ আব্দুল হাইয়ের কবর জিয়ারত ও দলীয় কার্যালয় উদ্বোধনের মাধ্যমে কর্মসূচি শুরু করবেন তিনি।
সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব মো. ছফওয়ানুল করিম স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, বিকেলে সালাহউদ্দিন আহমদ চকরিয়ার ডুলাহাজারা ও ফাঁসিয়াখালী ইউনিয়নে জনসংযোগ ও পথসভায় বক্তব্য দেবেন। রাতে তিনি পেকুয়া সদরের নিজ বাসভবনে অবস্থান করে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
আগামীকাল বুধবার সকালে বাবা–মায়ের কবর জিয়ারতের মাধ্যমে পেকুয়ায় প্রচারণা শুরু করবেন। এদিন শীলখালী, বারবাকিয়া, টৈটং ও রাজাখালী ইউনিয়নে জনসংযোগ করবেন।
বৃহস্পতিবার মগনামা, উজানটিয়া ও পেকুয়া সদর ইউনিয়নে ধানের শীষের পক্ষে জনসংযোগ ও পথসভায় যোগ দেবেন। শুক্রবার চকরিয়ার কোনাখালী, ভেওলা মানিকচর, পূর্ব বড় ভেওলা, সাহারবিল, পশ্চিম বড় ভেওলা, ডেমুশিয়া ও বদরখালী ইউনিয়নে দিনব্যাপী জনসংযোগ করবেন। এদিন তিনি বিভিন্ন মাদ্রাসা ও দলীয় কার্যালয় পরিদর্শন করবেন।
শনিবার চকরিয়ার কেয়ারবিল ও লক্ষ্যারচর ইউনিয়নে মহিলা সমাবেশে যোগ দেবেন। এ ছাড়া ফাঁসিয়াখালী, কাকারা ও বরইতলী ইউনিয়নে জনসংযোগ করবেন। রোববার সফরের শেষ দিনে হারবাং ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে জনসংযোগ করবেন। দুপুরে চকরিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। কর্মসূচি শেষে রোববার রাত ৮টায় তিনি ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।