পৃথিবীর যেকোনো আদালত শেখ হাসিনাকে দোষী বলবে
Published: 21st, November 2025 GMT
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, “জুলাই গণহত্যা মামলায় শেখ-হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ এসেছে, তা দেখে পৃথিবীর যেকোন আদালত বলবে তারা দোষী।”
শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় রোটেক্স ফাউন্ডেশন আয়োজিত কর্মমূখী শিক্ষা, পরিবেশ উন্নয়ন ও স্বধর্মীয় মূল্যবোধ চর্চা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, “শেখ হাসিনা আমার কাছে মুখ্য নয়, আমি দেখেছি; হাসিনার নির্দেশে মাত্র ২০ দিনে ১৪০০ বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে।”
তিনি বলেন, “সব তথ্য-প্রমাণের ভিত্তিতে শেখ হাসিনার বিচার হয়েছে। আসামি পক্ষের আপিলের সুযোগ আছে। আসামি পক্ষ সব সময় বলতে চেষ্টা করবে, বিচার সঠিক হয়নি। আসামি পক্ষের সুযোগ আছে রায়ের বিরুদ্ধে আপিল করার। রায় কার্যকরের জন্য সরকার চেষ্টা চালাচ্ছে।”
ঢাকা/শাহরিয়ার/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পার্থ টেস্টের প্রথম দিনেই ১৯ উইকেটের পতন
আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল থেকে শুরু হয়েছে অ্যাশেজ সিরিজ। পার্থে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই ১৯ উইকেটের পতন ঘটেছে।
টস জিতে ইংল্যান্ড আগে ব্যাট করতে নেমে অজিদের বোলিং তোপে ৩২.৫ ওভারে ১৭২ রানে অলআউট হয়। এরপর অস্ট্রেলিয়া জবাব দিতে নেমেও একই পরিস্থিতির শিকার হয়। তারা ৩৯ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান তুলে প্রথম দিন শেষ করেছে। নাথান লায়ন ৩ ও ব্রেন্ডান ডগেট শূন্যরানে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল শনিবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।
আরো পড়ুন:
অ্যাশেজের প্রথম টেস্টেই স্টার্ক ঝড়: অশ্বিনকে ছাড়িয়ে বুমরাহর পাশে অজি পেসার
ভূমিকম্পে বন্ধ থাকল মিরপুরের খেলা
অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৬ রান করেন আলেক্স ক্যারি। ২৪ রান করেন ক্যামেরন গ্রিন। ২১টি রান আসে ট্র্যাভিস হেডের ব্যাট থেকে। এছাড়া স্টিভেন স্মিথ ১৭ ও মিচেল স্টার্ক করেন ১২ রান।
বল হাতে বেন স্টোকস ৬ ওভারে ১ মেডেনসহ ২৩ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছেন। জোফরা আর্চার ও ব্রাইডন কার্স নিয়েছেন ২টি করে উইকেট।
তার আগে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক একাই ধ্বসিয়ে দেন ইংল্যান্ডের ইনিংস। তিনি ১২.৫ ওভারে ৪ মেডেনসহ ৫৮ রান দিয়ে ৭টি উইকেট নেন। এছাড়া ডগেট নেন ২টি এবং গ্রিন নেন ১টি।
তাদের বোলিং তোপের মুখেও ইংল্যান্ডের হ্যারি ব্রুক ফিফটি করেন। ৫টি চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেন তিনি। অলি পোপ মাত্র ৪ রানের জন্য ফিফটি মিস করেন। এছাড়া জেমি স্মিথ ৩৩ ও বেন ডাকেট করেন ২১ রান।
ঢাকা/আমিনুল