পাবনায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
Published: 21st, November 2025 GMT
পাবনার চাটমোহরে ট্রেনের ধাক্কায় হাফিজুল প্রামানিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের চাটমোহর উপজেলার ডেঙ্গার ব্রিজ এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।
মারা যাওয়া হাফিজুল ভাঙ্গুড়া উপজেলার মসজিদপাড়া এলাকার সাবের প্রামাণিকের ছেলে। তার পড়নে ছিল জিন্স প্যান্ট ও সাদা রঙের চেক শার্ট।
আরো পড়ুন:
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ছাত্রী নিহত, ট্রাক ভাঙচুর
চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ল গাড়ি, নিহত ১
স্থানীয় সুত্র জানায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী থেকে সিল্কসিটি ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ডেঙ্গার ব্রিজ এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাওয়া যুবককে ধাক্কা দেয় ট্রেনটি। এতে ওই যুবক গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী আমিরুল ইসলাম বলেন, “রেললাইনের পাশে একজন মানুষকে পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেই। পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তখনও হাফিজুল জীবিত ছিলেন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আবু বক্কর সিদ্দিক বলেন, “সিরাজগঞ্জ জিআরপি পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়ায় রয়েছে।”
সিরাজগঞ্জ রেলওয়ে থানার (জিআরপি) অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দিন বলেন, “আমরা ইতোমধ্যে চাটমোহরে পুলিশ ফোর্স পাঠিয়েছি। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনাটি তদন্তে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ কাজ করছে।”
ঢাকা/শাহীন/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কুমিল্লা ইপিজেডে ভূমিকম্পের সময় অজ্ঞান-আহত ৮০ নারী শ্রমিক
ভূমিকম্পের সময় আতঙ্কে কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) কর্মরত অন্তত ৮০ জন নারী শ্রমিক অজ্ঞান ও আহত হয়েছেন। পাঁচজন দৌড়ে কারখনা থেকে বের হতে গিয়ে আহত হন। তাদের মধ্যে ৫০ জন ইপিজেডের ভেতর অবস্থিত বেপজা হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসেবা নিয়েছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে ৩০ জনকে।
কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, ভূমিকম্পের সময় দুটি কারখানার নারী শ্রমিকরা আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি করতে গিয়ে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন। তবে, গুরুতর আহত হননি কেউ৷ তাদের সবাই প্রাথমিক চিকিৎসা শেষে এখন বাসায় অবস্থান করছেন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ জানিয়েছেন, ওই হাসপাতালে অন্তত ৩০ জন শ্রমিককে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। এ সময় কুমিল্লা ইপিজেডে কর্মরত নারীরা দৌড়ে বের হতে গিয়ে আহত হন। তাদের মধ্যে অনেকে ভয়ে অজ্ঞান হয়ে অফিসের মেঝেতে পড়ে যান। তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা/রুবেল/রফিক