চুরি হওয়া প্রাইভেট কার উদ্ধারে তল্লাশি, দুই নারীসহ মিলল ৪০ কেজি গাঁজা
Published: 4th, February 2025 GMT
জয়পুরহাটের আক্কেলপুরে চুরি করা প্রাইভেট কারে ৪০ কেজি গাঁজা, ৩৬৫ পিস ইয়াবা ও দুই নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার পৌর এলাকার আক্কেলপুর-বগুড়া সড়কে তল্লাশি চৌকি বসিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কুমিল্লার কোতোয়ালি থানার চকবাজার শুভপুর এলাকার মৃত আব্দুল ছাত্তারের ছেলে রুবেল হোসেন (২৫), জয়পুরহাট সদর উপজেলার সাখিদারপাড়া গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪২) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার ছাইকট গ্রামের রাকিব হোসেনের স্ত্রীর নাসরিন আক্তার (২৫)।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে কুমিল্লা থেকে একটি প্রাইভেট কার চুরি হয়েছে বলে পুলিশ খবর পায়। এসময় থানা-পুলিশ পৌর সদরের আক্কেলপুর-বগুড়া সড়কের সোনামুখী মসজিদ এলাকায় তল্লাশি চৌকি বসায়। একপর্যায়ে চুরি হওয়া সাদা রঙয়ের প্রাইভেট কারটি থামানো হয়। এসময় প্রাইভেট কারের সামনে থাকা একজন লাফিয়ে পালিয়ে যায়। পরে গাড়িসহ তিনজনকে আটক করে থানায় নেয় পুলিশ। পরে জব্দ করা প্রাইভেট কার তল্লাশি করে ১৪টি প্যাকেটে মোড়ানো ৪০ কেজি গাঁজা এবং ৩৬৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার নাজমা বেগম বলেন, পাঁচ হাজার টাকা পারিশ্রমিকের বিনিময়ে তারা কুমিল্লা থেকে জয়পুরহাট সদর উপজেলার দূর্গাদহ বাজারে গাঁজা এবং ইয়াবাগুলো নিয়ে যাচ্ছিলেন। পথে পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তবে গাড়িটি চুরি করা কিনা তা তিনি জানেন না।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, কুমিল্লা থেকে একটি প্রাইভেট কার চুরি করে নিয়ে আসছিল এমন সংবাদ পেয়ে তল্লাশি চৌকি বসানো হয়। গাড়িটি আটক করে থানায় এনে তল্লাশি করলে গাঁজা ও ইয়াবা উদ্ধার হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধ মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে বন্দরে মহানগর বিএনপি গণমিছিল
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে বন্দর থানা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণমিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
এসময়ে গণমিছিলে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল নেমেছে। তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো মিছিল।
শুক্রুবার ( ২১ নভেম্বর) বিকেল চারটায় বন্দর ২৩নঃ ওয়ার্ডের কবিলের মোড় থেকে শুরু করে লিফলেট বিতরণ ও গণমিছিলটি পৌরসভার সামনে নিয়ে চিতা শালের মোড় হয়ে সিরাজদ্দৌলা মাঠের দিয়ে বন্দরবাজার হয়ে বন্দর খেয়া ঘাটের গিয়ে শেষ হয়।
এসময়ে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাধারণ জনগণ, দোকানদার ও পথচারীদের মাঝে ৩১দফার লিফলেট বিতরণ করেন।
বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানার সভাপতিত্বে লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এড. আবুল কালাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর বিএনপি নেতা বিশিষ্ট শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল, নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, আওলাদ হোসেন, বরকত উল্লাহ, ফারুক হোসেন, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন,বিএনপি নাজমুল হক, চঞ্চল মাহমুদ,সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, ইকবাল হোসেন, সোহেল খান বাবু, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মুছাপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন মিয়া, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূইয়া, সাধারণ সম্পাদক শাহেন শাহ্ মিঠু, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পল্লবী থানার যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া হত্যার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে সাইনবোর্ড শাখা যুবদলের নেতাকর্মীরা। শুক্রবার (২১ নভেম্বর) বিকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ।
সাইনবোর্ড শাখা যুবদল নেতা আব্দুর রহিম সাজুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি আমির হোসেন বাদশা।
এসময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা ছাত্রদল নেতা রিয়াজুল, ফতুল্লা থানা তরুণ দলের সভাপতি রাসেল গাজী, কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রিদয়, সিদ্ধিরগঞ্জ ছাত্রদল নেতা রেজাউল, শ্রমিকদল নেতা রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন বাদশা বলেন, “দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরেও আমরা আমাদের সহযোদ্ধাদের হারাচ্ছি।
“আইন-শৃঙ্খলার চরম অবনতির কারণে এসব হত্যার ঘটনা ঘটছে।তিনি আরো বরেন, দেশে দ্রুত একটি নির্বাচিত সরকারের প্রয়োজন।
আর সেই সরকার হতে হবে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার।” গোলাম কিবরিয়ার হত্যার দ্রুত বিচার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানাচ্ছি।