ফেনীতে যুবদলের সাবেক এক নেতাকে অপহরণের জেরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ গ্রামবাসী। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন তাঁরা। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া অংশের বেশ কয়েক কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ ওই নেতাকে উদ্ধারের পর রাত পৌনে একটার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানিয়েছেন, ছাগলনাইয়া উপজেলার সমিতি বাজার এলাকায় যুবদলের নেতা আলাউদ্দিনকে অপহরণের জেরে এ বিক্ষোভের সূচনা হয়। তিনি ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে বুধবার রাত সাড়ে ১০টার দিকে ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের সমিতি বাজার এলাকার একটি চা–দোকান থেকে আলাউদ্দিনকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ খবর ছড়িয়ে পড়লে আলাউদ্দিনের স্বজন ও বিক্ষুব্ধ গ্রামবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সমিতি বাজার অংশ অবরোধ করেন। অবরোধের কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী এবং চট্টগ্রাম থেকে ঢাকামুখী উভয় লেনে তীব্র যানজট সৃষ্টি হয়।

আলাউদ্দিনের ভাতিজা মেহেরাব উদ্দিন বলেন, ‘বালুমহালে বিরোধের জেরে আলমগীর সিদ্দিকী সশস্ত্র লোকজন নিয়ে তাঁর চাচাকে অপহরণ করে নিয়ে যায়। চাচার সন্ধানে মহাসড়কের অবস্থা নিয়েছি।’

সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। ছাগলনাইয়া থানাধীন ঘোপাল তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক শিমুল কুমার মহন্ত প্রথম আলোকে বলেন, অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে এক পক্ষের লোকজন মহাসড়ক অবরোধ করেন। পুলিশ অভিযান চালিয়ে যুবদলের ওই নেতাকে উদ্ধার করে। বিক্ষোভকারীরা এ খবর জানতে পেরে রাত পৌনে একটার দিকে মহাসড়ক ছেড়ে চলে যান।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক অবর ধ য বদল র

এছাড়াও পড়ুন:

সাতক্ষীরায় ৮ দিনেও খোঁজ মেলেনি অপহৃত কিশোরীর

সাতক্ষীরার আশাশুনি থেকে আট দিন আগে অপহরণ হওয়া এক কিশোরীর খোঁজ এখনো মেলেনি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও মেয়েটিকে খুঁজে বের করতে পারেনি পুলিশ। মেয়েকে জীবিত ফেরত পেতে ব্যাকুল হয়ে আছে পরিবার।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকেলে অপহৃতের বাবা বিষয়টি গণমাধ্যমকে জানান।

আরো পড়ুন:

আইজিপির সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধি দলের সাক্ষাৎ

নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার

মেয়েটির বাবার করা অভিযোগ সূত্রে জানা গেছে, তার ১৫ বছর বয়সী মেয়েকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দেন আশাশুনির খড়িয়াটী গ্রামের পীর আলী সরদারের ছেলে গোলাম কিবরিয়া। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২২ অক্টোবর মাদারাসায় যাওয়ার পথে গোলাম কিবরিয়া তার সহযোগীদের সহায়তায় মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে মেয়ের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। অভিযুক্তরা তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে। এ ঘটনায় আশাশুনি থানায় জিডি করেন মেয়েটির বাবা, যার নং ১৩১২, তাং- ২৭/১০/২৫। 

এ বিষয়ে জানতে অভিযুক্ত গোলাম কিবরিয়ার মোবাইলে কল করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন বলেন, “মেয়েটির পরিবার সাধারণ ডায়েরি করেছে। মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে তাকে উদ্ধার করতে পারব।”

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ছয় বছর ধরে নিখোঁজের পর ফেনীতে মৃত অবস্থায় উদ্ধার, সেই আহাদ আসলে কে
  • সাতক্ষীরায় ৮ দিনেও খোঁজ মেলেনি অপহৃত কিশোরীর