গাড়ি, ফার্মাসিউটিক্যালসহ বিভিন্ন পণ্যে শিগগিরই শুল্ক বসাবেন ট্রাম্প
Published: 20th, February 2025 GMT
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার বলেছেন, ‘আগামী মাসে কিংবা যত শিগগির সম্ভব’ তিনি কাঠের তক্তা, গাড়ি, আধা বিদ্যুৎ পরিবাহী পদার্থ (সেমিকন্ডাক্টর), ফার্মাসিউটিক্যালস–সংশ্লিষ্ট বিভিন্ন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দেবেন।
মায়ামিতে এক সম্মেলনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি গাড়ি, আধা বিদ্যুৎ পরিবাহী পণ্য, চিপ, ফার্মাসিউটিক্যালস পণ্য, ওষুধ, কাঠের তক্তাজাতীয় পণ্যে শুল্ক আরোপ করতে যাচ্ছি।’ আরও বেশ কিছু পণ্যের ওপর আগামী মাসে কিংবা যত শিগগির সম্ভব শুল্ক আরোপের ঘোষণা দেবেন বলেও জানান তিনি।
আরও পড়ুনট্রাম্পের শুল্ক কেন যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য ক্ষতিকর০২ ফেব্রুয়ারি ২০২৫তবে ট্রাম্প নতুন করে শুল্ক আরোপের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন ট্রাম্প। এরপর তিনি বহু আমদানি পণ্যের ওপর শুল্ক আরোপ করেছেন। ঘন ঘন আমদানি পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকিও দিয়ে আসছেন তিনি।
আরও পড়ুনকানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপ করে ট্রাম্পের নির্বাহী আদেশ, বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা০২ ফেব্রুয়ারি ২০২৫তবে সময়ের সঙ্গে সঙ্গে ট্রাম্পের হুমকিও বদলেছে। এরপর কী আসতে চলেছে, সেটা নিয়ে অন্যান্য দেশ ও ব্যবসাগুলো অনিশ্চয়তার মুখে পড়েছে। অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের অনেকেই সতর্ক করে বলছেন, ট্রাম্পের ব্যাপক হারে শুল্কারোপ মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে।
আরও পড়ুনইস্পাত-অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫% শুল্ক আরোপে নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প১১ ফেব্রুয়ারি ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ ল ক আর প র র ওপর
এছাড়াও পড়ুন:
ভাড়া বাসায় একা থাকতেন বৃদ্ধা, তার অর্ধগলিত লাশ উদ্ধার
চুয়াডাঙ্গা শহরের দক্ষিণ কবরস্থান পাড়ায় বাসা থেকে গুলশান আরা চমন (৬৫) নামে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি ঝিনাইদহের শৈলকুপার উপজেলার দামুদহ গ্রামের মৃত আবুক কাশেমের স্ত্রী।
আজ সোমবার ( ১৫ সেপ্টেম্বর) দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।
আরো পড়ুন:
নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার
গাজীপুরে নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ, নদীতে মিলল লাশ
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, শয়ন কক্ষের মেঝে থেকে গুলশান আরা চমনের লাশ উদ্ধার করা হয়। ঘরের ভেতর থেকে দরজা লাগনো ছিল। চমন হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
বাড়ির মালিকের স্ত্রী রেহেনা খাতুন বলেন, ‘‘দীর্ঘ সাত বছর বাসা ভাড়া নিয়ে চমন একাই বসবাস করছিলেন। তিন মাস আগে তিনি স্ট্রোক করলে তাকে উদ্ধার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে পরামর্শ দেওয়া, ঘরের দরজা খোলা রেখে ঘুমাতে। যেন প্রয়োজনে সাহায্য করতে যায়। কিন্তু উনি দরজা দিয়ে ঘুমাতেন।’’
বাসা থেকে দুর্গন্ধ বের হতে থাকলে তিনি পুলিশে খবর দেন।
গুলশান আরা চমনের ছোট বোন খুশি বলেন, ‘‘গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) চমনকে সঙ্গে নিয়ে বাজার করে তাকে বাড়ি রেখে যাই। এরপর তার সঙ্গে আর যোগাযোগ হয়নি।’’
ঢাকা/মামুন/বকুল