গোবিপ্রবির ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গণিত
Published: 26th, February 2025 GMT
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আন্তঃবিভাগ টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এ ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে হয়েছে গণিত বিভাগ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আন্তঃবিভাগ টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ। প্রথম ইনিংসে ১০ ওভার ৭৩ রানের টার্গেট দেয় তারা। জবাবে ৮ ওভার ৩ বলে ৫ উইকেট হারিয়ে ১ ওভার ৩ বল হাতে রেখেই জয়সূচক ৭৩ রান তুলে নেয় গণিত বিভাগ। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের মো.
ম্যাচ শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, সহকারী প্রক্টর ও ক্রীড়া কমিটির আহ্বায়ক ড. মো. রাজিউর রহমান, শরীর চর্চা দপ্তরের সহকারী পরিচালক বাবুল মণ্ডল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “খেলায় হারা বা জেতা নয়, অংশগ্রহণ করাই বড় কথা। যদিও আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা শারীরিক শিক্ষা বিভাগ বা ক্রীড়া কোটায় ভর্তি হয় না। তারপরও আশা করি এখান থেকে তারা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরি করে নেবে। আমাদের কৃতি শিক্ষার্থীরা সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে, যাতে আমরা তাদের নিয়ে গর্ব করতে পারি।”
এর আগে, ২০২২ সালে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল গণিত বিভাগ।
ঢাকা/রিশাদ/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গণ ত ব ভ গ
এছাড়াও পড়ুন:
সৌদিতে একঝাঁক বাংলাদেশি তারকা
গান শোনাতে সৌদি আরবে গিয়েছেন বাংলাদেশের একঝাঁক তারকা সংগীতশিল্পী। এ তালিকার প্রধান আকর্ষণ নগরবাউল জেমস। তাছাড়াও রয়েছেন— দিলশাদ নাহার কনা, ইমরান, মিলা প্রমুখ।
গতকাল সৌদি আরবের রিয়াদে শুরু হয়েছে ‘রিয়াদ সিজন’। এটি ৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। গত সাত বছর ধরে অনুষ্ঠানটি আয়োজন করছে সৌদি সরকার। প্রতি সিজনে আয়োজনটির নাম থাকে আলাদা।
এবারের আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’। এটি অনুষ্ঠিত হচ্ছে রিয়াদের দাম্মাম শহরে। এই অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন সংস্কৃতি তুলে ধরবেন তারকা শিল্পীরা। সেইসঙ্গে বাংলাদেশের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।
আরো পড়ুন:
‘রাজনৈতিক পরিচয় থাকলে কি শিল্পীকে অসম্মান করা যায়?’
মৌসুমী ইকবালের ‘বাউরা ছোঁড়া’
এ বিষয়ে জেমস গণমাধ্যমকে বলেন, “সৌদি সরকারের আমন্ত্রণে দ্বিতীয়বার গান শোনাতে যাচ্ছি। ২ মে দাম্মামে গান শোনাব। ৯ মে জেদ্দায় আরো একটি কনসার্ট রয়েছে, সেখানেও গাইব। এরপর ২০২৫ সালের ট্যুর নিয়ে লম্বা সফরে যুক্তরাষ্ট্রে যাব।”
এ আয়োজনের বাংলাদেশ পর্বের কনসার্টে প্রথম দিন গান পরিবেশন করেন গাইবেন দিলশাদ নাহার কনা, আকাশ মাহমুদ, শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফা। দ্বিতীয় দিন (১ মে) গান শোনাবেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, মুহাম্মদ মিলন, আয়শা জেবিন দিপা ও ডিজে সাফা।
উৎসবের তৃতীয় দিন (২ মে) জেমসের সঙ্গে গাইবেন বিউটি খান, আকাশ মাহমুদ, শিল্পী আক্তার রিয়া ও ডিজে সাফা। অনুষ্ঠানের শেষদিন (৩ মে) গান শোনাবেন সংগীতশিল্পী মিলা ইসলাম, আরমান আলিফ, বিউটি খান ও ডিজে সাফা।
বাংলাদেশ ছাড়াও এই আয়োজনে অংশ নিচ্ছে সুদান, ভারত, ফিলিপাইনসের বিভিন্ন অঙ্গনের তারকারা।
ঢাকা/শান্ত