ছিনতাইরোধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে : হোসিয়ারি সমিতিকে ডিসি
Published: 4th, March 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সৌজন্যে সাক্ষাত করেছেন বাংলাদেশ হোসিয়ারি সমিতির নবনির্বাচিত কমিটি। মঙ্গলবার (৪ মার্চ) জেলা প্রশাসনের সভাকক্ষে শুভেচ্ছা বিনিময়ে হোসিয়ারি সমিতিকে যে কোন সহযোগিতার আশ্বাস দেন প্রশাসক।
নারায়ণগঞ্জ শহরের কয়েকটি পয়েন্টে প্রতিনিয়ত ছিনতাই ঘটনায় হোসিয়ারী ব্যবসা আতংকে রয়েছেন বলে জানান হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু। তিনি আরও বলেন, রমজানকে টার্গেট করে ব্যবসায়ীদের উপরে নজর করেছে ছিনতাইকারীরা।
প্রতিনিয়ত ছিনতাই কবলে পড়ছে ব্যবসায়ীরা। এতে ভয়ে আসছে না দূর পাল্লা ব্যবসায়ীরা। এর কারণে হোসিয়ারি ব্যবসায় বড় ধরণের ধাক্কায় সম্মুখিন হতে ব্যবসায়ীরা।
বদু ডিসিকে জানান, ইতোমধ্যে শহরের উকিলপাড়া, নয়ামটি, করিম মার্কেট ও দেওভোগে সিসিটিভি ক্যামেরা আওতায় আনা হচ্ছে। আরো কয়েকটি স্থানে সিসিটিভি ক্যামেরা আওতাভুক্ত করা হবে। নয়ামাটিতে হোসিয়ারী প্রতিষ্ঠানগুলো নিরাপত্তায় দুইটি গেইট স্থান করা হচ্ছে দ্রুত সময়ে।
পরে জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম হোসিয়ারি সমিতির সমস্যা তুলে ধরে বলেন, আপনাদের সকল কিছু বিষয়ে অবগত হলাম। দ্রুত এগুলো বিশেষ করে ছিনতাইরোধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
নবনির্বাচিত সভাপতি বদিউজ্জামান বদু সহ উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুস সবুর খান সেন্টু, সাঈদ আহম্মেদ স্বপন, পরিচালক মো.                
      
				
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ছ নত ই ব যবস য়
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, আটক ৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার রঘুনাথপুর এলাকার ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে ছাত্রলীগ ৩০-৪০ জন নেতাকর্মী মশাল হাতে নিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর দ্রুত জেলা যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং মিছিলটি প্রতিহত করেন।
পরে যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে ফাহিম আহম্মেদ (২৩), নিরব হোসেন (১৮), ফয়সাল (২০), অনিক আহমেদ অনিন (২১) এবং আবিরসহ (১৫) মোট পাঁচজন কর্মীকে আটক করে পুলিশের কাছে দেয়।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের টহল দলের উপপরিদর্শক (এসআই) নন্দন চন্দ্র সরকার দ্রুত ঘটনাস্থলে যান এবং আটকদের হেফাজতে নেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যানার, কয়েকটি মশাল, লাঠি এবং একটি পিকআপভ্যানও জব্দ করে।
এ বিষয়ে ফতুল্লা থানার সহকারী উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, মিছিল করার সময় ছাত্রলীগের ৫ জনকে আটকের পর তাদের থানায় আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বর্তমানে মামলার প্রস্তুতি চলছে।