তথ্য ছিল দোকানের ভেতরে মজুত করে রাখা হয়েছে ৪২৩ কার্টন (৬ হাজার ৭০০ লিটার) বোতলজাত সয়াবিন। পাশাপাশি তিন শতাধিক কার্টন পাম তেলও রাখা হয়েছে। অভিযানে গিয়ে এমন তথ্যের সত্যতা পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তৎক্ষণাৎ এসব তেল জব্দ করে পাইকারি দরে বিক্রি করে দেওয়া হয়।

সোমবার চট্টগ্রাম নগরের খতিবের হাট এলাকায় এ অভিযান পরিচালনা করে সংস্থাটি। এ সময় মেসার্স এম এম এন্টারপ্রাইজে এসব তেলের মজুত পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির কর্ণধার মো.

মহিউদ্দিন টি কে গ্রুপের পরিবেশক (ডিলার) বলে জানা গেছে।

জিজ্ঞাসাবাদে মো. মহিউদ্দিন কর্মকর্তাদের কাছে স্বীকার করেন, তিনি অন্য পণ্য কেনার শর্ত সাপেক্ষে ক্রেতাদের কাছে সয়াবিন তেল বিক্রি করে আসছিলেন।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ও সহকারী পরিচালক আনিছুর রহমান।

মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ‘তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে আমরা কৃত্রিম সংকটের প্রমাণ পাই। এ কারণে দোকানিকে জরিমানা করা হয়েছে।’

এদিন একই অভিযানে নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় আল রায়া সুপারশপে মেয়াদোত্তীর্ণ চানাচুর, নকল পণ্য বিক্রি, অনুমোদনহীন দুধ ও ঘি বিক্রি এবং সয়াবিন তেল গুদামজাত করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক উপড়ে ফেলা হবে’

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক না কেন তা উপড়ে ফেলা হবে। হাদি জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক। আজ তিনি সন্ত্রাসীদের গুলিতে চিকিৎসাধীন। আমরা তার জন্য কায়মনোবাক্যে দোয়া করি।’’

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিথিয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাদির ওপর গুলির ঘটনাটি বিচ্ছিন্ন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বকে ধ্বংস করতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসী বাহিনী টার্গেট করেছে। কিন্তু, তারা সফল হবে না।’’

আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে দাবি করে তিনি বলেন, ‘‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকার ও নির্বাচন কমিশন বদ্ধ পরিকর। আগামী নির্বাচনে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবারের নির্বাচনে।’’

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সম্পর্কিত নিবন্ধ