কক্সবাজারে আবারো গুলি ছুড়ে গরু লুট
Published: 11th, March 2025 GMT
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় আবারো গুলি ছুড়ে গরু লুট করা হয়েছে। সোমবার (১০ মার্চ) রাত ১টার দিকে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া উত্তর পাড়ায় গরু লুট করা হয়।
ভুক্তভোগী নুরুল আলম জানান, গভীর রাতে সশস্ত্র ডাকাত দল তার বাড়ির আঙিনার গোয়ালঘরে হানা দেয় এবং গরু লুট করতে শুরু করে। তখন ঘরের ভেতর থেকে তার ছেলে জয়নাল আবেদীন বের হলে ডাকাতরা তাকে মারধর করে। পরে ভীতি সৃষ্টি করতে ১০-১৫ মিনিট টানা গুলি ছুড়ে তারা দুটি গরু নিয়ে মহাসড়কের দিকে পালিয়ে যায়। এ সময় তাদের সঙ্গে মোটরসাইকেলও ছিল। লুট হওয়া গরুর আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষাধিক টাকা।
নুরুল আলম বলেন, ‘‘থানা থেকে আমাদের এলাকায় পৌঁছাতে ১০-১৫ মিনিট লাগে, কিন্তু ডাকাত পড়ার খবর দেওয়ার প্রায় দুই ঘণ্টা পর পুলিশ আসে।’’
আরো পড়ুন:
‘ভুয়া সমন্বয়ক’ পরিচয়ে স্বর্ণালঙ্কার ও টাকা লুট, গ্রেপ্তার ২
টেকনাফে স্থানীয়দের বাড়িতে রোহিঙ্গাদের ডাকাতি, সংঘর্ষ-গুলি
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান বলেন, ‘‘গুলি করে গোয়ালঘর থেকে গরু লুটের খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।’’
স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় দীর্ঘদিন ধরে চিহ্নিত কিছু অপরাধীর ছত্রছায়ায় মিয়ানমারে চোরাই গরু পাচার হয়। তাদের সন্দেহ, একই চক্র নুরুল আলমের পালিত গরুগুলো লুট করে থাকতে পারে।
কিছুদিন আগে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘‘চট্টগ্রাম শহর থেকে কক্সবাজারের গরুচোর সিন্ডিকেটের প্রধানকে গ্রেপ্তার করা হয়। এর কয়েকদিন পর, গত ৩ ফেব্রুয়ারি কক্সবাজারের পেকুয়ার সদর ইউনিয়নের পেকুয়া-বরইতলী সড়কের পূর্ব মেহেরনামা সালাহউদ্দিন ব্রিজ এলাকায় গুলি ছুড়ে আমার বাড়ি থেকে তিনটি গরু লুট করা হয়।’’
ঢাকা/তারেকুর/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক উপড়ে ফেলা হবে’
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক না কেন তা উপড়ে ফেলা হবে। হাদি জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক। আজ তিনি সন্ত্রাসীদের গুলিতে চিকিৎসাধীন। আমরা তার জন্য কায়মনোবাক্যে দোয়া করি।’’
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিথিয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাদির ওপর গুলির ঘটনাটি বিচ্ছিন্ন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বকে ধ্বংস করতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসী বাহিনী টার্গেট করেছে। কিন্তু, তারা সফল হবে না।’’
আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে দাবি করে তিনি বলেন, ‘‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকার ও নির্বাচন কমিশন বদ্ধ পরিকর। আগামী নির্বাচনে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবারের নির্বাচনে।’’
ঢাকা/শাহরিয়ার/রাজীব