পাবনার সাঁথিয়ায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন ও সিএনজিচালিত অটোরিকশার মখোমুখি সংঘর্ষে বাবা এবং তার শিশু সন্তান নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) দুপুর ২টার দিকে সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-আটঘরিয়া উপজেলার কৈজুরী শ্রীপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম (৪০) ও তার তিন বছর বয়সী ছেলে আবু হুরাইয়া।
আরো পড়ুন:
চট্টগ্রামে বাসচাপায় ভাই-বোনসহ নিহত ৩
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর ফুটপাতে, মেকানিক নিহত
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাঁথিয়া থেকে যাত্রী নিয়ে সিএনজিচালত অটোরিকশা পাবনার দিকে যাচ্ছিল। পথে মাধপুর-সাঁথিয়া আঞ্চলিক মহাসড়কের নন্দনপুরে ইঞ্জিনচালিত নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় স্থানীয়রা আহত অবস্থায় ৬ জনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাক বাবা-ছেলেকে মৃত ঘোষণা করেন। আহত ৪ জন চিকিৎসাধীন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, “ঘটনা শোনার পর পুলিশ সদস্যরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজন শিশুসহ ২ জন মারা গেছে। কেউ অভিযোগ দেয়নি।”
তিনি বলেন, “আহতদের চিকিৎসা চলছে। ঘটনার পর নসিমনের চালক ও হেলপার পালিয়ে গেছে। নসিমনটি জব্দ করা হয়েছে।”
পাবনা/শাহীন/এসবি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল