খুলনায় গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের হাত ধরে সংগঠিত হচ্ছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ইতোমধ্যে তারা নগরীর ৮টি থানায় সমমনাদের নিয়ে ঘরোয়া ইফতার মাহফিল করেছে। আগামী রোববার খুলনা ক্লাবে বড় পরিসরে অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবার, রাজনৈতিক ও সামাজিক নেতা এবং সুধীদের নিয়ে আরেকটি ইফতার মাহফিলের আয়োজন করবে দলটি। সেখানে কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখবেন। এছাড়া বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশ নিচ্ছে সংগঠনের প্রতিনিধিরা।
তবে এখন পর্যন্ত খুলনার কোনো প্রবীণ নেতা দলটিতে যোগ দেওয়ার সংবাদ পাওয়া যায়নি। শুরু থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে থাকা খুলনা মহানগর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আরিফুর রহমান মিঠু এনসিপিতে যোগ দিচ্ছেন। খুলনার কমিটিতে বড় পদে তাকে পাওয়া যাবে বলে জানা গেছে।
জাতীয় নাগরিক কমিটির সংগঠকরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মধ্যে যারা রাজনীতিতে আসতে চায় এবং সমমনা ছাত্র-জনতা নিয়ে নতুন দলের কমিটি হবে। নাগরিক কমিটির সেটআপই নতুন দলের কাজ এগিয়ে নিচ্ছে। রমজানের শুরুতে নগরীর বিভিন্ন মসজিদে সেহরি-ইফতারের সূচি বিতরণ, নগরীর শিববাড়ি মোড়ে বিলবোর্ডে শুভেচ্ছা প্রচারসহ গণমুখী বিভিন্ন কাজে সংগঠনের নেতাকর্মীরা সময় দিচ্ছে। ইতোমধ্যে তারা সংগঠকদের নিয়ে পৃথক তিনটি ইফতার মাহফিল করেছে। দু’একদিনের মধ্যেই এনসিপিতে যারা যোগ দিতে চায় তাদের জন্য অনলাইনে গুগল ফর্ম ছাড়া হবে।
জাতীয় নাগরিক কমিটি খুলনার সংগঠক হামীম আহম্মেদ রাহাত বলেন, অভ্যুত্থানের পর থেকেই আমরা সাধারণ মানুষের পাশে আছি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, বিভিন্ন এলাকায় কেউ মারা গেলে তার জানাজা ও দাফনে অংশগ্রহণ ছাড়াও বিভিন্ন সামাজিক কাজে যুক্ত হচ্ছি। রমজানের শুরু থেকে বিভিন্ন বাজারে আমাদের কুইক রেন্সপন্স টিম কাজ করছে।
তিনি বলেন, এখন পর্যন্ত গণঅধিকার পরিষদ থেকে ৫০/৬০ জনের একটি দল যোগ দেওয়ার বিষয়ে আলোচনা করেছে। এর সঙ্গে পদবঞ্চিত বিএনপির সাবেক নেতারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমাদের বিভিন্ন সামাজিক কাজে তারা সময় দিচ্ছেন। বিএনপির ওয়ার্ড, থানা ও মহানগর কমিটির কয়েকজন আমাদের সঙ্গে আসতে পারে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পী বলেন, ঈদের পরেই এনসিপির খুলনা মহানগর ও জেলা কমিটি হবে। এজন্য ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আমরা গণসংযোগ করছি। যুব, পেশাজীবী সংগঠনের কমিটি গঠনের জন্যও কাজ চলছে। মানুষের মাঝে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।
খুলনা মহানগর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আরিফুর রহমান মিঠু বলেন, অভ্যুত্থানের শুরু থেকেই আমি ছাত্রদের পাশে ছিলাম। নতুন দলের সংগঠকরা আমাকে তাদের সঙ্গে থাকার প্রস্তাব দিয়েছে। আমি রাজি হয়েছি। পুরানো রাজনীতিবিদ ও ছাত্রদের নিয়েই কমিটি হবে বলে তারা নিশ্চিত করেছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: এনস প জ ত য় ন গর ক প র ট ব এনপ র কম ট র আম দ র র কম ট এনস প ইফত র গঠন র
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫