ছয় মাস পর জাতীয় দলে ফিরে কিলিয়ান এমবাপ্পে নায়ক হতে পারেননি। আক্রমণভাগে আধিপত্য দেখালেও গোলের দেখা পায়নি ফ্রান্স। ১৬টি শট নিয়েও ব্যর্থ তারা। আর প্রথমার্ধেই দুই গোল করে জয় তুলে নেয় ক্রোয়েশিয়া।

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে প্রস্তুতি ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় ফ্রান্স। তবে ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়া। কিন্তু পেনাল্টি মিস করেন আন্দ্রে ক্রামারিচ। এরপর ২৬ মিনিটে ইভান পেরিসিচের ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করেন আন্তে বুদিমির। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করেন পেরিসিচ নিজেই, বুলেট গতির শটে ফরাসি রক্ষণ ও গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ চালায় ফ্রান্স। এমবাপ্পে একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও দুর্ভাগ্যক্রমে প্রতিবারই তা প্রতিহত করেন ক্রোয়াট গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ। শেষ পর্যন্ত গোলশূন্য থেকেই মাঠ ছাড়ে ফ্রান্স। ফিরেই হতাশ হতে হলো এমবাপ্পেকে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এমব প প

এছাড়াও পড়ুন:

এনসিসি ব্যাংকের পর্ষদের সভা অনুষ্ঠিত

বেসরকারি খাতের এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৪৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে পর্ষদ সভাটি হয়।

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্ষদ সভায় ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান, মো. মনিরুল আলম (কোম্পানি সচিব) ও মো. হাবিবুর রহমান এবং বোর্ড ডিভিশনের এসএভিপি মো. নজরুল ইসলাম চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।

এনসিসি ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সভায় ব্যাংকের চলমান ব্যবসায়িক কার্যক্রম ও কৌশলগত পরিকল্পনা–সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া বিভিন্ন ঋণ প্রস্তাব অনুমোদন করা হয়।

ব্যাংকটির আর্থিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) ব্যাংকটি মুনাফা করেছে ১৭৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফা ছিল ২৭৫ কোটি টাকা। সেই হিসাবে চলতি বছরের প্রথম ৯ মাসে গত বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির মুনাফা কমেছে ১০২ কোটি টাকা। সর্বশেষ গত জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকটি মুনাফা করে ৫৮ কোটি টাকা। গত বছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে মুনাফা ২০১ কোটি টাকা।

সম্পর্কিত নিবন্ধ