কিশোরগঞ্জের কটিয়াদীতে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আরব আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন আরো দুইজন। এ ঘটনা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২৫ মার্চ) রাতে উপজেলার করগাঁও ইউনিয়নের কোনাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। বুধবার (২৬ মার্চ) দুুপুরে কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আরব আলী করগাঁও ইউনিয়নের কোনাপাড়া পশ্চিমহাটি গ্রামের মতিউর রহমানের ছেলে।

আরো পড়ুন:

নান্দাইলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি 

খুলনায় গণধিকার পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোনাপাড়া গ্রামের আলম নামে এক ব্যাক্তির কাছে একই গ্রামের জনৈক হাসানের ১০ হাজার টাকা পাওনা ছিল। এ টাকা আদায়কে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যার পর উভয় পক্ষের লোকজন সালিশে  বসেন। আলমের পক্ষে আরব আলী ও হাসানের পক্ষে ফারুক সালিশে যোগ দেন।

সালিশে কথা-কাটাকাটি থেকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আরব আলীসহ কয়েকজন আহত হন। তাদের মধ্যে আরব আলীকে নিকলী উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক আরব আলীকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের বড় বোন সুরমা বেগম বাদী হয়ে ফারুকসহ পাঁচজনের নাম উল্লেখ ও সাতজনকে নাম না জানা আসামি করে হত্যা মামলা করেন। নিহতের মরদেহ উদ্ধার করেছে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ঢাকা/রুমন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ ন হত আহত স ঘর ষ

এছাড়াও পড়ুন:

‘হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক উপড়ে ফেলা হবে’

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক না কেন তা উপড়ে ফেলা হবে। হাদি জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক। আজ তিনি সন্ত্রাসীদের গুলিতে চিকিৎসাধীন। আমরা তার জন্য কায়মনোবাক্যে দোয়া করি।’’

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিথিয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাদির ওপর গুলির ঘটনাটি বিচ্ছিন্ন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বকে ধ্বংস করতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসী বাহিনী টার্গেট করেছে। কিন্তু, তারা সফল হবে না।’’

আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে দাবি করে তিনি বলেন, ‘‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকার ও নির্বাচন কমিশন বদ্ধ পরিকর। আগামী নির্বাচনে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবারের নির্বাচনে।’’

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সম্পর্কিত নিবন্ধ