আগামীকাল শুক্রবার রাষ্ট্রীয় মালিকানার সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক খোলা থাকবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের বেতন তোলার সুবিধার জন্য এ দিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সব শাখা খোলা থাকবে। অফিস চলবে ৩টা পর্যন্ত। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে ইএফটিএন পদ্ধতিতে বেতন–ভাতা চালু করতে গিয়ে বিভিন্ন জটিলতা তৈরি হয়েছে। বিভিন্ন ডিজিট ভুলের কারণে গত ডিসেম্বর থেকে অনেকের বেতন-ভাতা আটকে ছিল। জটিলতা নিরসন করে আজ বৃহস্পতিবার অনেকেই বেতন পেয়েছেন। ঈদের আগে আজ ছিল শেষ লেনদেন। এদিন শেষ মুহূর্তে অনেকের অ্যাকাউন্টে বেতন যাওয়ায় অনেকে টাকা তুলতে পারেননি। এদিকে শুক্রবার থেকে টানা ৯ দিন ছুটি থাকবে। যে কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে ২৮ মার্চ শুক্রবার ছুটির দিন সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা রাখতে হবে। এদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত লেনদেন হবে। আর খোলা থাকবে ৩টা পর্যন্ত। 

এর মধ্যে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুমাতুল বিদার বিরতি থাকবে। ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিধি অনুযায়ী ভাতা দিতে বলা হয়েছে।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ ক রব র

এছাড়াও পড়ুন:

সৌদি আরবের লিগ নতুন করে ডাকছে সালাহকে

মোহাম্মদ সালাহর ওপর সৌদি লিগের ক্লাবগুলোর চোখ অনেক দিন ধরেই। এর আগে সালাহকে নিয়ে আল ইত্তিহাদসহ একাধিক ক্লাবের আগ্রহের কথাও শোনা গিয়েছিল। কিন্তু লিভারপুলের সঙ্গে সালাহ এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে যে অন্য কোথাও যাওয়ার কথা বিবেচনাও করেননি। এমনকি এ জন্য সৌদি লিগে ৮ হাজার কোটি টাকা আয়ের সুযোগও ফিরিয়ে দিতে দ্বিধা করেননি সালাহ।

এর মধ্যে চলতি বছরের এপ্রিলে লিভারপুলের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তিও নবায়ন করেন সালাহ। এই চুক্তির কারণে সৌদি ক্লাবগুলোর মিসরীয় তারকাকে পাওয়ার আশা আরও ম্লান হয়। কিন্তু গত কয়েক দিনে সালাহ–লিভারপুলের দ্বন্দ্বের ঘটনায় সৌদি ক্লাবগুলোর সালাহকে পাওয়ার আশা নতুন করে জেগে উঠেছে। ক্লাব ও কোচের বিরুদ্ধে সালাহর বিদ্রোহকে কাজে লাগিয়ে ফের মাঠে নামতে চাইছে সৌদি প্রো লিগের ক্লাবগুলো।

সম্প্রতি বাজে ফর্মের বৃত্তবন্দী লিভারপুল দলের একাদশে জায়গা হারান সালাহ। প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে তাঁর জায়গা হয়েছে বেঞ্চে। যেখানে দুই ম্যাচে বদলি নামার সুযোগও হয়নি তাঁর। এর জেরে লিডস ইউনাইটেডের সঙ্গে লিভারপুলের ৩–৩ গোলে ড্রয়ের পর রীতিমতো বিদ্রোহ করে বসেন সালাহ।

আরও পড়ুনসালাহ বললেন, ‘আমাকে বলির পাঁঠা বানানো হচ্ছে’০৭ ডিসেম্বর ২০২৫

সালাহ দাবি করেন, ক্লাবের ব্যর্থতায় তাঁকে বলির পাঁঠা বানানো হচ্ছে। লিভারপুল কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্ক ভেঙে পড়ার কথাও নিশ্চিত করেন এই ফরোয়ার্ড। একই সঙ্গে জানুয়ারিতে ক্লাব ছাড়ার ইঙ্গিতও দিয়ে রাখেন তিনি। সালাহর এমন মন্তব্য সহজভাবে নেয়নি ক্লাব ও কোচ।

ভেঙে পড়েছে সালাহ–স্লটের সম্পর্ক

সম্পর্কিত নিবন্ধ