চুয়াডাঙ্গায় বৈশাখের প্রথম দিনই ঝড়, ১৬.২ মিলিমিটার বৃষ্টিপাত
Published: 15th, April 2025 GMT
বৈশাখের প্রথম দিনই ঝড়-বৃষ্টির কবলে পড়েছে চুয়াডাঙ্গা। সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শুরু হয় ঝড় এরপর নামে স্বস্তির বৃষ্টি। এতে শীতল হয় গোটা জনপদ। ঝড়ের প্রভাবে চুয়াডাঙ্গার কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যেবেক্ষণাগারের সহকারী পর্যবেক্ষক রাকিবুল ইসলাম জানান, বৈশাখ মাসের প্রথম দিনের রাতে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হয়েছে। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৬.
চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ দেবাসিস কুমার দাস জানান, এই বৃষ্টি উঠতি ফসলের জন্য খুবই কার্যকর। কৃষকরা খরায় তাদের ফসল বাঁচাতে প্রতিদিনই সেচ দিচ্ছেন, সেক্ষেত্রে বৈশাখ মাসের প্রথম বর্ষা ফসলের জন্য উপকার হয়ে এসেছে।
আরো পড়ুন:
সুস্পষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরের আশঙ্কা নেই
কঙ্গোর রাজধানীতে প্রবল বৃষ্টিপাতে ৩৩ জনের প্রাণহানি
ঢাকা/মামুন/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ঝড় র প রথম
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//