৬০০ বছর আগের শামসুদ্দিন ইউসুফ শাহের সময়ের রুপার মুদ্রা থেকে শুরু করে বিনিময়ের জন্য ব্যবহার করা পাথর দেখা যাওয়া যাবে ‘ঢাকা নিউমিস শো ২০২৫’–এ। আছে উয়ারী–বটেশ্বর থেকে পাওয়া খ্রিষ্টপূর্ব সময়ের প্রাচীন মুদ্রাও। তামা, রুপা ও কপার থেকে শুরু করে বিনিময়ের জন্য ব্যবহার করা কড়ির স্থান পেয়েছে এ প্রদর্শনীতে।

কোনোটি মুদ্রার প্রচলনকারীর নামের সঙ্গে পরিচিত। কোনোটির রয়েছে যুদ্ধ, সংকট ও স্মৃতির স্মারক হিসেবে ঐতিহাসিক গুরুত্ব। যেমন ফরাসি বিপ্লবের সময় ব্যবহার করা কাগজের নোটটি। এর সংগ্রাহক এ কে এম কামরুল ইসলাম। তিনি প্রথম আলোকে বললেন, তাঁর সংগ্রহে থাকা এক কোনা ছেঁড়া কাগজের এই মুদ্রার প্রচলন ছিল ১৭৮৯ সাল থেকে ১৯৩৮ সালের মধ্যে। এটি পৃথিবীর অন্যতম বড় মাপের কাগজের নোট।

৭০ জনের বেশি সংগ্রাহকের সংগ্রহ নিয়ে শুরু হয়েছে এই প্রদর্শনী। পুরোনো শত শত মুদ্রার গায়ে লেপ্টে রয়েছে ইতিহাস। সেই ইতিহাস নিয়ে হাজির হয়েছে শৌখিন সংগ্রাহকদের সংগঠন ওল্ড ঢাকা কালেক্টরস সোসাইটি (ওডিসিএস)। ঢাকাভিত্তিক শৌখিন সংগ্রাহকদের সংগঠন ওডিসিএস-ই ঢাকা নিউমিস শো ২০২৫ নামের এ প্রদর্শনীর আয়োজন করেছে।

আয়োজকেরা মনে করছেন, এটি দেশের মুদ্রা-ইতিহাসের অনুরাগী ও সংগ্রাহকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে। এর সবই ব্যক্তিগত সংগ্রহের। গত শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী হলে উদ্বোধন হয় প্রদর্শনীর। উদ্বোধনী আয়োজনে উপস্থিত হয়েছেন ইতিহাসপ্রেমী, গবেষক, সংগ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

গত শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী হলে উদ্বোধন হয় প্রদর্শনীর। শেষ হবে রোববার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ, বেতন ১৫,০০০

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) শিক্ষানবিশ কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভি পাঠাতে হবে।

পদের নাম: রিসার্চ ইন্টার্ন

পদসংখ্যা: একাধিক

যোগ্যতা: অর্থনীতি বা ডেভলপমেন্ট ইকোনোমিকসে ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ কমপক্ষে ৩.৬০ থাকতে হবে।

বেতন: ১৫,০০০ টাকা

আরও পড়ুন৪০৪ পদে সরকারি চাকরি, আবেদন শেষ আগামীকাল১০ ঘণ্টা আগে

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থানে

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের [email protected] ঠিকানায় সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ সিভি ই-মেইল করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে। শুধু বাছাই করা প্রার্থীদের লিখিত, মৌখিক ও কম্পিউটার পরীক্ষার জন্য ডাকা হবে।

আবেদনের শেষ তারিখ

৮ মে, ২০২৫।

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • মহান মে দিবস: শ্রমিকের অধিকার রক্ষায় সংস্কারে জোর সরকারের
  • ইউসেপ বাংলাদেশ নেবে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট, বয়স ৩৫ হলেও আবেদন
  • সিলেট আর্মি আইবিএতে বিবিএ প্রোগ্রাম, আবেদন শেষ ৪ মে
  • কোহিনুর কেমিক্যালের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৮.৪২ শতাংশ
  • ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে ব্যাংকে চাকরি, স্নাতকে জিপিএ–৩ হলে আবেদন
  • রোনালদোর আল নাসর কেন নেই ক্লাব বিশ্বকাপে
  • আজ টিভিতে যা দেখবেন (৩০ এপ্রিল ২০২৫)
  • ‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫’ অনুষ্ঠিত
  • বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ, বেতন ১৫,০০০
  • নবীপ্রেমে সাহাবিদের বিস্ময়কর উপমা