বিস্ময়কর বিনিময় প্রথার নিদর্শন নিয়ে চলছে মুদ্রার প্রদর্শনী
Published: 20th, April 2025 GMT
৬০০ বছর আগের শামসুদ্দিন ইউসুফ শাহের সময়ের রুপার মুদ্রা থেকে শুরু করে বিনিময়ের জন্য ব্যবহার করা পাথর দেখা যাওয়া যাবে ‘ঢাকা নিউমিস শো ২০২৫’–এ। আছে উয়ারী–বটেশ্বর থেকে পাওয়া খ্রিষ্টপূর্ব সময়ের প্রাচীন মুদ্রাও। তামা, রুপা ও কপার থেকে শুরু করে বিনিময়ের জন্য ব্যবহার করা কড়ির স্থান পেয়েছে এ প্রদর্শনীতে।
কোনোটি মুদ্রার প্রচলনকারীর নামের সঙ্গে পরিচিত। কোনোটির রয়েছে যুদ্ধ, সংকট ও স্মৃতির স্মারক হিসেবে ঐতিহাসিক গুরুত্ব। যেমন ফরাসি বিপ্লবের সময় ব্যবহার করা কাগজের নোটটি। এর সংগ্রাহক এ কে এম কামরুল ইসলাম। তিনি প্রথম আলোকে বললেন, তাঁর সংগ্রহে থাকা এক কোনা ছেঁড়া কাগজের এই মুদ্রার প্রচলন ছিল ১৭৮৯ সাল থেকে ১৯৩৮ সালের মধ্যে। এটি পৃথিবীর অন্যতম বড় মাপের কাগজের নোট।
৭০ জনের বেশি সংগ্রাহকের সংগ্রহ নিয়ে শুরু হয়েছে এই প্রদর্শনী। পুরোনো শত শত মুদ্রার গায়ে লেপ্টে রয়েছে ইতিহাস। সেই ইতিহাস নিয়ে হাজির হয়েছে শৌখিন সংগ্রাহকদের সংগঠন ওল্ড ঢাকা কালেক্টরস সোসাইটি (ওডিসিএস)। ঢাকাভিত্তিক শৌখিন সংগ্রাহকদের সংগঠন ওডিসিএস-ই ঢাকা নিউমিস শো ২০২৫ নামের এ প্রদর্শনীর আয়োজন করেছে।
আয়োজকেরা মনে করছেন, এটি দেশের মুদ্রা-ইতিহাসের অনুরাগী ও সংগ্রাহকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে। এর সবই ব্যক্তিগত সংগ্রহের। গত শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী হলে উদ্বোধন হয় প্রদর্শনীর। উদ্বোধনী আয়োজনে উপস্থিত হয়েছেন ইতিহাসপ্রেমী, গবেষক, সংগ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গত শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী হলে উদ্বোধন হয় প্রদর্শনীর। শেষ হবে রোববার.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২৯ জুলাই ২০২৫)
ভোরে টি-টোয়েন্টিতে মুখোমুখি ওয়েস্ট ও অস্ট্রেলিয়া। ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে মুখোমুখি জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা।
৫ম টি-টোয়েন্টিওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া
ভোর ৫টা, টি স্পোর্টস
জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা
বেলা ১-১৫ মি., ইউটিউব/জিম্বাবুয়ে ক্রিকেট
অস্ট্রেলিয়া-পাকিস্তান
বেলা ২টা, স্টার স্পোর্টস ১
ভারত-ওয়েস্ট ইন্ডিজ
সন্ধ্যা ৬টা, স্টার স্পোর্টস ১