রাজধানীর ফকিরাপুলের গরম পানির গলিতে একটি বাসায় গ্যাস সিলিন্ডারের ছিদ্র থেকে আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দু’জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন– কামরুন্নেসা রোজিনা, তাঁর ছেলে রিয়াজ হোসেন ও মামাতো বোন কুলসুমা আক্তার। দগ্ধ রিয়াজ অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজে লেখাপড়া করেন। 

স্বজন জানান, রোজিনা ও তাঁর মামাতো বোন কুলসুমা গতকাল দুপুরে সিলিন্ডার গ্যাসের চুলায় রান্না করছিলেন। হঠাৎ সিলিন্ডার লিকেজ থেকে আগুন ধরে যায়। তারা দগ্ধ হন। তাদের চিৎকার শুনে ছেলে রিয়াজ ছুটে এলে তিনিও দগ্ধ হন। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। ওই ভবনে ভাড়া থাকেন। রোজিনা ও কুলসুমা রান্না করে বিভিন্ন মেসে খাবার সরবরাহ করেন।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক জানান, রোজিনার দুই পায়ে সামান্য পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। রিয়াজের শরীরের ১৫ শতাংশ ও কুলসুমার শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আগ ন ক লস ম

এছাড়াও পড়ুন:

ফুটবলে এই বছরটা কেমন কাটলো ব্রাজিল ও আর্জেন্টিনার

বিশ্বকাপের ক্ষণ গুনতে গুনতে ২০২৫ সালকে বিদায় জানাল ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দল। সামনের ২০২৬ দুই দেশের জন্যই মহাগুরুত্বপূর্ণ। বিশ্বকাপের বছর বলে কথা! চার বছর ধরে ফুটবলের পরাশক্তি দেশগুলো অপেক্ষায় থাকে এই সময়টির। বিশ্বকাপ শিরোপা জিতে চার বছরের জন্য নিজেদের সিংহাসন ও মর্যাদাকে সমুন্নত করার এটিই একমাত্র উপলক্ষ।

আর বিশ্বকাপ মানেই উত্তাপের বড় একটি অংশজুড়ে ব্রাজিল ও আর্জেন্টিনার নাম। বিশ্বব্যাপী দক্ষিণ আমেরিকার এই দুই দেশের কোটি সমর্থক নিজ দলের হাতে ট্রফি দেখার অপেক্ষায় থাকেন। সর্বশেষ ২০২২ সালে এই অপেক্ষাটা ঘুচেছিল আর্জেন্টিনা সমর্থকদের, লিওনেল মেসিরা ট্রফি হাতে তুলেছেন ৩৬ বছর পর। ব্রাজিলের এখনকার অপেক্ষাটা ২০০২ সালের পর থেকে। এমন পরিস্থিতিতে ২০২৬ বিশ্বকাপের আগের বছরে দুই দেশ কেমন খেলল, দেখে নেওয়া যেতে পারে।

আন্তর্জাতিক ফুটবলে এই দশকটাকে কেউ চাইলে আর্জেন্টিনা ও লিওনেল মেসির দশক হিসেবেও মনে রাখতে পারে। ২০২২ বিশ্বকাপ জিতে ফুটবলে নিজেদের হারানো রাজত্ব পুনরুদ্ধার করেছে ‘আলবিসেলেস্তা’রা। এর আগে ২০২১ সালে কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনার উত্থানের গল্পটা শুরু হয়েছিল।

আরও পড়ুনট্রফি জেতায় সবচেয়ে সফল ১০ জাতীয় ফুটবল দল, আর্জেন্টিনা-ব্রাজিল কোথায়১৯ জুলাই ২০২৫

সেবার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের জানান দেয় মেসির আর্জেন্টিনা। এরপর ইউরোপ চ্যাম্পিয়নদের হারিয়ে ফিনালিসিমাও জিতে নেয় তারা। আর বিশ্বকাপের পর গত বছর আর্জেন্টিনা জিতেছে টানা দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপা। মেসিকে ঘিরে আর্জেন্টিনায় এখন নতুন একটি ফুটবল–প্রজন্মের আবির্ভাব ঘটেছে। ২০২৬ বিশ্বকাপে ব্যাটনটা থাকবে তাঁদের হাতেই।

২০২৫ সালে আর্জেন্টিনার পারফরম্যান্স ছিল মূলত আগের চার বছরের ধারাবাহিকতা। লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনার অবিশ্বাস্য ছন্দ অব্যাহত ছিল এই বছরও। বিশ্বকাপ বাছাইয়ের আঞ্চলিক লড়াইয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে ছিল স্কালোনির দল। এ বছর সব মিলিয়ে আর্জেন্টিনা ম্যাচ খেলেছে ৯টি। এর মধ্যে জিতেছে ৭টিতে, ১টি করে ড্র ও হার। এই ৯ ম্যাচে আর্জেন্টিনা গোল করেছে ১৯টি, বিপরীতে হজম করেছে মাত্র ৩টি, যা আর্জেন্টিনার আক্রমণ ও রক্ষণের শক্তিমত্তারই জানান দিচ্ছে।

মেসিই এখনো আর্জেন্টিনার সেরা ফুটবলার

সম্পর্কিত নিবন্ধ