রাজধানীর ফকিরাপুলের গরম পানির গলিতে একটি বাসায় গ্যাস সিলিন্ডারের ছিদ্র থেকে আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দু’জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন– কামরুন্নেসা রোজিনা, তাঁর ছেলে রিয়াজ হোসেন ও মামাতো বোন কুলসুমা আক্তার। দগ্ধ রিয়াজ অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজে লেখাপড়া করেন। 

স্বজন জানান, রোজিনা ও তাঁর মামাতো বোন কুলসুমা গতকাল দুপুরে সিলিন্ডার গ্যাসের চুলায় রান্না করছিলেন। হঠাৎ সিলিন্ডার লিকেজ থেকে আগুন ধরে যায়। তারা দগ্ধ হন। তাদের চিৎকার শুনে ছেলে রিয়াজ ছুটে এলে তিনিও দগ্ধ হন। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। ওই ভবনে ভাড়া থাকেন। রোজিনা ও কুলসুমা রান্না করে বিভিন্ন মেসে খাবার সরবরাহ করেন।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক জানান, রোজিনার দুই পায়ে সামান্য পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। রিয়াজের শরীরের ১৫ শতাংশ ও কুলসুমার শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আগ ন ক লস ম

এছাড়াও পড়ুন:

নিজের ভালোর জন্য নিজেকে যে ৭টি প্রশ্ন করতেই হবে

১. কিসে আমি সবচেয়ে বেশি আনন্দিত হই?

অনেক সময় এর একক উত্তর হয় না। আবার সময়ের সঙ্গে সঙ্গে প্রশ্ন একই থাকলেও উত্তর বদলে যায়। আপনি এই প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলোর একটা তালিকা করুন। তাহলে নিজেকে খুশি রাখা আপনার জন্য সহজ হবে। প্রতিনিয়ত জীবনের নতুন নতুন লক্ষ্য ঠিক করুন। একটা একটা করে লক্ষ্য পূরণে টিক দিতে দিতে জীবনে এগিয়ে যান।

২. আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি মূল্যবোধ কী?

মূল্যবোধ আপনার জীবনের অন্যতম চালিকা শক্তি। আপনার মূল্যবোধগুলো জানা থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। ধরুন, আপনার অন্যতম মূল্যবোধ হলো সততা। এর মানে আপনি কখনো নিজেকে বা অন্যকে ঠকাবেন না।

হতে পারে, আপনার আরেকটি মূল্যবোধ হলো সব সময় পরিবারের সঙ্গে থাকা। আপনি পরিবার–অন্তঃপ্রাণ একজন ব্যক্তি। পরিবার আত্মীয়তা, নিরাপত্তা, স্থিতিশীলতা, আনন্দ ও সান্ত্বনার একটি গুরুত্বপূর্ণ এবং নিরবিচ্ছন্ন উৎস। আপনার তৃতীয় মূল্যবোধ হয়তো আপনার মা–বাবার প্রতি কর্তব্য পালন। আপনি যেখানে, যে অবস্থায় আছেন, সেখান থেকে মা–বাবার প্রতি সর্বোচ্চ দায়িত্বশীল আচরণ করেন।

আরও পড়ুনমিষ্টি থেকে মন সরিয়ে আনবে যে ৫ খাবার০৪ ফেব্রুয়ারি ২০২৫৩. আমি কী হারাতে সবচেয়ে বেশি ভয় পাই?

এই প্রশ্নের উত্তরের মধ্যেই নিহিত আছে, কিসের সঙ্গে আপনার মানসিক সম্পর্ক সবচেয়ে বেশি গভীর। অনেকের জন্য এই প্রশ্নের উত্তর হলো স্বাধীনতা। আবার অনেকের জন্য তা কোনো ব্যক্তি। অনেকের জন্য আবার সম্মান। অনেকের জন্য ধনসম্পদ বা সামাজিক স্ট্যাটাস।

৪. নিজের কোন বিষয়ে আমি সবচেয়ে বেশি গর্বিত?

নিজের ভালো দিকগুলো চিহ্নিত করুন। আরও বেশি করে সেসব চর্চার দিকে মনোযোগী হোন। এটা আপনাকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে।

পরিবার আত্মীয়তা, নিরাপত্তা, স্থিতিশীলতা, আনন্দ ও সান্ত্বনার একটি গুরুত্বপূর্ণ এবং নিরবিচ্ছন্ন উৎস

সম্পর্কিত নিবন্ধ