এক দশক আগেও অনলাইন যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল স্কাইপে। কিন্তু সময়ের পরিক্রমায় জনপ্রিয়তা হারিয়েছে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল বা ভিওআইপি ব্যবহার করে অডিও ও ভিডিও কনফারেন্স করার সফটওয়্যারটি। আর তাই আজ সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে স্কাইপে বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট।

মাইক্রোসফট বর্তমানে নিজেদের করপোরেট যোগাযোগের অ্যাপ ‘টিমস’কে বেশি গুরুত্ব দিচ্ছে। একই ধরনের দুটি সেবা চালু রাখার প্রয়োজন নেই বলেই স্কাইপেকে স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। গত মার্চ মাসে স্কাইপে বন্ধের ঘোষণা দেওয়ার পাশাপাশি ব্যবহারকারীদের বিকল্প প্ল্যাটফর্মে স্থানান্তরের জন্য ৫ মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। তবে এখনো অনেক ব্যবহারকারী স্কাইপে সক্রিয় রয়েছেন। স্কাইপে বন্ধের পর কী হবে, কীভাবে তথ্য সংরক্ষণ বা স্থানান্তর করতে হবে, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে।

স্কাইপে আইডি ব্যবহার করেই সরাসরি মাইক্রোসফট টিমসে লগইন করা যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট। এমনকি ব্যবহারকারীদের আদান-প্রদান করা পুরোনো বার্তা, যোগাযোগের তালিকাসহ গুরুত্বপূর্ণ তথ্য স্বয়ংক্রিয়ভাবে টিমসে স্থানান্তর হয়ে যাবে। ফলে টিমস ব্যবহারের জন্য নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে না এবং পুরোনো সব তথ্য ব্যবহারের সুযোগ মিলবে।

স্কাইপে বন্ধ হওয়ার পর ব্যবহারকারীদের মাইক্রোসফট টিমস ব্যবহার করতেই হবে, তা নয়। ব্যবহারকারীরা চাইলে গুগল মিট, জুমসহ অন্য যেকোনো মেসেজিং অ্যাপ ব্যবহার করতে পারবেন।  তবে এ ক্ষেত্রে ৫ মের মধ্যে নিজেদের আদান-প্রদান করা পুরোনো বার্তা, যোগাযোগের তালিকাসহ গুরুত্বপূর্ণ তথ্যগুলোর সংরক্ষণ করতে হবে।

সূত্র: নিউজ ১৮

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র কর

এছাড়াও পড়ুন:

কুড়িগ্রামে ট্রাক্টরে ট্রেনের ধাক্কা, আহত ২

কুড়িগ্রাম জেলা শহরের নাজিরা রেল ক্রসিংয়ে পার্বতীপুর থেকে রমনাগামী ট্রেন একটি ট্রাক্টরকে ধাক্কা দিলে এর চালক ও হেলপার আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (৫ মে) সকাল ১১টার দিকে ট্রেনটি কুড়িগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে চিলমারীর রমনা যাওয়ার পথে নাজিরা রেল ক্রসিং এ আসে। এ সময় পাথর বোঝাই একটি ট্রাক্টর রেল ক্রসিং অতিক্রম করার চেষ্টা করলে সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ট্রাক্টর দুমড়ে মুচড়ে যায় এবং চালক ও সহকারী আহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে ট্রাক্টর সরিয়ে নিলে রেল চলাচল স্বাভাবিক হয়। এই রেল ক্রসিংয়ে গেট বা সিগন্যাল নেই। 

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের টিম লিডার নুরে আলম সিদ্দিকী বলেন, ক্ষতিগ্রস্ত ট্রাক্টরটি রেল লাইন থেকে সরানো হয়েছে। আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  
 

আরো পড়ুন:

এনায়েত উল্লাহর ১৯০ গাড়ি জব্দের আদেশ

ঝলকাঠিতে অটোরিকশায় মাহিন্দ্রার ধাক্কা, নিহত ২ 

ঢাকা/সৈকত/বকুল

সম্পর্কিত নিবন্ধ