প্রথম আলো :

বেশ তো সাড়া পেলেন। নিয়মিত হবেন?

জান্নাতুল সুমাইয়া হিমি: নিয়মিত কতটুকু হতে পারব, জানি না। যদি এরপর মৌলিক কোনো গান গাওয়ার প্রস্তাব আসে, করব। আমার মনে হয়, একটা গণ্ডির মধ্যে আটকে না থেকে যদি পারি বা মানুষ যদি গ্রহণ করে, আমার পছন্দের কাজ তো আমি করতেই পারি। গানে অত বেশি নিয়মিত না হলেও শখের বশে গান গাওয়া হবে।

আরও পড়ুনআবার ট্রেন্ডিংয়ের শীর্ষে, নিলয়-হিমি জাদু চলছেই২২ নভেম্বর ২০২৪প্রথম আলো:

ভিউ নিয়ে আপনার দর্শন কী?

জান্নাতুল সুমাইয়া হিমি: ভিউ নিয়ে আমার আলাদা কোনো দর্শন নেই। মনে হয়, এটা যেকোনো প্রজেক্টের একটা অংশ। একটা প্রজেক্টের চিত্রনাট্য ভালো হতে হয়, এরপর লোকেশন, আর্টিস্ট ও পরিচালকের সমন্বয়ে কাজটা হয়। তাই ওই কাজ অবশ্যই চাই মানুষ দেখুক। এত কষ্ট করে আমরা কাজ করি, তাই যখন ভিউ হয়, ভালো লাগে। কারণ, মানুষ দেখছে বলেই ভিউ হচ্ছে। প্রশংসা করছে, আলোচনা–সমালোচনাও করছে। এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। ভিউর বিষয়টা সরাসরি জড়িত প্রযোজকদের জন্য, এখান থেকে টাকা উঠে আসার ব্যাপার থাকে। এখন আমার কাজ যদি না-ই দেখে, আমাকে নিয়ে প্রযোজক তো পরের প্রজেক্টে ভাববে না। তারা হয়তো বিকল্প সিদ্ধান্তে যাবে।

প্রথম আলো :

অনেকের অভিযোগ, আপনার অভিনীত নাটক ও চরিত্রগুলো প্রায় কাছাকাছি।

জান্নাতুল সুমাইয়া হিমি: আমাদের তো গল্পের ক্ষেত্রে অনেক স্বল্পতা থাকে, অনেক চরিত্রই আমরা দেখাতে পারি না; ধর্মীয় ও রাজনৈতিক বিভিন্ন বিষয় আমাদের মাথায় রাখতে হয়। তাই আবার কিছু কিছু গল্প ভিন্ন হলেও আমারই বয়সী একটা মেয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়ের চরিত্র করতে পারি না বা বিবাহিত নারীও করা যায় না। তবে আমরা চেষ্টা করি সব চরিত্র কাছাকাছি যেন না হয়। চেষ্টা করি ভিন্ন রকম গল্প ও ভিন্ন পটভূমিতে নিজেকে উপস্থাপন করতে। তবে হয়তো অনেক সময় সীমাবদ্ধতার কারণে সব ধরনের চরিত্র করতে পারি না। এটাও ঠিক, অনেকগুলো কাছাকাছি। একটু ঝগড়াটে চরিত্র, বয়ফ্রেন্ড–গার্লফ্রেন্ড টাইপ চরিত্র মানুষের চোখে যায় বেশি; তাই বেশির ভাগ কাছাকাছি মনে হয়। আমি কিন্তু চেষ্টা করি। গ্রামীণ পটভূমির, বাস্তবধর্মী গল্পেও কাজ করার চেষ্টা থাকে।

আরও পড়ুনবাংলা সিনেমা দেখতে গিয়ে ইংরেজি সিনেমা দেখেছি: হিমি ০৭ এপ্রিল ২০২৫জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি: ফেসবুক.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চর ত র

এছাড়াও পড়ুন:

কান দিয়ে পানি পড়লে কী সার্জারির দরকার আছে?

কান  দিয়ে পানি পড়া বা পুঁজ পড়া খুবই কমন একটা সমস্যা বা রোগ। কানে ইনফেকশন, ঠান্ডা লাগা, টনসিলের সমস্যা থেকে কান দিয়ে পানি পড়তে পারে। এ ছাড়া টনসিলে প্রদাহ বা ইনফেকশন হলে এবং ওই ইনফেকশন ছড়িয়ে পড়লে কান দিয়ে পানি বা পুঁজ বের হতে পারে। যেকোনো কারণে  মধ্যকর্ণে ইনফেকশন হলে কানের পর্দার ওপর চাপ ফেলে পর্দা ছিদ্র করে ফেলে। ফলে কান দিয়ে পানি পড়ে।

ডা. মো. আরিফ মোর্শেদ খান, সহকারী অধ্যাপক, ইএনটি ও হেড-নেক সার্জারি বিভাগ, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল একটি পডকাস্টে বলেন, ‘‘কান পাকা রোগীর জন্য আমার প্রথম পরামর্শ হচ্ছে যে, কোনোভাবেই কানের মধ্যে পানি প্রবেশ করতে দেওয়া যাবে না। তুলার একটি বল বানিয়ে তেলের মধ্যে ডুবিয়ে, তারপর আবার তেল ফেলে দিতে হবে। এরপর তুলার বলটা কানের ছিদ্র বরাবর রাখলে পানি পড়া বন্ধ হবে।  কান শুকনো রাখতে হবে। কোনো অবস্থাতেই যেন বাইরে থেকে কানে পানি না যায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। তারপর নাক, কান, গলা বিশেষজ্ঞকে দেখাতে হবে।’’

এরপর পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে, কানে যে ছিদ্রটা হয়েছে সেটার ধরণটা কেমন। সেই ধরণ অনুযায়ী পরবর্তী চিকিৎসার ব্যবস্থাপত্র একজন বিশষজ্ঞের কাছ থেকে নিতে হবে। প্রচুর পরিমাণে পুঁজ পড়াসহ কান পাকার অন্যান্য লক্ষণ থাকলে রোগীকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। এ ছাড়া কানে অ্যান্টিবায়োটিক ড্রপ, বয়সভেদে নাকের ড্রপ এবং অ্যান্টিহিস্টামিন দিয়েও চিকিৎসা করা হয়ে থাকে।

আরো পড়ুন:

টানা তিন দিন ৪ ঘণ্টা করে ঘুমালে শরীরে যেসব পরিবর্তন আসতে পারে

রাতের আকাশের দিকে তাকিয়ে থাকার স্বাস্থ্য উপকারিতা

ডা. মো. আরিফ মোর্শেদ খান বলেন, ‘‘কানের পানি বা পুঁজের মধ্যে যদি বেশি দুর্গন্ধ থাকে তাহলে প্রয়োজনের সার্জারিও করা লাগতে পারে।’’

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • পাটুরিয়া লঞ্চঘাট নদীতে বিলীন, লঞ্চে যাত্রীদের ঝুঁকিপূর্ণ ওঠানামা
  • থমকে গেছে জুলাই যোদ্ধা মিশনের জীবন
  • বিরল নেপালি খুদে ছাতারে 
  • হুমা কুরেশির ভাই খুন
  • ফ্রিজের বরফ দূর করার ৭টি সহজ উপায়
  • প্রথমে প্রবাসীদের তথ্য সংগ্রহ, এরপর অনুসরণ করে ডাকাতি
  • এনবিআরের আন্দোলনে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি জানতে চেয়েছে সরকার
  • এনসিএল টি-টোয়েন্টি দিয়ে ফিরবেন তামিম, থাকবেন মুশফিকুর-মাহমুদউল্লা
  • ‘তুমি কাজ করবে নাকি?’, একটা প্রশ্ন বদলে দিল জীবনের গল্প
  • কান দিয়ে পানি পড়লে কী সার্জারির দরকার আছে?