সানরাইজার্স হায়দরাবাদ এবারের আইপিএল মৌসুমের প্লে’অফ খেলুক, ব্যাপারটা ক্রিকেট বিধাতা হয়ত চাচ্ছে না। তা না হলে আসরের সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে কেন এভাবে মুখ থুবড়ে পড়বে? আবার যখন শেষ চারের দৌড়ে টিকে থাকতে নিজেদের গুছিয়ে নিল প্যাট কামিন্সের দলটি, তখনই বা কেন বাধ সাধল প্রকৃতি?
আইপিএলে টিকে থাকতে হলে সব ম্যাচ জিততেই হবে, এমন সমীকরণ নিয়ে সোমবার (৫ মে) ঘরের মাঠে দিল্লি ক্যাপিটেলসকে ১৩৩ রানে আটকে দেয় হায়দরাবাদ। জয়ের স্বপ্ন দেখতে থাকা দলটি ব্যাটিংয়েই নামতে পারল না বৃষ্টির বাঁধায়।
ম্যাচ বৃষ্টির গর্ভে যাওয়ায় এক পয়েন্ট করে পেয়েছে দুই দল। আর তাতেই প্লে’অফের দৌড় থেকে আনুষ্ঠানিক ভাবে ছিটকে গেল হায়দরাবাদ। ১১ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট সংগ্রহ কমলা শিবিরের। কোনও ভাবেই ১৪ পয়েন্টে পৌঁছনোর সম্ভব নয় তাদের পক্ষে। অন্যদিকে স্বস্তিতে নেই দিল্লিও। এই ম্যাচ থেকে দু’পয়েন্ট পেলে চারে উঠে আসতে পারত অক্ষর প্যাটেল বাহিনী। রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে থাকল টেবিলের পঞ্চম স্থানে।
আরো পড়ুন:
প্লে-অফের দ্বারপ্রান্তে পাঞ্জাব কিংস
আইপিএলে ইতিহাস গড়া ছয় বলে ছয় ছক্কা
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হ য়দর ব দ
এছাড়াও পড়ুন:
সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের একাদশে কি পরিবর্তন আসবে
জয়ে আফগানিস্তান সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। কাল শারজাতে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে আবার মাঠে নামবে জাকের আলীর দল।
এই ম্যাচে কি বাংলাদেশ দলে পরিবর্তন আসবে? কেমন হতে পারে আফগানিস্তান সিরিজে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশ?
প্রথম ম্যাচে ওপেনিংয়ে বাংলাদেশ খানিকটা চমকই উপহার দিয়েছে। ওপেনিংয়ে এশিয়া কাপে দুটি ফিফটি করা সাইফ হাসানকে ব্যাটিং অর্ডারে তিনে নামানো হয়। ওপেন করেছেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন। দুজনে গড়েন ১০৯ রানের জুটি। তাদের জুটিতেই জিতেছে বাংলাদেশ। দুজনই করেন ফিফটি। আজও এ দুজনই ওপেন করতে পারেন। তিনে খেলতে পারেন সাইফ। যদিও তিনি কাল শূন্য রানে আউট হয়েছেন।
প্রথম ম্যাচে চারে ব্যাট করেন অধিনায়ক জাকের আলী। পাঁচ নম্বরে খেলেছেন শামীম হোসেন, ছয়ে নুরুল হাসান। মিডল অর্ডারকে শক্তিশালী করতে আজ দলে ফিরতে পারেন তাওহিদ হৃদয়। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন শামীম।
কালও রান করতে পারেননি শামীম