বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৫–২০২৭ মেয়াদের নির্বাচন আগামী ৩১ মে অনুষ্ঠিত হবে। নির্বাচনে সম্মিলিত পরিষদের চূড়ান্ত প্যানেল ঘোষণা করা হয়েছে। চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালামের নেতৃত্বে ৩৫ সদস্যের এই প‍্যানেলে রয়েছে সংগঠনের সাবেক দুই সভাপতি ফারুক হাসান ও খন্দকার রফিকুল ইসলাম। 

মঙ্গলবার বিজিএমইএর নির্বাচন পরিচালনা বোর্ড তাদের প্রার্থীতা চূড়ান্ত করেছে বলে জানিয়েছে সম্মিলিত পরিষদ নেতারা। এর আগে সম্মিলিত পরিষদের ৪৩ জন প্রার্থী ৪৪টি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। নির্বাচনি সময়সূচি অনুযায়ী, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামীকাল ৮ মে।  

সম্মিলিত পরিষদের নেতারা জানান, প্রচলিত রীতি অনুযায়ী প্যানেল নেতা দুটি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তবে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন দলীয় সিদ্ধান্ত অনুযায়ী অন‍্যরা মনোনয়ন প্রত্যাহার করে নেন। এর মধ্যে ঢাকা অঞ্চলে ২৬টি পরিচালক পদের অন‍্য প্রার্থীরা হলেন বিজিএমইএর সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, বিজিএমইএর সাবেক সহ-সভাপতি আসিফ আশরাফ, বিজিএমইএর সাবেক সহ-সভাপতি মোঃ মশিউল আজম, স্প্যারো অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুস্তাজিরুল শোভন ইসলাম, তুসুকা অ্যাপারেলস লিমিটেডের পরিচালক ফিরোজ আলম, শিনশিন অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহেল সাদাত, স্পেস সুয়েটার্স লিমিটেডের সৈয়দ সাদেক আহমেদ, মায়া’স গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আশিকুর রহমান, বিটুবি এক্সিলেন্স লিমিটেডের মোঃ নুরুল ইসলাম এবং ফর্টিস গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহাদাত হোসেন।

ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মহিউদ্দিন রুবেল, গালপেক্স লিমিটেডের মোঃ রেজাউল আলম মিরু, টর্ক ফ্যাশনস লিমিটেডের মোহাম্মদ কামাল উদ্দিন, টিএমএস ফ্যাশনস লিমিটেডের সাইফুদ্দিন সিদ্দিকী সাগর, সায়েম ফ্যাশনস লিমিটেডের আবরার হোসেন সায়েম, বি.

জি. কালেকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তামান্না ফারুক থিমা, অ্যাপারেলস ভিলেজ লিমিটেডের মির্জা ফাইয়াজ হোসেন, ডেনিম অ্যাটায়ার্স লিমিটেডের হেলাল উদ্দিন আহমেদ, লিথি অ‍্যাপারেলস লিমিটেডের লিথি মুনতাহা মহিউদ্দিন, জোভিয়ান সোয়েটার লিমিটেডের একেএম আজিমুল হাই, টেক ম্যাক্স লিমিটেডের মঞ্জুরুল ফয়সাল হক, মিমো কটন জোন টেক্সটাইল লিমিটেডের এস এম মনিরুজ্জামান এবং পুলম্যান নিটওয়্যার লিমিটেডের মোহাম্মদ রাশেদুর রহমান প্রার্থী হয়েছেন। 

চট্টগ্রাম অঞ্চলের ৯ প্রার্থী

চট্টগ্রাম অঞ্চলের সম্মিলিত পরিষদ প্যানেল নেতা ও ইন্ডিপেনডেন্ট অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু তৈয়ব। অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন এইচকেএফ লিমিটেড ও অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল আলম চৌধুরী, মদিনা গার্মেন্টস লিমিটেডের মোহাম্মদ মুসা, আর. এস. বি ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের অঞ্জন শেখর দাস, বিএসএ অ্যাপারেলস লিমিটেডের নাফিদ নাবি, প্যাসিফিক জিন্স লিমিটেডের সৈয়দ মোহাম্মদ তানভীর, আরডিএম অ্যাপারেলস লিমিটেডের মোস্তফা সারোয়ার রিয়াদ, টপ স্টার ফ্যাশন লিমিটেডের মোঃ আবসার হোসেন এবং সনেট টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গাজী মোঃ শহীদ উল্লাহ।

এনএফ//

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব জ এমইএর ম হ ম মদ

এছাড়াও পড়ুন:

আট দিনে এনসিপির ১ হাজার মনোনয়নপত্র বিক্রি, লক্ষ্য ৩ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করার পর গত আট দিনে ১ হাজার ১১টি মনোনয়নপত্র বিক্রি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মনোনয়নপত্র বিতরণের পূর্বঘোষিত সময় শেষ হলেও তা আরও সাত দিন বাড়ানো হয়েছে। ২০ নভেম্বর পর্যন্ত এনসিপির মনোনয়নপত্র কেনা যাবে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়ক এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী।

এ সময় তিন হাজার মনোনয়নপত্র বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে উল্লেখ করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘আগামী কয়েক দিনে আমরা এই লক্ষ্যমাত্রা ইনশা আল্লাহ ছুঁতে পারব।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা জনগণের জনপ্রতিনিধিদের সংসদে পাঠানোর জন্য দলীয় মনোনয়নপত্র ছেড়েছিলাম। ইতিমধ্যে ১ হাজার ১১টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। আমরা মানুষের কাছ থেকে অনেক ভালো সাড়া পেয়েছি। চিকিৎসক, আইনজীবী, পেশাজীবী থেকে শুরু করে ব্যবসায়ী, আলেম-ওলামা, শিক্ষক—সব জায়গা থেকে আমরা আবেদন পাচ্ছি। জনগণের উদ্দীপনা ও আগ্রহ দেখে আমরা এই সময়সীমা আরও বাড়িয়েছি। এটা আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে।’

বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় এসে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। এ ছাড়া অনলাইন থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে বলে জানান এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান।

সাংবাদিকদের মধ্যে যাঁরা সংসদে জনগণের প্রতিনিধিত্ব করতে চান, তাঁদেরও এনসিপির মনোনয়নপত্র কেনার আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘কারণ, আপনাদের যে মজুরি, এটা বাংলাদেশে এখনো ঠিক হয়নি। আপনারা সংসদে গিয়ে আপনাদের মজুরি, মালিকদের নিষ্পেষণ-নিপীড়ন নিয়ে কথা বলার জন্য মনোনয়নপত্র তুলবেন।’

এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন, ‘ইনশা আল্লাহ পুরো বাংলাদেশের মানুষকে আমরা জানাতে চাই, আমরা দক্ষ ও যোগ্য প্রতিনিধি সংসদে পাঠাতে চাই। আমরা কোনো গডফাদারকে সংসদে পাঠাতে চাই না, চাঁদাবাজদের পাঠাতে চাই না, সন্ত্রাস যারা করে, তাদের পাঠাতে চাই না। আমরা কিছু ভালো মানুষকে পাঠাতে চাই।’

এর আগে ৬ নভেম্বর সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির মনোনয়নপত্র বিতরণের প্রক্রিয়ার উদ্বোধন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ১০ হাজার টাকা। তবে জুলাই যোদ্ধা এবং স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য মনোনয়নপত্রের দাম ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • জকসু নির্বাচন: ২ দিনে ৩৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
  • জকসু নির্বাচন: স্বতন্ত্র থেকে ভিপি পদে মনোনয়ন নিলেন ছাত্রদল নেতা 
  • পঞ্চগড়-২: এনসিপির মনোনয়ন ফরম নিলেন শিশির আসাদ
  • আট দিনে এনসিপির ১ হাজার মনোনয়নপত্র বিক্রি, লক্ষ্য ৩ হাজার
  • কুষ্টিয়া-১ আসনে এনসিপির প্রার্থী হতে চান নুসরাত তাবাসসুম