বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৫–২০২৭ মেয়াদের নির্বাচন আগামী ৩১ মে অনুষ্ঠিত হবে। নির্বাচনে সম্মিলিত পরিষদের চূড়ান্ত প্যানেল ঘোষণা করা হয়েছে। চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালামের নেতৃত্বে ৩৫ সদস্যের এই প‍্যানেলে রয়েছে সংগঠনের সাবেক দুই সভাপতি ফারুক হাসান ও খন্দকার রফিকুল ইসলাম। 

মঙ্গলবার বিজিএমইএর নির্বাচন পরিচালনা বোর্ড তাদের প্রার্থীতা চূড়ান্ত করেছে বলে জানিয়েছে সম্মিলিত পরিষদ নেতারা। এর আগে সম্মিলিত পরিষদের ৪৩ জন প্রার্থী ৪৪টি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। নির্বাচনি সময়সূচি অনুযায়ী, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামীকাল ৮ মে।  

সম্মিলিত পরিষদের নেতারা জানান, প্রচলিত রীতি অনুযায়ী প্যানেল নেতা দুটি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তবে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন দলীয় সিদ্ধান্ত অনুযায়ী অন‍্যরা মনোনয়ন প্রত্যাহার করে নেন। এর মধ্যে ঢাকা অঞ্চলে ২৬টি পরিচালক পদের অন‍্য প্রার্থীরা হলেন বিজিএমইএর সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, বিজিএমইএর সাবেক সহ-সভাপতি আসিফ আশরাফ, বিজিএমইএর সাবেক সহ-সভাপতি মোঃ মশিউল আজম, স্প্যারো অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুস্তাজিরুল শোভন ইসলাম, তুসুকা অ্যাপারেলস লিমিটেডের পরিচালক ফিরোজ আলম, শিনশিন অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহেল সাদাত, স্পেস সুয়েটার্স লিমিটেডের সৈয়দ সাদেক আহমেদ, মায়া’স গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আশিকুর রহমান, বিটুবি এক্সিলেন্স লিমিটেডের মোঃ নুরুল ইসলাম এবং ফর্টিস গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহাদাত হোসেন।

ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মহিউদ্দিন রুবেল, গালপেক্স লিমিটেডের মোঃ রেজাউল আলম মিরু, টর্ক ফ্যাশনস লিমিটেডের মোহাম্মদ কামাল উদ্দিন, টিএমএস ফ্যাশনস লিমিটেডের সাইফুদ্দিন সিদ্দিকী সাগর, সায়েম ফ্যাশনস লিমিটেডের আবরার হোসেন সায়েম, বি.

জি. কালেকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তামান্না ফারুক থিমা, অ্যাপারেলস ভিলেজ লিমিটেডের মির্জা ফাইয়াজ হোসেন, ডেনিম অ্যাটায়ার্স লিমিটেডের হেলাল উদ্দিন আহমেদ, লিথি অ‍্যাপারেলস লিমিটেডের লিথি মুনতাহা মহিউদ্দিন, জোভিয়ান সোয়েটার লিমিটেডের একেএম আজিমুল হাই, টেক ম্যাক্স লিমিটেডের মঞ্জুরুল ফয়সাল হক, মিমো কটন জোন টেক্সটাইল লিমিটেডের এস এম মনিরুজ্জামান এবং পুলম্যান নিটওয়্যার লিমিটেডের মোহাম্মদ রাশেদুর রহমান প্রার্থী হয়েছেন। 

চট্টগ্রাম অঞ্চলের ৯ প্রার্থী

চট্টগ্রাম অঞ্চলের সম্মিলিত পরিষদ প্যানেল নেতা ও ইন্ডিপেনডেন্ট অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু তৈয়ব। অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন এইচকেএফ লিমিটেড ও অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল আলম চৌধুরী, মদিনা গার্মেন্টস লিমিটেডের মোহাম্মদ মুসা, আর. এস. বি ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের অঞ্জন শেখর দাস, বিএসএ অ্যাপারেলস লিমিটেডের নাফিদ নাবি, প্যাসিফিক জিন্স লিমিটেডের সৈয়দ মোহাম্মদ তানভীর, আরডিএম অ্যাপারেলস লিমিটেডের মোস্তফা সারোয়ার রিয়াদ, টপ স্টার ফ্যাশন লিমিটেডের মোঃ আবসার হোসেন এবং সনেট টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গাজী মোঃ শহীদ উল্লাহ।

এনএফ//

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব জ এমইএর ম হ ম মদ

এছাড়াও পড়ুন:

আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ কইরেন: তামিম

মাঠের ক্রিকেট ছেড়ে ক্রিকেট প্রশাসনের অংশ হয়ে ক্রিকেট নিয়েই থাকতে চেয়েছিলেন তামিম ইকবাল। জাতীয় দলের সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে অংশ নিতে সব প্রক্রিয়াতেই ছিলেন। নিজের পছন্দের একটি প্যানেলও তৈরি করেছিলেন, যাদেরকে নিয়ে এগিয়ে নিবেন দেশের ক্রিকেট৷

কিন্তু নির্বাচনের ঠিক আগে মনোনয়নপত্র তুলে নিয়ে সরে দাঁড়িয়েছেন তামিম৷ তার শঙ্কার জায়গা ছিল, নির্বাচনকে ঘিরে নোংরামি করা হচ্ছে। তার ওপর আলাদা চাপ আছে এমন কথাও বলতে শোনা গিয়েছিল। সব মিলিয়ে নির্বাচনের জন্য আদর্শ পরিবেশ পাচ্ছিলেন না তামিম। এ কারণে নিজ থেকে সরে গেছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের পর তামিম বলেছেন, `আপনারা বলেন ফি*ক্সিং বন্ধ করেন ক্রিকেটে। আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ কইরেন। এটা কোনো ইলেকশান ছিল না। বাংলাদেশের ক্রিকেটে এই ইলেকশন কালো দাগ হয়ে থাকবে। বিসিবি নির্বাচন ঘিরে যা ইচ্ছা তাই করা হচ্ছে। এটা সুন্দর প্রক্রিয়া হতে পারে না। যারা বোর্ডে আছেন তারা চাইলে এভাবে ইলেকশন করতে পারেন, জিততেও পারেন। তবে আজকে ক্রিকেট শতভাগ হেরে গেছে।'’

গতকাল বিকেলে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলরের নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। এর পর থেকেই তামিমের মনোনয়নপত্র প্রত্যাহার নিয়ে গুঞ্জন শোনা যায়। তাতে যোগ দেবেন আরও ক্লাব।

আজ সকালে ১০ টার পর তামিম সর্বপ্রথম মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এরপর আরও ১৪টি মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা পরে।

মনোনয়নপত্র প্রত্যাহারের সময় বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করা হলে চূড়ানত সংখ্যা জানা যাবে। 

ঢাকা/ ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ

  • বিসিবির পরিচালক পদে প্রার্থী হলেন যাঁরা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন কারা
  • তামিম বললেন, আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন
  • আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ কইরেন: তামিম
  • বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে তামিম বললেন—ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন