নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ফ্লাইওভার থেকে কাস্টমস কর্মকর্তা পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ৭৫ ড্রাম তেলসহ ট্রাক ছিনতাইয়ের ঘটনায় ৬০ ড্রাম তেল সহ ঘটনায় জড়িত ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠায় পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার তারাবো হাটিপাড়ার মৃত করম আলীর ছেলে মকবুল, রূপসী এলাকার মৃত আফসারউদ্দিনের ছেলে দেওয়ান আবদুল বাতেন, বরিশালের হিজরা ধুলখোলা এলাকার শহীদ জমাদ্দরের ছেলে আনোয়ার হোসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম জানান, গত ৫ মে বিকেলে উপজেলার সবনম অয়েল মিল থেকে ৭৫ ড্রাম পামওয়েল নিয়ে হবিগঞ্জের চৌধুরী বাজারে যাচ্ছিলেন আব্দুল মন্নান। 

কিন্তু ভুলতা ফ্লাইওভারের উপর আসা মাত্র পেছন থেকে কাস্টমস কর্মকর্তা পরিচয়ে সাদা পোশাকে অস্ত্রের মুখে জিম্মি করে তেলভর্তি ট্রাকটি ছিনতাই করে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আব্দুল মন্নান। 

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে লুট হওয়া ৬০ ড্রাম পামওয়েল তেল উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় জড়িত থাকায় ৩জনকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এবং লুট হওয়া অন্যান্য তেলের ড্রাম উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ ছ নত ই ন র য়ণগঞ জ ঘটন য়

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে বিশ্বমানের রেস্টুরেন্ট ‘রেড চপস্টিক’ এবং কে’স ক্যাফে’র উদ্বোধন

অর্থনৈতিক শিল্প বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জে এই প্রথম আজাদ-রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান বিশ্বমানের রেড চপস্টিক রেস্টুরেন্ট এবং কে’স ক্যাফে কফি শপ জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো। 

শুক্রবার রাতে কেক কেটে ও ফিতা কেটে এর উদ্বোধন করেন আজাদ-রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব মো. কাশেম।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি প্রেসিডেন্ট মোরশেদ সারোয়ার সোহেল, ফকির নীট লিমিটেড এর ডিএমডি এফ এম জামান নিয়াজ, ফকির ফ্যাশন এর ডিএমডি ফকির ওয়াহিদুজ্জামান রিয়াদ, পিএইচ শিপিং লিমিটেড এর চেয়ারম্যান হাবিব হাসান তালুকদার, আজাদ-রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক তাইজুল ইসলাম রাজীব, ফখরুল ইসলাম রাহাদ, মাহমুদুল ইসলাম রিফাত, দৈনিক যুগের চিন্তা’র সম্পাদক ও প্রকাশক আবু আল মোরছালীন বাবলা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

মনের প্রশান্তি ও বিনোদনের জন্য মানুষ ঘুরে বেড়াতে, আড্ডা দিতে কিংবা বাড়ির বাইরে ও ভিন্ন স্বাদ পেতে ঢাকা সহ বিভিন্ন নামি-দামি চাইনিজ রেস্টুরেন্টে খেতে পছন্দ করে। তেমনি ভোক্তাদের কথা চিন্তা করে নারায়ণগঞ্জ নগরীর জামতলায় ভোজনরসিকদের জন্য এই প্রথম বিশ্বমানের রেড চপস্টিক রেস্টুরেন্ট এবং কে’স ক্যাফে কফি শপ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে।

রেড চপস্টিক রেস্টুরেন্ট এবং কে’স ক্যাফে কফি শপের পরিবেশ খাবারের গতানুগতিক ধারার ভিন্নতা, গুণগতমান, সুস্বাদু খাবারের ভিন্নতা পেয়ে সাধুবাদ জানিয়ে সব সময় যেন এরকম স্বাদ এবং মান ধরে রাখতে পারে এমন প্রত্যাশা করেন রেস্টুরেন্টে আসা ভোজনরসিকরা।

রেড চপস্টিক রেস্টুরেন্ট এবং কে’স ক্যাফে কফি শপের দায়িত্বরত অপারেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ হোসাইন ও এক্সিকিউটিভ শেফ মোহাম্মদ মিজানুর রহমান জানান, নারায়ণগঞ্জের মানুষকে আর রাজধানী মুখী হতে হবে না। এই রেস্টুরেন্ট এবং কফি শপে পাওয়া যাবে বিশ্ব মানের চাইনিজ খাবার এবং কফির পাশাপাশি থাকবে পিৎজা, বার্গার, পাস্তা, স্যান্ডউইচ এবং স্টেক সহ দুইটি ফ্লোরে একই ছাদের নিচে নানা রকম সুস্বাদু খাবার।

রেড চপস্টিক রেস্টুরেন্ট এবং কে’স ক্যাফে কফি শপের প্রধান উদ্যোক্তা ফখরুল ইসলাম রাহাত এবং আজাদ-রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম রাজিব জানান, নারায়ণগঞ্জে এই ধরনের এখনো কোনো রেস্টুরেন্ট কফি সব নেই। রেস্টুরেন্টের মান এবং স্বাদ ধরে রাখার পাশাপাশি যারা নারায়ণগঞ্জ থেকে ঢাকায় গিয়ে বিদেশি বায়ারদের নিয়ে উন্নত চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে যেতে হয়। সেসব ধারা চিন্তা করে ভিন্নতা কথা মাথায় রেখে রাজধানী মুখী যেন না হতে হয় তাই এই আধুনিক রেস্টুরেন্ট, কফি শপ করা হয়েছে। 

সম্পর্কিত নিবন্ধ

  • পূজায় নিরাপত্তার ঝুঁকি নাই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • শারদীয় দুর্গাপূজায় কোন নিরাপত্তার ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা 
  • ফতুল্লায় ময়লার স্তূপে পাঁচ বস্তা এনআইডি ও নির্বাচনীসামগ্রী
  • লক্ষ্মীনারায়ণ কটন মিলস পূজা মন্ডপ পরিদর্শনে পূজা ফ্রন্টের নেতারা
  • নারায়ণগঞ্জে বিশ্বমানের রেস্টুরেন্ট ‘রেড চপস্টিক’ এবং কে’স ক্যাফে’র উদ্বোধন
  • শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা
  • আড়াইহাজারে ৭০ বছর ধরে বেদখল হওয়া ২৩ একর জমি উদ্ধার করলেন ডিসি
  • জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে : খেলাফত মজলিস
  • আল্লাহর আইন ছাড়া এই সমাজ পরিবর্তন করা যাবে না : মাও. জব্বার
  • সোনারগাঁয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন