বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজেজিইএ) ২০২৫-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে সদস্যরা ভোট দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত করেন। এতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও রাজনীতিবিদ কাজী সাইয়েদুল আলম বাবুল (সাগরিকা ইন্টারন্যাশনাল)। তিনি বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। বাবুল এর আগে তিনবার বিজেজিইএ’র চেয়ারম্যান ছিলেন। এবার চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

এছাড়া সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রেজাউল করিম পিন্টু (বিকো জুট), ভাইস চেয়ারম্যান যথাক্রমে হাসানুল ইসলাম (লিপ্টন জুট ট্রেড ইন্টারন্যাশনাল) ও ড.

মোহাম্মদ কামরুজ্জামান (ইকো বাংলা জুট লিমিটেড)। 

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ৩ মে ৫৪তম এজিএমের মাধ্যমে নির্বাচিত কার্যনির্বাহী কমিটি দায়িত্ব বুঝে নিয়েছেন।

বিজেজিইএ’র নির্বাচিত পরিচালকরা হলেন- সাজেদুর রহমান (জুট ওয়ার্ল্ড এক্সপোর্ট), মুরিদুল আলম চৌধুরী (ইউনিভার্স জুট ফাইবার অ্যান্ড ব্যাগ কর্পোরেশন), মো. রুহল আমিন (আমিন জুট প্রোডাক্টস), মোহাম্মদ জিল্লুর রহমান খান (জিল্লুর অ্যান্ড ডটার্স), সুফিয়ান আহমেদ ওসমানী (মায়ামি ট্রেডিং), মো. সোহরাব হোসেন (এসএনএল ইন্টারন্যাশনাল), মো. গোলাম মোর্তজা (জুট মার্ট ইন্টারন্যাশনাল), কাজী মো. মনির হোসেন (অপরাজেয় লিমিটেড) ও জিয়াউদ্দিন আহমেদ (এবি জুট ট্রেডিং)। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজেজিইএ’র নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ দেশের ঐতিহ্যবাহী পাট শিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও দৃঢ়ভাবে উপস্থাপন ও রপ্তানি বাজার সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

 

 

উৎস: Samakal

কীওয়ার্ড: ত হয় ছ

এছাড়াও পড়ুন:

বেসরকারি ব্যাংক নেবে ‘অফিসার’, স্নাতকোত্তরে আবেদন

বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকে অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। দেশের অন্যতম শরিয়াভিত্তিক বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ইনভেস্টমেন্ট (করপোরেট/এসএমই) বিভাগে এ নিয়োগ দেবে। অফিসার নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে ব্যাংকটি। ব্যাংকটির ১৪১টি শাখা রয়েছে।
পদের নাম: অফিসার, ইনভেস্টমেন্ট (করপোরেট/এসএমই)

আরও পড়ুনছুটির প্রজ্ঞাপন দিল সরকার, যে যে নির্দেশনা থাকছে তাতে২২ ঘণ্টা আগে

আবেদনের যোগ্যতা—
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়। কোনো স্বনামধন্য বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে অন্তত ৩ বছর বিনিয়োগ ডেস্কে করপোট শাখা বা প্রধান কার্যালয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের বয়স: ১ মে ২০২৫ তারিখে সর্বোচ্চ ৪০ বছর।
অন্যান্য সুবিধা
যোগ্য প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন নির্ধারিত হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ২৪ মে ২০২৫

আরও পড়ুনচীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, মিলবে বই কেনারও অর্থ, আইইএলটিসে ৭ হলে আবেদন০৭ মে ২০২৫

সম্পর্কিত নিবন্ধ