‘অপারেশন সিঁদুর’ নিয়ে পোস্টের জেরে কটাক্ষ, জবাব দিলেন হিনা খান
Published: 10th, May 2025 GMT
ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই ‘অপারেশন সিঁদুর’-এর সমর্থনে ভারতীয় সেনাবাহিনীকে সমর্থন জানালেও সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের শিকার হতে হয় বলিউড অভিনেত্রী হিনা খানকে। সেই সঙ্গে গালিসহ তাকে দেওয়া হয় হুমকি। এবার সে বিষয় নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হিনা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, “আমার জীবনে আমি সবসময় সীমান্তের ওপার থেকে স্নেহ পেয়েছি। কিন্তু যখন আমি ‘অপারেশন সিঁদুর’-এর আগে ও পরে আমার দেশকে সমর্থন জানালাম, তখন অনেকেই আমাকে গালি দিল, অভিশাপ দিল এবং আনফলো করল। আরও অনেকে আনফলো করার হুমকি দিচ্ছে। শুধু আমাকেই নয়, এই ঘৃণা আমার শারীরিক অসুস্থতা, আমার পরিবার এবং আমার ধর্মকেও লক্ষ্য করে ছোঁড়া হয়েছে।”
তিনি আরও লেখেন, “আমি তোমাদের আমার দেশকে সমর্থন করতে বলছি না। তোমরা তোমাদের দেশকে ভালোবাসো, সেটাই স্বাভাবিক। আমি শুধু আশা করেছিলাম, তোমরা মানুষ হিসেবে অন্তত আমার মতো আচরণ করবে। কিন্তু মনে হয়, এটাই পার্থক্য।”
সোজাসাপ্টা ভাষায় তিনি বলেন, ‘আমি যদি ভারতীয় না হই, তাহলে আমি কিছুই না। আমি প্রথমে এবং সর্বদা একজন ভারতীয়। তাই, এগিয়ে যাও— আমাকে আনফলো করো, আমি চিন্তিত নই। আমি কাউকে গালি দিইনি বা অভিশাপ দিইনি। আমি শুধু আমার দেশকে সমর্থন করেছি।’
হিনার ভাষ্য, ‘তোমরা কী বল- সেটা তোমাদের পরিচয় দেয়। তোমরা কী বেছে নাও- সেটাও তোমাদের মতাদর্শের পরিচয় দেয়। এর সঙ্গে আমার কিছুই করার নেই। যাই হোক না কেন, আমি আমার দেশকেই সমর্থন করব। জয় হিন্দ।” সূত্র: এনডিটিভি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: অভ ন ত র
এছাড়াও পড়ুন:
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এবার যমুনা সেতুর মুখে মহাসড়ক অবরোধ, চরম ভোগান্তি
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে এবার যমুনা সেতুর মুখে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত তাঁরা যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় ঢাকা ও উত্তরবঙ্গমুখী মহাসড়কের উভয় লেন অবরোধ করে বিক্ষোভ করেন।
শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ২১টি জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনচালকেরা। এক ঘণ্টা পর বেলা একটার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
চলমান আন্দোলনের অংশ হিসেবে এর আগে গতকাল বুধবার সকাল ৯টা থেকে ছয় ঘণ্টা উল্লাপাড়া রেলস্টেশনের সামনে রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করেন তাঁরা। এতে ঢাকা ও খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে ট্রেনের শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটে। গতকাল বেলা তিনটার দিকে আজকের যমুনা সেতুর পশ্চিমে মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়ে তাঁরা অবরোধ তুলে নিয়েছিলেন।
গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জনের মধ্য দিয়ে ডিপিপি অনুমোদনের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। চলমান কর্মসূচির অংশ হিসেবে কয়েক দিন ধরে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করে পথনাটক, শেকল ভাঙার গান ও প্রতীকী ক্লাসের আয়োজন করা হয়। এরপরও সাড়া না পেয়ে গত বৃহস্পতিবার হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন ও রোববার মহাসড়ক অবরোধ করা হয়। গতকাল রেলপথ অবরোধের পর আজ যমুনা সেতুর পশ্চিমে মহাসড়ক অবরোধ করা হয়।
আজ দুপুরে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকা অবরোধ করে দাবি আদায়ের জন্য বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিক্ষোভে এক শিক্ষার্থীকে কাফনের কাপড় পরে স্লোগান দিতে দেখা যায়।
আজ দুপুরে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকা অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় এক শিক্ষার্থীকে কাফনের কাপড় পরে স্লোগান দিতে দেখা যায়