টাঙ্গাইলে অটোরিকশায় ট্রাক্টরের ধাক্কা, শ্রমিক নিহত
Published: 10th, May 2025 GMT
টাঙ্গাইলের বাসাইলে ট্রক্টরের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা জিয়াবুর রহমান (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১০ মে) দুপুর দেড়টার দিকে বাসাইল-নলুয়া সড়কের বাসুলিয়াতে ঘটনাটি ঘটে। বাসাইল থানার ওসি জালাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জিয়াবুর রহমান সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার আটাইশা মাছিমপুর গ্রামের মৃত চাঁন ফরালীর ছেলে। তিনি কৃষি শ্রমিক ছিলেন।
এলাকাবাসী জানান, শনিবার দুপুরে বাসুলিয়াতে বাসাইলগামী সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয় নলুয়াগামী একটি ট্রাক্টর। এতে অটোরিকশায় থাকা জিয়াবুর গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরো পড়ুন:
নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু
কিশোরগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষ, ২ কলেজছাত্র নিহত
নিহতের ভাই আজিজুল বলেন, “আমরা কাজ করে নলুয়া থেকে বাসাইলের দিকে যাচ্ছিলাম। বাসুলিয়ায় একটি ট্রাক্টর আমাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। আমার ভাই মাথায় আঘাত পান। হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় ভাইয়ের মৃত্যু হয়।”
ওসি জালাল উদ্দিন বলেন, “দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। থানায় মামলা প্রক্রিয়াধীন।”
ঢাকা/কাওছার/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত
এছাড়াও পড়ুন:
ওসমান হাদির সুস্থতা কামনায় বাকৃবি শিবিরের বিশেষ দোয়া
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দোয়া মাহফিল করেছে ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখা।
শুক্রবার (১২ ডিসেম্বর) এশার নামাজের পর রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ওই দোয়ার আয়োজন করে বাকৃবি শাখা শিবির। এসময় ওসমান হাদির সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শাখা শিবিরের সভাপতি আবু নাসির ত্বোহা, সেক্রেটারি আবদুল্লাহ আল মঈনসহ সংগঠনটির পঞ্চাশের বেশি নেতাকর্মী।
শাখা শিবিরের সেক্রেটারি আবদুল্লাহ আল মঈন বলেন, “ভারতীয় আধিপত্যবিরোধী দৃঢ় অবস্থানের জন্য সুপরিচিত, জুলাই আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক এবং চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন সাহসী কণ্ঠ ওসমান হাদি কুচক্রী মহলের পরিকল্পিত বুলেটের আঘাতে গুরুতর আহত হয়েছেন। তার দ্রুত আরোগ্য কামনায় একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং ন্যায় ও সত্যের পক্ষে তার সংগ্রামকে শক্তিশালী করে দেন,আমীন।”
শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ জুমা রাজধানীর মতিঝিল এলাকায় মোটরসাইকেলে এসে দুই সন্ত্রাসী হাদির ওপর গুলি চালায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে থেকে স্থানান্তর করে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা/লিখন/রাসেল