টাঙ্গাইলের বাসাইলে ট্রক্টরের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা জিয়াবুর রহমান (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১০ মে) দুপুর দেড়টার দিকে বাসাইল-নলুয়া সড়কের বাসুলিয়াতে ঘটনাটি ঘটে। বাসাইল থানার ওসি জালাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জিয়াবুর রহমান সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার আটাইশা মাছিমপুর গ্রামের মৃত চাঁন ফরালীর ছেলে। তিনি কৃষি শ্রমিক ছিলেন।

এলাকাবাসী জানান, শনিবার দুপুরে বাসুলিয়াতে বাসাইলগামী সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয় নলুয়াগামী একটি ট্রাক্টর। এতে অটোরিকশায় থাকা জিয়াবুর গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরো পড়ুন:

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

কিশোরগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষ, ২ কলেজছাত্র নিহত

নিহতের ভাই আজিজুল বলেন, “আমরা কাজ করে নলুয়া থেকে বাসাইলের দিকে যাচ্ছিলাম। বাসুলিয়ায় একটি ট্রাক্টর আমাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। আমার ভাই মাথায় আঘাত পান। হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় ভাইয়ের মৃত্যু হয়।”

ওসি জালাল উদ্দিন বলেন, “দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। থানায় মামলা প্রক্রিয়াধীন।”

ঢাকা/কাওছার/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত

এছাড়াও পড়ুন:

ভূমিকম্পে নরসিংদীতে ৫ জনের প্রাণহানি

ভূমিকম্পে নরসিংদী সদর, পলাশ ও শিবপুর উপজেলায় মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। সদর উপজেলায় ছাদ ধসে বাবা-ছেলে দেলোয়ার ও ওমর ফারুকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া পলাশে নাসির উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে এবং কাজম আলী দেয়ালচাপায় মারা যান। শিবপুরে ফোরকান মিয়া গাছ থেকে পড়ে মারা যান। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭।

সম্পর্কিত নিবন্ধ