টাঙ্গাইলের বাসাইলে ট্রক্টরের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা জিয়াবুর রহমান (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১০ মে) দুপুর দেড়টার দিকে বাসাইল-নলুয়া সড়কের বাসুলিয়াতে ঘটনাটি ঘটে। বাসাইল থানার ওসি জালাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জিয়াবুর রহমান সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার আটাইশা মাছিমপুর গ্রামের মৃত চাঁন ফরালীর ছেলে। তিনি কৃষি শ্রমিক ছিলেন।

এলাকাবাসী জানান, শনিবার দুপুরে বাসুলিয়াতে বাসাইলগামী সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয় নলুয়াগামী একটি ট্রাক্টর। এতে অটোরিকশায় থাকা জিয়াবুর গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরো পড়ুন:

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

কিশোরগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষ, ২ কলেজছাত্র নিহত

নিহতের ভাই আজিজুল বলেন, “আমরা কাজ করে নলুয়া থেকে বাসাইলের দিকে যাচ্ছিলাম। বাসুলিয়ায় একটি ট্রাক্টর আমাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। আমার ভাই মাথায় আঘাত পান। হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় ভাইয়ের মৃত্যু হয়।”

ওসি জালাল উদ্দিন বলেন, “দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। থানায় মামলা প্রক্রিয়াধীন।”

ঢাকা/কাওছার/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত

এছাড়াও পড়ুন:

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ, মশালমিছিল

মাদারীপুর-২ আসনে বিএনপির নেতা হেলেন জেরিন খানকে মনোনয়ন না দেওয়ায় তাঁর অনুসারীরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ড গোলচত্বরে এই অবরোধ করা হয়। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

এদিকে মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লার পরিবর্তে জেলা বিএনপির সদস্য ও শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা চৌধুরী মিঠুকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে মশালমিছিল হয়েছে।

মাদারীপুর-২ আসনে হেলেন জেরিন খানের সমর্থকদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ। শুক্রবার বিকেলে সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ড গোলচত্বরে

সম্পর্কিত নিবন্ধ