সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজটি প্রথমে ছিল দুই ম্যাচের। পরবর্তীতে বিসিবির প্রস্তাবে সিরিজটি তিন ম্যাচের করা হয়। যদি দুই ম্যাচের হতো তাহলে গতকালই শিরোপা ভাগাভাগি করা লাগত দুই দলের।
প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পায় ২৭ রানে। দ্বিতীয় ম্যাচে গতকাল সংযুক্ত আরব আমিরাত নেয় প্রতিশোধ। তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ তারা জিতে নেয় ২ উইকেটে। দুইশর বেশি রান তাড়া করার রেকর্ড গড়ে ম্যাচ জিতেছে স্বাগতিকরা।
তিন ম্যাচের সিরিজে এখন ১-১ এ সমতা। ২১ মে শারজাহতেই হবে শেষ টি-টোয়েন্টি। ম্যাচটিতে ঘুরে দাঁড়ানোর আশার কথা শুনিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেছেন, ‘‘যে কোনো পরাজয়ই কষ্টকর। আপনি ভালো দিন, খারাপ কাটাতেই পারেন। আমরা একসঙ্গে সবাই মিলে কথা বলবো। আশা করছি ঘুরে দাঁড়াবো।’’
আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৫ উইকেটে ২০৫ রান তোলে। ১ বল হাতে রেখে ২ উইকেটে জয় পায় ইউএই। নিজেদের ব্যাটিং নিয়ে লিটনের তেমন অভিযোগ নেই। তবে মাঠের আকার এবং উইকেট অনুযায়ী বোলিং আরো ভালো হওয়া উচিৎ ছিল বলে মনে করছেন তিনি,
‘‘আমরা এই উইকেটে ভালো ব্যাটিং করেছি। উইকেট ভালো ছিল। তারা যখন ব্যাটিং করছিল শিশিরের সুবিধা পেয়েছে। আমরা ফিল্ডিংয়ে কিছুটা ভুল করেছি এবং মাঝের ওভারগুলো এলোমেলো হয়েছে। আপনি যখন এই ধরণের মাঠে খেলবেন যেগুলো একটু ছোট এবং শিশিরের প্রভাব রয়েছে তখন আপনাকে বেশ হিসেবি হতে হবে।’’
ব্যাটিংয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন তানজিদ। ৩৩ বলে ৮ চার ও ৩ ছক্কায় সাজান ইনিংসটি। লিটন ৩২ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪০ এবং শান্ত ১৯ বলে ২৭ রান করেন ২ চার ও ১ ছক্কায়। এছাড়া তাওহীদ হৃদয় ২৪ বলে ৪৫ রান করেন ৩ চার ও ২ ছক্কায়। শেষ দিকে জাকের আলী ৬ বলে ১ চার ও ২ ছক্কায় ১৮ রান করলে বাংলাদেশের রান দুইশ পেরিয়ে যায়।
দলের ব্যাটিং নিয়ে লিটন খুশি থাকলেও নিজের ব্যাটিং নিয়ে তৃপ্ত নন, ‘‘আমি যা করেছি তা আপ টু মার্ক ছিল না। আমি পরের ম্যাচে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো।’’
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছক ক য় র ন কর উইক ট
এছাড়াও পড়ুন:
সাজেকে নিহত খুবি শিক্ষার্থী রিংকীর মরদেহ নেওয়া হবে গাইবান্ধা
খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের সেশনাল ট্যুরে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী মোছা. রুবিনা আফসানা রিংকীর মরদেহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তার বাড়ি গাইবান্ধায় নেওয়া হবে।
এছাড়া শিক্ষার্থী নিহত ও আহতের ঘটনায় আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে শোক ঘোষণা করা হয়েছে। একই সাথে এদিন সকল ক্লাস-পরীক্ষাও বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘‘খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সেশনাল ট্যুরের সময় রাঙামাটির সাজেক যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থী মোছা. রুবিনা আফসানা রিংকী নিহত হন। দুর্ঘটনায় নিহত রুবিনা আফসানা রিংকির মরদেহ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাদের বাড়ি গাইবান্ধায় নেওয়া হবে। এই দুর্ঘটনায় আরো কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। আহতদেরকে দ্রুত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তিনজনকে চট্টগ্রামে স্থানান্তর করা হচ্ছে ।”
তিনি বলেন, “এই শোকাবহ ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে মর্মাহত। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে শোক ঘোষণা করা হয়েছে, সকল ক্লাস পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে খাগড়াছড়ি এবং বান্দরবানের সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। ছাত্রদের সঙ্গে শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন। তিনি নিজে এবং সহকারী পরিচালকসহ কর্মকর্তারা খাগড়াছড়ি রওনা হয়েছেন।”
খুলনা বিশ্ববিদ্যালয়ের মসজিদসহ সকল উপাসনালয়ে নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা করার জন্য সকলের প্রতি অনুরোধ করেন তিনি।
এদিকে, সাজেকে শিক্ষার্থী নিহত ও আহতের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় থেকে সব ধরনের সেশনাল ট্যুর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কর্তৃপক্ষ। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার কাকলি রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ ৪র্থ বর্ষ টার্ম-২ এর সেশনাল ট্যুরে অংশগ্রহণরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময়ে আরো কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। শিক্ষার্থীর এই অকাল মৃত্যুতে খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত এবং আহতদের দ্রুত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল দূরপাল্লার সেশনাল ট্যুর স্থগিত করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, রাঙামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটনকেন্দ্রে যাওয়ার পথে চান্দের গাড়ি পাহাড়ের খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হন। এসময় আহত হয়েছেন আরো ১১ জন। বুধবার দুপুর ১২টার দিকে সাজেকের হাউসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবিনা আফসানা রিংকী খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহতরা সবাই একই বিভাগের শিক্ষার্থী।
ঢাকা/নুরুজ্জামান/এস