Samakal:
2025-07-31@06:30:18 GMT

৪টি থেকে ৪০ গরু আরাফাতের

Published: 31st, May 2025 GMT

৪টি থেকে ৪০ গরু আরাফাতের

ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের বাসিন্দা আরাফাত হোসেন ফেনী সরকারি কলেজে স্নাতকোত্তরে পড়ার সময় একটি মুরগির খামার দিয়েছিলেন। লাভ না হওয়ায় তা বন্ধ করে দেন। ২০১৯ সালে তিনি ৫ লাখ টাকা দিয়ে ৪টি গরু কিনে শুরু করলেন এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম। বর্তমানে তার খামারে ৪০টি গরু রয়েছে, দাম প্রায় ৫০ লাখ টাকা। প্রতিদিন ১০০ লিটার দুধ বিক্রি করেন। খামারে তিনজন শ্রমিক কাজ করেন।
আরাফাত এবার কোরবানি উপলক্ষে ১৩টি গরু বিক্রি করবেন। এর মধ্যে সাত মাস আগে নয়টি গরু ১১ লাখ টাকা দিয়ে কিনেছিলেন। আর নিজের খামারের চার বাছুর এখন বিক্রির উপযোগী হয়েছে। ১৩টি গরু ২৫ লাখ টাকায় বিক্রি করার আশা তার। 
আরাফাত হোসেন বলেন, ‘আমি আনন্দিত, আমি একজন সফল খামারি হতে পেরেছি। তবে ফুলগাজী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে তেমন কোনো সহযোগিতা পাইনি।’ তিন বছর ধরে আরুশ এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে চাকরি করেন সুনামগঞ্জ জেলার বাসিন্দা ফয়েজ আহম্মদ। তিনি বলেন, ‘আরাফাতের উত্থান অকল্পনীয়। শুরুতে ৩-৪টি গরু দিয়ে খামার শুরু করলেও বর্তমানে তার কাছে অর্ধকোটি টাকার দামের ৪০ গরু রয়েছে। খামারের কারণে আমাদের তিনজন লোকের চাকরি হয়েছে।’
আনন্দপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মোহাম্মদ নিশাত বলেন, ‘আরুশ এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের সাফল্য দেখে তরুণ সমাজ নিজের পায়ে দাঁড়ানোর কথা ভাবছে। তারা আরাফাতের কাছে গিয়ে খোঁজখবর নিচ্ছে কীভাবে খামার করা যায়। আরাফাত হোসেন এলাকার তরুণদের কাছে একজন আইকন হিসেবে পরিচিতি পেয়েছেন। ভবিষ্যতে আমারও ইচ্ছে আছে একটা খামার করার। চাকরির পেছনে না ঘুরে, চাকরি দিতে পারাটাই আসল।’
স্থানীয় আবদুস সোবাহান মজুমদার বলেন, ‘তরুণদের উচিত চাকরির পেছনে না ঘুরে নিজেরা কিছু করা। খামার করতে পারলে নিজের সচ্ছলতা আসবে, পাশাপাশি অন্যেকেও চাকরি দিতে পারবে। গরুর খামার করে অনেকে লাভবান হয়েছে।’
ফেনী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.

মো. মোজাম্মেল হক বলেন, ‘ফুলগাজীর আরুশ এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের মালিক আরাফাত একজন সফল উদ্যোক্তা। তিনি ৪টি গরু দিয়ে খামার শুরু করে বর্তমানে অর্ধকোটি টাকা মূল্যের ৪০টি গরুর মালিক। এভাবে খামার করলে তরুণরা স্বাবলম্বী হবেন। অনেক লোকের কর্মসংস্থানও সৃষ্টি হবে।’ তিনি বলেন, ‘আমাদের সীমিত জনবল রয়েছে। তাপরও কোনো খামারি বা উদ্যোক্তা সহযোগিতা চাইলে আমরা করি।’

উৎস: Samakal

কীওয়ার্ড: গর খ ম র কর আর ফ ত

এছাড়াও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলা শহর রেলগেইট সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। তার নাম-পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক কাউসার আলম জানান, দুপুর ২টার দিকে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে চট্টগ্রামের দিকে রওনা হয়। রেলগেটের কাছাকাছি একজন ব্যক্তি এই ট্রেনে কাটা পড়ে নিহত হন।

তিনি আরো জানান, মারা যাওয়া ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে। অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরো পড়ুন:

গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু 

ঝিনাইদহে তুচ্ছ কারণে ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • রাবিতে আ.লীগ ট্যাগ দিয়ে চিকিৎসা কর্মীকে বিবস্ত্র করে মারধর
  • ইরানের সঙ্গে সংঘাত: ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিতে সৌদি সরকারকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র
  • সিরিজের শেষ ম্যাচে নেই স্টোকস, দায়িত্বে পোপ
  • সব্যসাচী কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ও শিল্পের মেলবন্ধন ঘটিয়েছেন
  • স্কিন ব্যাংকে পর্যাপ্ত ত্বক থাকলে ৪০ শতাংশের বেশি দগ্ধ রোগীকেও বাঁচানো যায়
  • রাগ নিয়ন্ত্রণে হাদিসের ৭ উপদেশ
  • চুলে গুঁজে দিলেন ৭১১ গলফ ‘টি’
  • বাবা হারালেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
  • ‘নতুন একটি দলের কয়েকজন মহারথী’ বলার পর বক্তব্য বদলালেন উপদেষ্টা মাহফুজ আলম
  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু