আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল, কেন
Published: 1st, June 2025 GMT
পুরোনো সংস্করণের আইওএস অপারেটিং সিস্টেমে নিরাপত্তাত্রুটি থাকায় আইফোন ব্যবহারকারীরা সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন বলে সতর্ক করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পুরোনো সংস্করণের আইওএসে সিভিই-২০২৫-৩১২৫১ ও সিভিই-২০২৫-৩১২৩৩ নামে দুটি ত্রুটির সন্ধান পাওয়া গেছে। এসব ত্রুটির ম্যাধ্যমে ক্ষতিকর কোডযুক্ত ছবি বা ভিডিও পাঠিয়ে দূর থেকে আইফোনের নিয়ন্ত্রণ নিতে পারে হ্যাকাররা। এরই মধ্যে নিরাপত্তাত্রুটিগুলো দূর করে গত মাসে আইওএস ১৮.
অ্যাপলের তথ্যমতে, আইফোনের সফটওয়্যার যখন কোনো ছবি বা ভিডিও ফাইল বিশ্লেষণ করে, তখন সেটি ধরে নেয় ফাইলটি নির্দিষ্ট কাঠামো মেনে তৈরি করা হয়েছে। কিন্তু হ্যাকাররা ইচ্ছাকৃতভাবে ওই কাঠামো ভেঙে এমনভাবে ফাইল তৈরি করে, যা আইফোনের সফটওয়্যারকে বিভ্রান্ত করে। এতে আইফোনের মেমোরিতে কারিগরি ত্রুটি দেখা দেয়, যা কাজে লাগিয়ে গোপনে ক্ষতিকর প্রোগ্রাম চালাতে পারে হ্যাকাররা। এসব ক্ষতিকর প্রোগ্রামের মাধ্যমে দূর থেকে আইফোনে থাকা ব্যক্তিগত ছবি, বার্তা, ফোন নম্বর, পাসওয়ার্ড সংগ্রহ করার পাশাপাশি চাইলে আইফোনের ক্যামেরা ও মাইক্রোফোন দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব।
অ্যাপল জানিয়েছে, আইওএস ১৮.৫ সংস্করণে দুটি নিরাপত্তাত্রুটিরই সমাধান করা হয়েছে। হালনাগাদটি আইফোন এক্সএস থেকে পরবর্তী সব মডেলের আইফোনের জন্য প্রযোজ্য। তাই সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে হলে সব আইফোন ব্যবহারকারীকে দ্রুত আইওএসের হালনাগাদ সংস্করণটি ব্যবহার করতে হবে।
তথ্য সংরক্ষণ ও সুরক্ষা নিয়ে কাজ করা যুক্তরাজ্যভিত্তিক ‘সেফ ডেটা স্টোরেজ’ জানিয়েছে, অনেকেই মনে করেন আইফোন নিরাপত্তার দিক থেকে সবার চেয়ে এগিয়ে। কিন্তু বাস্তবতা হলো, কোনো যন্ত্রই ১০০ শতাংশ সুরক্ষিত নয়। এ বিষয়ে প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, ‘আপনার ফোন হালনাগাদ করা না থাকলে, কেউ আপনাকে একটি সাধারণ ছবি পাঠিয়েই ফোনে ম্যালওয়্যার প্রবেশ করাতে পারে। আপনি কিছু বুঝে ওঠার আগেই আপনার ছবি, বার্তা, পাসওয়ার্ড এমনকি অ্যাপে থাকা সব তথ্য চুরি হয়ে যেতে পারে।’
সূত্র: ডেইলি মেইল
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স স করণ আইফ ন র ব যবহ র অ য পল
এছাড়াও পড়ুন:
রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া চলছিল, ‘অবাক করে দিয়ে’ হাজির মার্কিন কর্মকর্তারা
রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া চলছে। এই মহড়া দেখতে বেলারুশে হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা। মার্কিনদের উপস্থিতিকে ‘অবাক করে দেওয়ার মতো’ বলে উল্লেখ করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই কর্মকর্তারা নিজেদের ‘আগ্রহের যেকোনো বিষয়’ দেখতে পারেন বলে জানিয়েছেন বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর খ্রেনিন।
রাশিয়া ও বেলারুশের যৌথ এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘জাপাদ–২০২৫’। গত শুক্রবার থেকে নিজেদের সীমানার মধ্যে মহড়াটি শুরু করেছে দুই দেশ। এমন সময় এ মহড়া শুরু করা হলো, যখন দুই দিন আগেই পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করা রাশিয়ার ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ নিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দেশগুলোতে উত্তেজনা বেড়েছে।
বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, সোমবার যুক্তরাষ্ট্রসহ ২৩টি দেশের প্রতিনিধিরা মহড়া দেখতে বেলারুশে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ন্যাটোর দুই সদস্যদেশ—তুরস্ক ও হাঙ্গেরির প্রতিনিধিরাও। বিবৃতিতে বলা হয়েছে, ‘জাপাদ–২০২৫ মহড়ার আরেকটি সকাল এভাবে শুরু হবে, তা কে–ই বা ভেবেছিল?’
বিদেশি কর্মকর্তাদের মহড়ায় উপস্থিত থাকার একটি ভিডিও প্রকাশ করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাতে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তাকে ভিক্টর খ্রেনিনের সঙ্গে হাত মেলাতে দেখা যায়। বেলারুশে আমন্ত্রণের জন্য ধন্যবাদও জানান তাঁরা। এ সময় মার্কিন কর্মকর্তাদের খ্রেনিন বলেন, ‘আপনাদের আগ্রহের সবকিছু দেখাব আমরা। আপনারা যা চান।’
মহড়ায় মার্কিন সামরিক বাহিনীর দুই কর্মকর্তা