সিলেটে পর্যটনকেন্দ্র জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভে নেতৃত্বে দেওয়ার ঘটনায় যুবদল নেতা জাহিদ খানকে বহিষ্কার করা হয়েছে। শোকজ করা হয়েছে ছাত্রদল নেতা আজির উদ্দিনকে। 

শনিবার রাতে বিজ্ঞপ্তির মাধ্যমে যুবদল নেতাকে বহিষ্কার ও আজ রোববার ছাত্রদল নেতাকে শোকজ করা হয়।

জাহিদ খানকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া। জাহিদ খান গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

এদিকে আজ পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিনকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কারণ দর্শনোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজির উদ্দিনের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না- মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যার নির্দেশ দেওয়া হল।

শনিবার সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ফাওজুল কবির খানের গাড়িবহর আটকে বিক্ষোভ করেন পাথর শ্রমিকসহ  যুবদল, ছাত্রদল নেতাকর্মীরা। বিক্ষোভকালে পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খান, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম ও ধর্মবিষয়ক সম্পাদক রমজান মোল্লাসহ অনেক নেতাকর্মীকে দেখা যায়। 

প্রসঙ্গত, জাফলং পাথর কোয়ারি এলাকা থেকে সরকার পরিবর্তনের পর অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন শুরু হয়। লুটপাটের নেপথ্যে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নাম সামনে চলে আসে। এ সব ঘটনায় এরই মধ্যে পদ স্থগিত হয়েছে সিলেট জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরাণের। দল থেকে বহিষ্কার করা হয়েছে জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমকে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: য বদল ন ত ছ ত রদল ন ত ছ ত রদল ন ত ছ ত রদল র গঠন ক উপজ ল য বদল

এছাড়াও পড়ুন:

‘হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক উপড়ে ফেলা হবে’

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক না কেন তা উপড়ে ফেলা হবে। হাদি জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক। আজ তিনি সন্ত্রাসীদের গুলিতে চিকিৎসাধীন। আমরা তার জন্য কায়মনোবাক্যে দোয়া করি।’’

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিথিয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাদির ওপর গুলির ঘটনাটি বিচ্ছিন্ন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বকে ধ্বংস করতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসী বাহিনী টার্গেট করেছে। কিন্তু, তারা সফল হবে না।’’

আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে দাবি করে তিনি বলেন, ‘‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকার ও নির্বাচন কমিশন বদ্ধ পরিকর। আগামী নির্বাচনে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবারের নির্বাচনে।’’

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সম্পর্কিত নিবন্ধ