প্র জী ৎ ঘো ষ
কদম কেয়ার ফুল ফুটেছে
আষাঢ় এলো বাদল ধারা
ঝরছে ঝিরিঝিরি;
কালো মেঘে সারা আকাশ
রাখছে যেন ‘ঘিরি’।
কদম কেয়ার ফুল ফুটেছে
ওই যে গাছে গাছে;
পাতার ফাঁকে উঁকি দিয়ে
টুনটুনিটা নাচে।
আম কাঁঠালের গন্ধে আজো
মনটা উড়ু উড়ু;
এইতো হঠাৎ রোদের হাসি
আবার বৃষ্টি শুরু।
কচুপাতা কলা পাতার
ছাতা মাথায় দিয়ে;
ইশকুলেতে যাওয়া-আসার
স্মৃতি রয় দাঁড়িয়ে!
আ ল ম গী র ক বি র
আঁকতে বসে
রংপেনসিল হাতে নিয়ে
আঁকতে বসি আমি
আম্মু বলেন শুরু হলো
ছেলেটার পাগলামি।
কি আঁকি আজ কি আঁকি আজ
বসে ভাবতে থাকি,
একটা ফুলের গাছ আঁকলাম
সেই গাছে এক পাখি।
পাতার ফাঁকে ফুল আঁকলাম
পাপড়ি আঁকা বাকি।
ফুলটা তখন ফুটবে বলে
বায়না কেবল ধরে,
ফুলকে বলি আর কিছুক্ষণ
ঘ্রাণ ছড়াবি পরে!
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী নারীর মৃত্যু
রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম বেলী বেগম (৭০)। তিনি পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন। পাশাপাশি পানি বিক্রি করতেন।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিলের বেগুনবাড়ি অংশে মোটরসাইকেলের ধাক্কায় বেলী বেগম গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
একই ঘটনায় মোটরসাইকেলের চালক মো. ফয়সাল (১৮) আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন সরকার প্রথম আলোকে বলেন, নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।