জিমিন, আরএম থেকে রোজে; সিউল মিউজিক অ্যাওয়ার্ডস পেলেন কারা
Published: 22nd, June 2025 GMT
প্রতিবছর জানুয়ারিতে বসে সিউল মিউজিক অ্যাওয়ার্ডস। তবে এবার ৫ মাস পিছিয়ে জুনে বসেছে পুরস্কারের ৩৪তম আসর। গতকাল ইনচনের ইনস্পায়ার অ্যারেনায় বসেছিল তারার মেলা।
২০২৪ সালের সেরা কারা, তা খুঁজতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন কে–পপের অনুরাগীরা। এতে পুরস্কার পেয়েছেন বিটিএস তারকা জিমিন ও আরএম। সামরিক প্রশিক্ষণ শেষ করে প্রথম কোনো বড় পুরস্কার পেলেন দুই কে–পপ তারকা।
ব্ল্যাকপিংক তারকা রোজে পেয়েছেন দুটি গুরুত্বপূর্ণ পুরস্কার। হাইবের আরেক গ্রুপ টুমরো টুগেদারও পুরস্কার বাগিয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রস ক র
এছাড়াও পড়ুন:
একসময় কমেডিয়ান হতে চেয়েছিলাম: বিটিএসের আরএম
‘আমি সব সময় স্পটলাইটে থাকতে পছন্দ করি। এটা ছোটবেলায়ও ছিল, এখনো একই আছে। দৃষ্টি আকর্ষণ করতে চাওয়া আমি কখনো ভুল মনে করি না।’ নিজের সম্পর্কে এভাবেই বলেন বিটিএসের দলনেতা কিম নামজুন, যাকে সবাই আরএম নামেই চেনেন। সম্প্রতি হার্পারস বাজার কোরিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর জীবন, ক্যারিয়ার, সেনাবাহিনীকাল এবং ভক্তদের প্রতি নিজের মনোভাব নিয়ে খোলাখুলি কথা বলেছেন বিশ্বসংগীতের আলোচিত এই তারকা।
অনেকেই বলে থাকেন তিনি দৃষ্টি আকর্ষণ করতে ভালোবাসেন। সাক্ষাৎকারে আরএম সেটা অকপটে স্বীকারও করেন। তিনি বলেন, ছোটবেলায় তাঁর ডাকনাম ছিল টক বক্স। ইন্টারনেট থেকে মজার গল্প সংগ্রহ করে বন্ধুদের সঙ্গে ভাগ করা, পাবলিক স্পিকিং, প্রেজেন্টেশন—এসবই তাঁর শখ ছিল। ‘মানুষকে হাসাতে পছন্দ করতাম। একসময় কমেডিয়ান হতে চেয়েছিলাম। তাই মনোযোগ পাওয়ার এই ইচ্ছা এখনো রয়েছে’, বলেন আরএম।
আরএম