Prothomalo:
2025-12-14@12:35:14 GMT
জিমিন, আরএম থেকে রোজে; সিউল মিউজিক অ্যাওয়ার্ডস পেলেন কারা
Published: 22nd, June 2025 GMT
প্রতিবছর জানুয়ারিতে বসে সিউল মিউজিক অ্যাওয়ার্ডস। তবে এবার ৫ মাস পিছিয়ে জুনে বসেছে পুরস্কারের ৩৪তম আসর। গতকাল ইনচনের ইনস্পায়ার অ্যারেনায় বসেছিল তারার মেলা।
২০২৪ সালের সেরা কারা, তা খুঁজতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন কে–পপের অনুরাগীরা। এতে পুরস্কার পেয়েছেন বিটিএস তারকা জিমিন ও আরএম। সামরিক প্রশিক্ষণ শেষ করে প্রথম কোনো বড় পুরস্কার পেলেন দুই কে–পপ তারকা।
ব্ল্যাকপিংক তারকা রোজে পেয়েছেন দুটি গুরুত্বপূর্ণ পুরস্কার। হাইবের আরেক গ্রুপ টুমরো টুগেদারও পুরস্কার বাগিয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রস ক র
এছাড়াও পড়ুন:
পাকিস্তানি সেনারা মুক্তিযোদ্ধাকে দেখিয়ে দিয়ে বলে, ‘এই লোক কে?’
অলংকরণ: কাইয়ুম চৌধুরী