লিওনেল মেসির ৩৮তম জন্মদিনে জয় নিয়ে মাঠ ছাড়তে পারল না ইন্টার মায়ামি। উল্টো ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মায়ামির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর দারুণ এক গল্প লিখল ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। ম্যাচে ৭৯ মিনিট পর্যন্ত মায়ামির তায়েদো আলেন্দে ও লুইস সুয়ারেজের গোলে ২–০ ব্যবধানে পিছিয়ে ছিল পালমেইরাস।

কিন্তু হাল না ছেড়ে লড়াই চালিয়ে যাওয়ার ফল শেষ পর্যন্ত পেয়েছে তারা। ৮০ ও ৮৭ মিনিটে দুই গোল শোধ করে শেষ পর্যন্ত ২–২–এ ম্যাচ ড্র করেছে ব্রাজিলিয়ান ক্লাবটি। পালমেইরাসের হয়ে গোল দুটি করেন পাউলোনিও এবং মাউরিসিও।

এই ড্রয়ে গ্রুপ ‘এ’ থেকে শীর্ষ দল হিসেবে শেষ ষোলোয় উঠল পালমেইরাস। ৩ ম্যাচ শেষে পালমেইরাস ও মায়ামির পয়েন্ট সমান ৫। কিন্তু গোল ব্যবধানে মায়ামির (‍+১) চেয়ে এগিয়ে ছিল পালমেইরাস (‍+২)।

আরও পড়ুনলিওনেল মেসির আজ জন্মদিন: এমন মানবজনম আর কি হবে২ ঘণ্টা আগে

এই গ্রুপের অন্য ম্যাচে রুদ্বশ্বাস এক লড়াই উপহার দিয়েছে পোর্তো ও আল আহলি। উত্থান–পতনের রোমাঞ্চ শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েছে ৪–৪ গোলে। তবে দুই দলকেই গ্রুপ পর্ব শেষেই বিদায় নিতে হচ্ছে। শেষ ষোলোয় মেসির সাবেক ক্লাব পিএসজির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। পালমেইরাস মুখোমুখি হবে স্বদেশি ক্লাব বোতাফোগোর।

গোলের পর মাউরিসিউর উদ্‌যাপন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডিবিসিসিআই প্রতিনিধি দলের বৈঠক

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ডাচ-বাংলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের (ডিবিসিসিআই) প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর ২০২৫) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার কক্ষে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই), বাংলাদেশে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন, নেদারল্যান্ডসে বাংলাদেশি মেলার আয়োজন এবং বিটুবি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে ডিবিসিসিআইয়ের পক্ষে সভাপতি মো. শাখাওয়াত হোসেন মামুন, প্রথম সহ-সভাপতি মো. শহিদ আলম, পরিচালক মো. সায়েম ফারুকী, পরিচালক শাহ্ মো. রাফকাত আফসার ও পরিচালক আবদুল হাকিম সুমন উপস্থিত ছিলেন।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ