ফরিদপুরে তেলবাহী লরির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর পৌরসভার ব্রাহ্মণকান্দা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের সাচিয়া গ্রামের ক্ষিতিশ মজুমদারের ছেলে শ্রীবাস মজুমদার (৪০) ও জালাল মোল্লার ছেলে রাশেদ মোল্লা (২২)।

করিমপুর হাইওয়ে থানা-পুলিশ জানায়, গতকাল রাতে শ্রীবাস ও রাশেদ মোটরসাইকেলে করে রাজবাড়ী রাস্তার মোড় থেকে মুন্সিরবাজার মোড় এলাকায় যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি তেলের লরির সঙ্গে বাইপাস সড়কে বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শ্রীবাস ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় রাশেদকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হাসপাতালের সার্জারি ওয়ার্ডের সিনিয়র নার্স শম্পা ইসলাম বলেন, রাত ১০টার দিকে রাশেদকে হাসপাতালে আনা হয়। তাঁর অবস্থা সংকটজনক ছিল। রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ্উদ্দীন চৌধুরী বলেন, মরদেহ দুটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরের মধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও লরি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ