ছবি: সাদ্দাম হোসেন
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পিপলস লিজিংয়ের অর্ধবার্ষিকে লোকসান বেড়েছে ১৫.৩৩ শতাংশ
পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৫) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিক প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ১৫.৩৩ শতাংশ।
সোমবার (১১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রবিবার (১০ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
তথ্যমতে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে বা ৬ মাসে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৬.৬২) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে ছিল (৫.৭৪) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ০.৮৮ টাকা বা ১৫.৩৩ শতাংশ।
আরো পড়ুন:
প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে বড় পতন
কারণ ছাড়াই সাফকো স্পিনিংয়ের শেয়ারদর বেড়েছে ২০ শতাংশ
এদিকে চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে বা ৬ মাসে কোম্পানির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে (০.৫২) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে ছিল ০.৩৬ টাকা।
২০২৫ সালের ৩০ জুন কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (১৫৬.১২) টাকায়।
ঢাকা/এনটি/ফিরোজ