এলডিসি থেকে উত্তরণ টেকসই করতে জাতীয় ঐক্য প্রয়োজন - ড. আনিসুজ্জামান চৌধুরী
Published: 24th, June 2025 GMT
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ প্রক্রিয়া টেকসই করতে হলে অর্থনৈতিক ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করতে হবে। এ জন্য দেশের উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে জাতীয় ঐক্য ও সংহতি নিশ্চিত করা প্রয়োজন।
গতকাল ময়মনসিংহে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাপোর্ট টু সাসটেইনেবল গ্র্যাজুয়েশন প্রকল্প (এসএসজিপি) আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন। এসএসজিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় কর্মশালাটির আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মো.
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেন, অতীতে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে বেসরকারি খাতের একটি শক্তিশালী সক্ষমতা ও আত্মবিশ্বাস তৈরি হয়েছে, যা আগামীতে এলডিসি উত্তরণজনিত চ্যালেঞ্জ মোকাবিলাতেও বাংলাদেশকে সহায়তা করবে।
কৃষি ও অন্যান্য শিল্পে ময়মনসিংহের সম্ভাবনার বিষয়টি আলোকপাত করে ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, সম্ভাবনার সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণে প্রয়োজন প্রযুক্তিনির্ভর উৎপাদন, মান নিয়ন্ত্রণ, ব্র্যান্ডিং এবং বাজার সংযোগ।
স্বাগত বক্তব্যে ইআরডির অতিরিক্ত সচিব ও এসএসজিপি প্রকল্পের প্রকল্প পরিচালক এএইচএম জাহাঙ্গীর এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য ও সার্বিক উন্নয়ন প্রক্রিয়ায় কী প্রভাব পড়তে পারে বা নতুন কী সুযোগ সৃষ্টি হতে পারে– সে বিষয়ে বেসরকারি খাতে প্রয়োজনীয় সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: এলড স
এছাড়াও পড়ুন:
ময়মনসিংহে সহকর্মীকে হত্যার দায়ে পুলিশ দম্পতির ফাঁসির আদেশ
পুলিশ সদস্যকে হত্যার দায়ে এক পুলিশ দম্পতিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ময়মনসিংহের একটি আদালত। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ মামলার রায় ঘোষণা করেন অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক হারুন-অর রশিদ।
দণ্ডপ্রাপ্তরা হলেন কনস্টেবল মো. আলাউদ্দিন ও তাঁর স্ত্রী কনস্টেবল নাসরিন নেলী। আলাউদ্দিনের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভবানীপুর এলাকায়।
মামলার সংক্ষিপ্ত নথি সূত্রে জানা যায়, ২০১৪ সালে কনস্টেবল নাসরিন নেলীর সঙ্গে সহকর্মী কনস্টেবল সাইফুল ইসলামের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এর জের ধরেই ঘটে হত্যাকাণ্ড। ওই বছরের আগস্টে ময়মনসিংহ শহরের কাঁচিঝুলি এলাকায় নেলীর ভাড়া বাসায় সাইফুল ইসলামকে খুন করেন নেলী ও তাঁর স্বামী আলাউদ্দিন। হত্যার পর তাঁরা সাইফুল ইসলামের লাশ বস্তাবন্দী করে গুম করার চেষ্টা করেন। তবে নগরীর টাউন হল মোড়ে পুলিশের তল্লাশির সময় বস্তাবন্দী লাশসহ হাতেনাতে ধরা পড়েন তাঁরা।
ওই ঘটনায় নিহত সাইফুল ইসলামের মা মুলেদা বেগম ২০১৪ সালের ১৩ আগস্ট ময়মনসিংহের কোতোয়ালি থানায় কনস্টেবল আলাউদ্দিন, তাঁর স্ত্রী নাসরিন নেলীসহ আরও দুজনকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
ময়মনসিংহ আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, হত্যা মামলায় দুজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।