পেঁয়াজের দাম কমেছে মণপ্রতি ২০০ টাকা
Published: 25th, June 2025 GMT
ফরিদপুরের বাজারে হঠাৎ করে কমে গেছে পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে মণপ্রতি পেঁয়াজের দাম কমেছে প্রায় ২০০ টাকা। ফলে সংকটে দেশের দ্বিতীয় বৃহত্তর পেঁয়াজ উৎপাদকারী জেলা ফরিদপুরের পেঁয়াজচাষিরা।
গত রোববার ফরিদপুরের সালথা উপজেলার দুটি হাটে পেঁয়াজচাষিদের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে। ঠেনঠেনিয়া বাজারের হাটে প্রতিটন পেঁয়াজ বিক্রি হয়েছে ১ হাজার ৫৫০ থেকে ১ হাজার ৬৫০ টাকা দরে।
পেঁয়াজচাষিরা জানান, গত শুক্রবার সালথার বালিয়া বাজারে পেঁয়াজের হাট বসে। ওই হাটে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হয়েছে ১ হাজার ৭৫০ থেকে ১ হাজার ৮০০ টাকা দরে। সে হিসাবে দুই দিনের ব্যবধানে মণপ্রতি পেঁয়াজের দাম কমে গেছে ২০০ টাকা।
কেন এ দরপতন, এ নিয়ে কৃষক ও ব্যবসায়ীদের ভিন্ন ভিন্ন মত পাওয়া গেছে। কৃষকেরা বলছেন, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেঁয়াজের বাজারে ধস নামিয়েছেন। পেঁয়াজ ব্যবসায়ীদের দাবি, ঈদের পর হঠাৎ বাজারে পেঁয়াজ আমদানি বেশি হওয়ায় কমে গেছে দাম।
ফরিদপুরে পেঁয়াজ উৎপাদনের দিক থেকে সালথা ও নগরকান্দা অগ্রগামী। সালথার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামের পেঁয়াজচাষি দেলোয়ার মাতুব্বর জানান, গত রোববার তিনি পেঁয়াজ বিক্রি করতে স্থানীয় ঠেনঠেনিয়া বাজারে যান। ভোর ৬টায় গিয়ে দেখতে পান, বাজারের ব্যবসায়ীদের সব ঘর বন্ধ। সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে শত শত পেঁয়াজচাষি বাজারে চলে আসেন পেঁয়াজ নিয়ে। এর মধ্যে কিছু ব্যবসায়ী দোকান খোলেন। পেঁয়াজ কেনার আগে তাঁরা (ব্যবসায়ীরা) দেশের বড় বড় আড়তদারের সঙ্গে কথা বলেন এবং বাজারের সব ব্যবসায়ী একজোট হয়ে পেঁয়াজের দাম কমিয়ে দিয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সালথার ঠেনঠেনিয়া পেঁয়াজের এই বাজারে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি দেশের দূরদূরান্ত থেকে আসা ব্যবসায়ীরাও কৃষকদের কাছ থেকে পেঁয়াজ কেনেন। ঠেনঠেনিয়া এই বাজার চলে দুপুর পর্যন্ত। সপ্তাহে রবি ও বুধবার বসে পেঁয়াজের হাট। প্রতি হাটে পেঁয়াজের দুই শতাধিক বড় ব্যবসায়ী ২৫০ থেকে ৩০০ টন পেঁয়াজ কিনে দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে নিয়ে যান।
দাম বাড়েনি
এদিকে পেঁয়াজচাষিরা জানিয়েছেন, পেঁয়াজ উৎপাদনে তুলনামূলকভাবে ব্যয় বেড়েছে, কিন্তু সেই হারে দাম বাড়েনি। ঠেনঠেনিয়া বাজারের পেঁয়াজচাষি নিজাম উদ্দিন শেখ বলেন, পেঁয়াজ যখন জমি থেকে ঘরে তোলা হয়, সেই সময় দাম এক হাজার টাকা ছিল। একটু ভালো দামের আশায় এত দিন ঘরে সংগ্রহ করে রেখেছিলেন। কিন্তু এখন যে দর, তাতে পুঁজি টেকানোই কষ্ট।
পেঁয়াজচাষি ইব্রাহিম মাতুব্বর (৫২) দাবি করেন, বাজারের যদি ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করা যেত, তাহলে লোকসানে পড়তে হতো না। ঠেনঠেনিয়ার বাজার থেকে প্রতি হাটে ৩০ থেকে ৪০ ট্রাক পেঁয়াজ দেশের বিভিন্ন জেলায় যায়। গড়ে এক কোটি টাকার বেশি পেঁয়াজ প্রতি হাটে ক্রয়–বিক্রয় হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহেদুজ্জামান বলেন, জেলার তিন প্রকারের পেঁয়াজের আবাদ হয়। সেগুলো হলো মুড়িকাটা, হালি ও দানা পেঁয়াজ। এ তিন
ধরনের পেঁয়াজের মধ্যে হালি পেঁয়াজ বেশি আবাদ হয়। ২০২৪-২৫ মৌসুমে ফরিদপুরে ৪৩ হাজার ২৬০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়।
পেঁয়াজ উৎপাদন হয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৯১৮ মেট্রিক টন।
ঠেনঠেনিয়া বাজারের পেঁয়াজ ব্যবসায়ীদের দাবি, ঈদের পর হঠাৎ করে পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কিছুটা কমে গেছে।
ফরিদপুরের জেলা জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা সাহাদাত হোসেন বলেন, কৃষিপণ্যের দাম অস্থিতিশীল। ওঠা-নামা করা এর স্বভাব। তবে বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমেছে বৃষ্টির কারণে। তিনি বলেন, দাম পড়ে যাওয়ার এ প্রবণতা স্থায়ী হবে না। দাম আবার বাড়বে। এ নিয়ে কৃষকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য় জ র দ ম কম ব যবস য় দ র য় জ উৎপ ২০০ ট ক
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি প্রোগ্রাম, আবেদন শেষ ২৬ আগস্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে জুলাই ২০২৫ সেমিস্টারে প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি (PMICS) প্রোগ্রামে ভর্তিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রোগ্রামের বৈশিষ্ট্য১. এটি ৩৬ ক্রেডিট ঘণ্টা।
২. ক্লাসের সময়: শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা এবং অন্যান্য দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস।
৩. এটি তিন সেমিস্টারের প্রোগ্রাম।
ভর্তির যোগ্যতা১. সিএসই/সিএস/আইটি/এসই/সিআইটি/আইসিটি/ইসিই/ইটিই/ইইই ইত্যাদি আইটি/আইসিটি-সম্পর্কিত বিষয়ে গ্র্যাজুয়েশন থাকতে হবে।
২. সিজিপিএ কমপক্ষে ২.৫০ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ–২.৫০ নিচে থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
৩. চাকরিজীবীরা অগ্রাধিকার পাবেন।
৪. দেশি–বিদেশি সব শিক্ষার্থী আবেদন করতে পারবেন। বিদেশি ডিগ্রির ক্ষেত্রে এ অনুষদের অফিস থেকে সমতা নিরূপণ করতে হবে।
৫. তথ্য যাচাই শেষ হলে ভর্তি পরীক্ষার ফি তিন হাজার টাকা দিয়ে অনলাইনে জমা দিতে হবে।
আরও পড়ুনজাপানি ভাষা শিক্ষা কোর্স, ভর্তি ফি মাত্র এক হাজার টাকা০৯ আগস্ট ২০২৫ভর্তির বিস্তারিত তথ্য১. আবেদনপত্র জমার শেষ তারিখ: ২৬ আগস্ট ২০২৫।
২. ভর্তি পরীক্ষার তারিখ: ২৯ আগস্ট ২০২৫ শুক্রবার, সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪টি বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম, জিপিএ–২.৫ হলেই আবেদন০৯ আগস্ট ২০২৫৩. পরীক্ষার ফল প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২ টায়।
৪. ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৫।
* অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন: https://pmics.cse.du.ac.bd/
* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.pmics.cse.du.ac.bd
আরও পড়ুনযুক্তরাজ্যের চেভেনিং বৃত্তি, ১৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের একটিতে পড়তে চাইলে করুন আবেদন১০ আগস্ট ২০২৫