ঋষভ পন্ত নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। পারফরম্যান্স নিয়ে প্রশ্ন নেই। কিন্তু যে লক্ষ্যে পারফর্ম করেন, সেটিই যে অর্জিত হচ্ছে না। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় তাঁর করা প্রতিটি সেঞ্চুরির ম্যাচে জয়হীন থেকেছে ভারত।

হ্যাঁ, পরিসংখ্যান এখন পর্যন্ত এ কথাই বলছে। যা নিয়ে পন্ত মন খারাপ করতেই পারেন। তবে নিজে যা করেছেন, তাতে অবশ্য ক্ষতে প্রলেপ পড়তে পারে।

এই যেমন সর্বশেষ হেডিংলি টেস্টের কথা চিন্তা করুন। ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন। প্রথম ইনিংসে ১৩৪ রানের পর দ্বিতীয় ইনিংসে ১১৮। দুই ইনিংসের মধ্যে কম স্ট্রাইক রেট ছিল প্রথম ইনিংসে, সেটিও ৭৫.

২৮।

বুঝতেই পারছেন, দাপট কতটা দেখিয়েছেন। কিন্তু দিন শেষে সেই পরাজিতদের দলে। ভারতের ৩৭১ রানের লক্ষ্য ইংল্যান্ড তাড়া করেছে ৫ উইকেট হাতে রেখে।

জোড়া সেঞ্চুরি করেও জিততে পারেননি পন্ত

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জি–২০ শীর্ষ সম্মেলন বর্জন করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য জি–২০ শীর্ষ সম্মেলনে তিনি কিংবা কোনো মার্কিন কর্মকর্তা অংশগ্রহণ করবেন না। এতে আবার বিতর্কিত ও প্রমাণহীন দাবি উত্থাপন করে ট্রাম্প বলেছেন, দেশটির শ্বেতাঙ্গ কৃষকেরা সরকারের দুর্ব্যবহারের শিকার হচ্ছে। তিনি বলেন, এমনকি দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গরা হত্যারও শিকার হচ্ছে।

ট্রাম্প এর আগে সেপ্টেম্বরে ঘোষণা করেছিলেন, তিনি আগামী ২২ ও ২৩ নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না, তবে তাঁর জায়গায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যোগদান করবেন।

সম্পর্কিত নিবন্ধ