বৈষম্যহীন রাস্ট্র গঠনে যুবকদের শক্তি কাজে লাগাতে হবে: মাও. জব্বার
Published: 25th, June 2025 GMT
সাবেক ছাত্রনেতাদের সাথে মত বিনিময়কালে নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার বলেন আমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর আমাদের কে আমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যার যা দায়িত্ব সে যথাযথ ভাবে পালন করিবে এটাই আমাদের প্রত্যাশা।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন জনশক্তিদের নিয়ে গতকাল মঙ্গলবার (২৪ জুন) রাতে চাষাঢ়া ড্রিংক এন্ড ডাইন চাইনিজ রেস্টুরেন্টের তৃতীয় তলায় কেন্দ্র ঘোষিত সাংগঠনিক সাংগঠনিক পক্ষ উপলক্ষে প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
এসময় তিনি আরো বলেন আপনারা আপনাদের মেধা কাজে লাগাবেন, বুদ্ধিবৃত্তিক ও বর্তমান প্রেক্ষাপটকে যথাযথ মূল্যায়ন করে। আমাদের নারায়ণগঞ্জ ৪ এবং ৫ আসনে আপনাদের যার যার দায়িত্ব অনুযায়ী কাজ করে যাবেন। কেও কোনো দায়িত্ব না দিলেও নিজেকে দায়িত্বশীল মনে করে কাজ করবেন।ইনশাআল্লাহ আমরা জয়ী হবো।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইন্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মোহাম্মদ জামাল হোসাইন, মহানগরী কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, মাওলানা ওমর ফারুক, মহানগরী ইসলামী ছাত্রশিবির সভাপতি হাফেজ ইসমাইল, সেক্রেটারি অমিত হাসান সহ ইসলামী ছাত্রশিবিরের শতাধিক প্রাক্তন ছাত্রবৃন্দ।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: য বক ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ আম দ র
এছাড়াও পড়ুন:
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় এনজেটিজেএ’র নিন্দা
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু বিচার দাবী করেছে নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন।
নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের (এনজেটিজেএ) সভাপতি নাফিজ আশরাফ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
সেই সাথে সাংবাদিক তুহিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
বিবৃতিতে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে তুহিনকে হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার দ্রুত বিচার আইনে এ হত্যার বিচার দাবী করে বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রকাশ্যে একজন গণমাধ্যমকর্মীকে এভাবে কুপিয়ে হত্যার ঘটনায় পুরো সাংবাদিক সমাজ হুমকি ও নিরাপত্তাহীনতায় পড়েছে।
গত ৭ আগস্ট রাতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন।
সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।