বৈষম্যহীন রাস্ট্র গঠনে যুবকদের শক্তি কাজে লাগাতে হবে: মাও. জব্বার
Published: 25th, June 2025 GMT
সাবেক ছাত্রনেতাদের সাথে মত বিনিময়কালে নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার বলেন আমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর আমাদের কে আমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যার যা দায়িত্ব সে যথাযথ ভাবে পালন করিবে এটাই আমাদের প্রত্যাশা।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন জনশক্তিদের নিয়ে গতকাল মঙ্গলবার (২৪ জুন) রাতে চাষাঢ়া ড্রিংক এন্ড ডাইন চাইনিজ রেস্টুরেন্টের তৃতীয় তলায় কেন্দ্র ঘোষিত সাংগঠনিক সাংগঠনিক পক্ষ উপলক্ষে প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
এসময় তিনি আরো বলেন আপনারা আপনাদের মেধা কাজে লাগাবেন, বুদ্ধিবৃত্তিক ও বর্তমান প্রেক্ষাপটকে যথাযথ মূল্যায়ন করে। আমাদের নারায়ণগঞ্জ ৪ এবং ৫ আসনে আপনাদের যার যার দায়িত্ব অনুযায়ী কাজ করে যাবেন। কেও কোনো দায়িত্ব না দিলেও নিজেকে দায়িত্বশীল মনে করে কাজ করবেন।ইনশাআল্লাহ আমরা জয়ী হবো।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইন্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মোহাম্মদ জামাল হোসাইন, মহানগরী কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, মাওলানা ওমর ফারুক, মহানগরী ইসলামী ছাত্রশিবির সভাপতি হাফেজ ইসমাইল, সেক্রেটারি অমিত হাসান সহ ইসলামী ছাত্রশিবিরের শতাধিক প্রাক্তন ছাত্রবৃন্দ।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: য বক ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ আম দ র
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে ঢাকা লুব অয়েল কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
রূপগঞ্জে ঢাকা লুব অয়েল লিমিটেড নামে একটি কারাখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ও বৈদ্যুতিক মিটার খুলে ফেলেছে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপজেলার বানিয়াদি, মাসুমাবাদ এলাকায় দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ওই কারখানা বন্ধ করা হয়।
পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব জনাব ফয়জুন্নেছা আক্তার এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, পল্লী বিদ্যুৎ রূপগঞ্জ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম কর্তৃক অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক এ. এইচ. এম রাসেদ জানান, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।