Prothomalo:
2025-09-24@19:06:14 GMT

এখন আপনি এই ছবিতে...

Published: 26th, June 2025 GMT

‘ত্যাশ’ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরেছেন কৃতি খরবান্দা। সম্প্রতি নেটফ্লিক্সের আলোচিত ওয়েব সিরিজ ‘রানা নাইডু ২’-এও তাঁকে দেখা গেছে, যেখানে তিনি ‘আলিয়া ওবেরয়’। চরিত্রটির সঙ্গে নিজের বাস্তব জীবনের মিল খুঁজে পেয়েছেন অভিনেত্রী।

‘রানা নাইডু ২’ দিয়েই ওয়েব সিরিজের দুনিয়ায় প্রথমবারের মতো কাজ করলেন কৃতি। নিজের অভিনীত চরিত্রটি প্রসঙ্গে তিনি বলেন, ‘আলিয়া এমন এক নারী, যে পুরুষপ্রধান এক দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে সে লড়াই করে, যেমনটা আমাদের সমাজে নারীদের প্রায়ই করতে হয়। ও খুবই প্রতিভাবান, শক্তিশালী, কিন্তু নারী হওয়ায় নিজের জায়গা করে নেওয়াটা তার জন্য সহজ হয় না। আলিয়া জানে, স্বপ্ন পূরণ করতে হলে তাকে অনেক কিছুই করতে হবে, তবে নিজের নীতি থেকে সে সরতে চায় না। সে খুব স্পষ্টবাদী ও নির্ভীক। যদিও আমি এতটা ভয়ংকর নই, কিন্তু ওর উচ্চাকাঙ্ক্ষা আর নিজের প্রতি ভালোবাসার জায়গাটা আমার সঙ্গে মিলে যায়। আমি যা চাই, সেটা না পাওয়া পর্যন্ত ছাড়ি না। আমি কখনো হার মানি না। কারণ, আমি শূন্য থেকে শুরু করেছি।’

কৃতি খরবান্দা। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

হয়রানির অভিযোগে দক্ষিণ বনশ্রীতে প্লটমালিকদের মানববন্ধন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিরুদ্ধে বৈধ প্লট ও বাড়ির মালিকদের হয়রানির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দক্ষিণ বনশ্রী প্লট মালিক কল্যাণ সমিতি। বুধবার দুপুরে দক্ষিণ বনশ্রী মেইন রোডে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কিছু অসাধু কর্মকর্তা বৈধভাবে ক্রয়কৃত জমি ও বাড়ির মালিকদের হয়রানি করছেন এবং নির্মাণকাজে বাধা দিচ্ছেন। তাঁরা দাবি করেন, খাল দখলের যে অভিযোগ সিটি করপোরেশন করছে, তা সঠিক নয়। কারণ, প্রায় ২৫ বছর আগে ইস্টার্ন হাউজিং জেলা প্রশাসকের সঙ্গে দলিল বিনিময়ের মাধ্যমে খালটি গ্রহণ করে প্লট তৈরি করে মালিকদের কাছে বিক্রি করে।

বক্তারা বলেন, রাজউক অনুমোদিত মাস্টারপ্ল্যান অনুযায়ী তৈরি বাড়িগুলো অবৈধ হতে পারে না। এ ছাড়া অবৈধ অনুপ্রবেশকারীরা ইস্টার্ন হাউজিংয়ের ভেতরে ব্যক্তিগত মালিকানাধীন প্লটকে রাস্তা দাবি করছে। অথচ সিটি করপোরেশন ওই দাবি যাচাই না করেই রাজউক নির্ধারিত সীমানাপ্রাচীর ভাঙার চেষ্টা করছে।

প্রতিবাদ সমাবেশে দক্ষিণ বনশ্রী প্লট মালিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।

সম্পর্কিত নিবন্ধ