Prothomalo:
2025-08-10@05:13:32 GMT

এখন আপনি এই ছবিতে...

Published: 26th, June 2025 GMT

‘ত্যাশ’ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরেছেন কৃতি খরবান্দা। সম্প্রতি নেটফ্লিক্সের আলোচিত ওয়েব সিরিজ ‘রানা নাইডু ২’-এও তাঁকে দেখা গেছে, যেখানে তিনি ‘আলিয়া ওবেরয়’। চরিত্রটির সঙ্গে নিজের বাস্তব জীবনের মিল খুঁজে পেয়েছেন অভিনেত্রী।

‘রানা নাইডু ২’ দিয়েই ওয়েব সিরিজের দুনিয়ায় প্রথমবারের মতো কাজ করলেন কৃতি। নিজের অভিনীত চরিত্রটি প্রসঙ্গে তিনি বলেন, ‘আলিয়া এমন এক নারী, যে পুরুষপ্রধান এক দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে সে লড়াই করে, যেমনটা আমাদের সমাজে নারীদের প্রায়ই করতে হয়। ও খুবই প্রতিভাবান, শক্তিশালী, কিন্তু নারী হওয়ায় নিজের জায়গা করে নেওয়াটা তার জন্য সহজ হয় না। আলিয়া জানে, স্বপ্ন পূরণ করতে হলে তাকে অনেক কিছুই করতে হবে, তবে নিজের নীতি থেকে সে সরতে চায় না। সে খুব স্পষ্টবাদী ও নির্ভীক। যদিও আমি এতটা ভয়ংকর নই, কিন্তু ওর উচ্চাকাঙ্ক্ষা আর নিজের প্রতি ভালোবাসার জায়গাটা আমার সঙ্গে মিলে যায়। আমি যা চাই, সেটা না পাওয়া পর্যন্ত ছাড়ি না। আমি কখনো হার মানি না। কারণ, আমি শূন্য থেকে শুরু করেছি।’

কৃতি খরবান্দা। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নোয়াখালীতে আগুনে পুড়ল ১১টি দোকান ও একটি কারখানা

নোয়াখালীর সেনবাগে একটি কাঠের আসবাবপত্র তৈরির কারখানা, গোডাউনসহ অন্তত ১১টি দোকান আগুনে পুড়ে গেছে। শনিবার (৯ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার সেবারহাট বাজারে ঘটনাটি ঘটে। 

ফায়ার সার্ভিসের সেনবাগ, চৌমুহনী ও মাইজদীর পাঁচটি ইউনিট প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ১টার দিকে সেবারহাটে একটি আসবাবপত্র তৈরির কারখানা থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন আশপাশের ১১টি দোকানে ছড়িয়ে পড়ে। আজ সকাল সাড়ে ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। 

আরো পড়ুন:

নেত্রকোণার ধলাই নদীতে বাল্কহেড ডুবে ২ শ্রমিক নিখোঁজ

মানিকগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন, ৬০ কোটি টাকার ক্ষতি

আগুনে আসবাবপত্র তৈরির কারখানা, মেশিনারিজ সামগ্রী, থাই অ্যালুমিনিয়াম পণ্য বিক্রির দোকানসহ অন্তত ১১টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে ভুক্তভোগী ব্যবসায়ীদের ৩৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  

সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো.সাব্বির হোসেন বলেন, ‍“পাঁচটি ইউনিট প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শেষে বলা যাবে।” 

ঢাকা/সুজন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ