বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ছাত্রলীগের পুনর্বাসনের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের শীর্ষ নেতাদের ছাত্রলীগে পদ আছে।

আজ বৃহস্পতিবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত সদস্য ফরম বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদল সভাপতি এ কথা বলেন। তিনি বলেন, গতকাল সরকারি বাঙলা কলেজের ছাত্রলীগ নেতা শাহরিয়ার কবির ক্যাম্পাসে এলে ছাত্রদলের কর্মীরা তাঁকে পুলিশে দেন। খবর শুনে কলেজ শাখা শিবিরের সাধারণ সম্পাদক সাকিব তাঁকে বাঁচাতে আসেন। তিনি অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান এবং সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা অনুষ্ঠানে বক্তব্য দেন। এ সময় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ছ ত রদল র

এছাড়াও পড়ুন:

এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল

২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।

জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’

২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’

জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল

সম্পর্কিত নিবন্ধ