৬৬ বছর পর জুভেন্টাসকে যে বিব্রতকর হারের স্বাদ দিল ঘুরে দাঁড়ানো সিটি
Published: 27th, June 2025 GMT
বাজে একটি মৌসুম কাটানোর পর ক্লাব বিশ্বকাপকে নিজেদের ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে দেখছিল ম্যানচেস্টার সিটি। আগের দুই ম্যাচে জিতে প্রত্যাবর্তনের আভাসও দিয়ে রেখেছিল তারা। বিশেষ করে আল আইনের বিপক্ষে ৬-০ গোলের বড় জয়কে সিটির পক্ষ থেকে অন্যদের জন্য সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছিল।
কিন্তু সতর্কবার্তাটা যেন ঠিকঠাক পড়তে পারেনি জুভেন্টাস। গ্রুপ পর্বে শেষ ম্যাচে সিটির কাছে একরকম উড়ে গেছে ইতালিয়ান ক্লাবটি। গতকাল রাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সিটি ম্যাচ জিতেছে ৫-২ গোলে। এ জয়ে শেষ ষোলোয় সিটি প্রতিপক্ষ হিসেবে পেল সৌদি ক্লাব আল হিলালকে। আর জুভদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছিল সিটি-জুভেন্টাস দুই দলই। শেষ ম্যাচটি ছিল মূলত গ্রুপ শীর্ষ হওয়ার লড়াই। কিন্তু সে লড়াইয়ে ‘তুরিনের বুড়ি’ জুভেন্টাসকে পাত্তাই দেয়নি পেপ গার্দিওলা সিটি। শুধু গোল করায় নয়, খেলার মানের দিক থেকেও যোজন দূরত্বে এগিয়ে ছিল সিটি।
আরও পড়ুনক্লাব বিশ্বকাপে ব্রাজিল যেখানে ১০০–তে ১০০ ২৩ জুন ২০২৫ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে দাপুটে সিটির সামনে জুভেন্টাসকে ছোট দল বলেই মনে হচ্ছিল। ম্যাচে ৭৭ শতাংশ বলের দখল রেখে ২৪টি শট নিয়ে ১১ টি লক্ষ্যে রাখে সিটি। বিপরীতে ২৩ শতাংশ বলের দখল রাখা জুভেন্টাস ৫টি শট নিয়ে লক্ষ্যে রাখে ২টি। ম্যাচে জুভেন্টাস গোলরক্ষক মিকেল দি গ্রেগোরিও ৭টি সেভ করেছেন, নয়তো হারের ব্যবধান জুভেন্টাসের জন্য আরও বড় হতে পারত।
ফোডেন ও গার্দিওলা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪
বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার রুপালী গেইট এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শফিক (৩৮)।
একই থানার আলীসারদী এলাকার জসিম মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জাকির হোসেন (৪৫)।
গোকুল দাসের বাগ এলাকার মুল্লুক চাঁনের ছেলে আলী নুর হোসেন (৪৮) ও চৌরাপাড়া এলাকার জামান মিয়ার ছেলে দিপ্ত (৩৮)।
গ্রেপ্তারকৃতদের সোমবার (১১ আগস্ট) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত রোববার (১০ আগস্ট) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।