তারকাদের নিয়ে গুজব যেন থামছেই না। কখনো বিচ্ছেদ, কখনো গ্রেপ্তার, কখনো বা ছড়ায় মৃত্যুর বিভ্রান্তিকর খবর। কিছুদিন আগেই অভিনেত্রী পরীমণির মৃত্যুর গুজব ছড়িয়েছিল, এবার সেই তালিকায় যুক্ত হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
সম্প্রতি কিছু ভুয়া ফেসবুক গ্রুপ ও পেজে ছড়ানো হয়— ‘বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার’। খবরটি চোখে পড়তেই হতবাক মাহি। জীবিত থাকার তথ্য নিজে নিশ্চিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী।
সোমবার (৩০ জুন) নিজের ফেসবুক পেজে সোজাসাপ্টা ভাষায় মাহি লেখেন, “আমি আছি, মরি নাই রে ভাই।”
আরো পড়ুন:
দেশ ছাড়লেন মাহিয়া মাহি!
আমি এভাবেই নেচে নেচে ফটোশুট করি: মাহি
মাহিয়া মাহি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বেশ কিছুদিন ধরেই তাকে নতুন কোনো সিনেমা বা শুটিংয়ে দেখা যাচ্ছে না। তবে ব্যক্তিগত জীবন ও রাজনীতিতে সক্রিয় থাকার কারণে আলোচনায় রয়েছেন।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
চিকিৎসকেরা সিদ্ধান্ত নিলে আসবে এয়ার অ্যাম্বুলেন্স
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই কাতার থেকে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা দেবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানান, কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। লন্ডনযাত্রার জন্য তিনি এখনো ফ্লাই করার মতো সক্ষম নন। জুবাইদা রহমানও মেডিকেল বোর্ডের সদস্য।