সান্তোসের অনুশীলনে ফেরার পর সম্প্রতি নেইমার একটি সংবাদ সম্মেলনে অংশ নেন। যেখানে উপস্থিত ছিলেন শুধু তাঁর পরিবার ও বন্ধুবান্ধব। আর দশটা সংবাদ সম্মেলনের মতো হয়নি এ আলাপচারিতা। কাছের মানুষদের প্রশ্নের উত্তরে নেইমার কান্নায় যেমন ভেঙে পড়েছেন, তেমনি জানিয়েছেন এই বিশ্ব যদি আজই শেষ হয়ে যায়, তাহলে ব্যক্তিগত ও পেশাদার ক্যারিয়ার নিয়ে তাঁর কোনো আক্ষেপ থাকবে না।

শুধু তা–ই নয়, মাঠের বাইরে তাঁর জীবন ও আচরণ নিয়ে মানুষের সমালোচনা নিয়েও কথা বলেছেন নেইমার। জানিয়েছেন, লোকে তাঁকে যেভাবে বিচার করে, তাতে কখনো কখনো তাঁর কষ্ট লাগে, তবে ‘সবাই ভুল করে’, এ কথাও স্বীকার করেছেন নেইমার। বেশ খোলামেলা আলাপচারিতার এই সংবাদ সম্মেলনে নিজের জীবনে সবচেয়ে ভয়ের ব্যাপার কী হতে পারে, সেটাও জানিয়েছেন সান্তোস তারকা।

আরও পড়ুনমেসিকে হারানোর পর তাঁর জার্সি, শর্টস, জুতা—সবই নিয়ে গেলেন দেম্বেলে৮ ঘণ্টা আগে

জীবন নিয়ে নেইমারের একটাই ভয়—এমন কোনো অসুখে পড়লেন, যেটায় ভুগে তাঁর স্মৃতিশক্তি হারিয়ে গেল!

নেইমারের ভাষায়, ‘আমার একটাই ভয়, এমন কোনো অসুখ হলো, যেটায় ভুগে সবকিছু ভুলে গেলাম! স্মৃতিশক্তি হারানো, এটাই আমার একমাত্র ভয়। ভুলে গেলাম কে আমি, আমার গল্প কী, লিগ্যাসি কী, সারা জীবন যাদের সঙ্গে চলেছি, তাদেরও ভুলে যাওয়া; এই একটি ভয়ই পাই আমি।’

আমাদের জীবনে কী ঘটে, সেসব যারা বোঝে না তাদের এমন সব প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। আর ভুল সবাই করে। স্বপ্ন, আশা ও গল্প নিয়ে সবাই তো মানুষ।সান্তোস তারকা নেইমার

ব্রাজিলের ক্লাব সান্তোসের সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডলে গতকাল এই সংবাদ সম্মেলনের ভিডিও পোস্ট করা হয়। যেখানে প্রথম প্রশ্নেই নেইমারকে কাঁদতে দেখা যায়। প্রশ্নটি ছিল, সান্তোসে ফেরার বিষয়ে পরিবার ও বন্ধুবান্ধবের যে অকুণ্ঠ সমর্থন ও সাহায্য পেয়েছেন, তা নিয়ে। কেঁদেকেটে নেইমার ধরে আসা গলায় বলেন, ‘সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন করা, ঘরে থাকা, আমার জন্য বড় সুখের উৎস। ব্রাজিল থেকে অনেক বছর দূরে থাকার পর সান্তোসে ফিরতে পেরেছি, আমার শহরে ফিরেছি। বন্ধুদের কাছাকাছি থাকতে পারছি। তোমরাই আমার শক্তির উৎস। আমি যা কিছুর মুখোমুখি হয়েছি, সেসব তোমাদের প্রেরণাতেই।’

সান্তোসের অনুশীলনে নেইমার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (২০ অক্টোবর ২০২৫)

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে আজ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট শুরু আজ।

রাওয়ালপিন্ডি টেস্ট-১ম দিন

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা
বেলা ১১টা, টি স্পোর্টস ও এ স্পোর্টস

২য় টি-টোয়েন্টি

নিউজিল্যান্ড-ইংল্যান্ড
দুপুর ১২-১৫ মি., সনি স্পোর্টস ১

নারী ওয়ানডে বিশ্বকাপ

বাংলাদেশ-শ্রীলঙ্কা
বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

ইংলিশ প্রিমিয়ার লিগ

ওয়েস্ট হাম-ব্রেন্টফোর্ড
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

সম্পর্কিত নিবন্ধ