ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (২ জুলাই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিনে ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৬.
ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৭৭টি কোম্পানির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত আছে ৫১টির।
আরো পড়ুন:
মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারের উন্নয়নে যৌথ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিএসইসি
এদিন ডিএসইতে মোট ৪৭৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৬৪ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৪৮.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ২৭১ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৯০.৪১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫২৮ পয়েন্টে, শরিয়াহ সূচক ৭.৪০ পয়েন্ট বেড়ে ৮৭২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৪৬.৮৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৯৭ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২১০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৪০টি কোম্পানির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত আছে ২৬টির।
সিএসইতে ৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৫ কোটি ৮০ লাখ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ল খ ট ক র শ য় র ও ইউন ট ড এসই স এসই
এছাড়াও পড়ুন:
৫ বছর মেয়াদের নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু
দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা নতুন ৫ বছর মেয়াদের ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে উভয় পুঁজিবাজারে ট্রেজারি বন্ডটির লেনদেন শুরু হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
তথ্য মতে, নতুন বন্ডটির নাম হলো- ‘‘05Y BGTB 10/09/2030’’। ডিএসইতে বন্ডটির লেনদেন কোড- ''TB5Y0930'' এবং ডিএসইতে স্ক্রিপ্ট কোড- "88545"। একই ভাবে সিএসইতে বন্ডটির লেনদেন কোড- 'TB5Y0930'' এবং সিএসইতে ট্রেডিং আইডি- "50311"।
তথ্য মতে, ‘এ’ ক্যাটাগরিতে ডিএসই ও সিএসই’র ডেবট বোর্ডের অনুমতি সাপেক্ষে বন্ডটির মেয়াদ আগামী ২০৩০ সালের ১০ সেপ্টেম্বর শেষ হবে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০০.১১৭৪ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১০০০টি করে। এই বন্ড ১০.০৩ শতাংশ হারে বছরে ২ বার কুপন প্রদান করবে।
ঢাকা/এনটি/ইভা